আপনার যদি পড়াশোনা রিলেটেড প্রিন্টে-বল ওয়ার্কশিটের প্রয়োজন পড়ে, তাহলে আপনি এই দুর্দান্ত ও সেরা ওয়েবসাইট গুলো থেকে শিক্ষামূলক Coloring Pages গুলো ডাউন-লোড করতে পারেন। এই শিক্ষামূলক ওয়ার্কশিট গুলো আপনি আপনার বাচ্চা ও ছাত্রদের জন্য ব্যবহার করতে পারবেন। এই ওয়েবসাইট গুলোতে বেশ কয়েকটি শিক্ষামূলক Coloring Page এর ভালো কালেকশন রয়েছে এবং এগুলোকে আপনি বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্তও করতে পারবেন। এসব ওয়ার্কশিট এর মাধ্যমে শিক্ষা অনেক আনন্দ দায়ক হয়ে থাকে।
এই ওয়েবসাইটে উপস্থাপিত প্রায় সব ধরনের ক্যাটাগরিতে আপনি ব্রাউজ করতে পারবেন এবং সেখান থেকে শিক্ষামূলক Coloring Page এর PDF ফাইল গুলোও ডাউন-লোড করতে পারবেন। Days of the week, Alphabets, Geometry, Math, Physics, Telling time ইত্যাদি কী-ওয়ার্ড এর মাধ্যমে সার্চ করে আপনি Coloring Page গুলো খুঁজতে পারবেন।
আজ এই টিউন এর মাধ্যমে আমি পাঁচটি দুর্দান্ত ও সেরা ওয়েবসাইট এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, যে ওয়েবসাইট গুলো থেকে আপনি বিনামূল্যে শিক্ষামূলক Coloring Page গুলো ডাউন-লোড করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের ওয়েবসাইট গুলো।
Education.com অসম্ভব সুন্দর একটা ওয়েবসাইট যেখান থেকে আপনি প্রিন্ট করার শিক্ষামূলক Coloring Page গুলো খুব সহজেই ডাউন-লোড করতে পারবেন। শিশুদের জন্য শিক্ষামূলক ওয়ার্কশিট দেওয়ার ব্যাপারে প্রধান ভূমিকা পালন করছে এই ওয়েবসাইট। এই ওয়েবসাইটে রয়েছে হাজার হাজার ওয়ার্কশিট যেগুলো বিভিন্ন ক্যাটাগরি, গ্রেড, সাবজেক্ট এবং টপিকে বিভক্ত।
আপনি যদি এই ওয়েবসাইটে প্রবেশ করেন, তাহলে উপরের স্ন্যাপশটের মতো একটি হোম স্ক্রিন দেখতে পারবেন। এখান থেকে আপনি যদি প্রিন্টে-বল ওয়ার্কশিট নামক ক্যাটাগরিটি ওপেন করেন, তাহলে আপনি ওয়েব পেইজটির বামে ক্যাটাগরি, গ্রেড, সাবজেক্ট এবং টপিক গুলোর একটি লিস্ট দেখতে পাবেন। এই লিস্টের টপিক অপশন থেকে আপনি কালারিং ক্যাটাগরিটি ওপেন করতে পারেন। আর আপনি যদি এই কালারিং ক্যাটাগরিটি ওপেন করেন, তাহলে সমস্ত কালার পেজ গুলো এক জায়গায় দেখতে পারবেন।
এখানে আপনি নানা ধরনের কালারিং পেইজে ব্রাউজ করতে পারবেন। এখান থেকে আপনি Life Learning ক্যাটাগরিটি ওপেন করতে পারেন কারণ এই ক্যাটাগরিটি নাম্বার এবং বর্ণমালা সহ কালার পেইজ গুলো প্রদর্শন করে। কালার পেইজটি ডাউন-লোড করা হয়ে গেলে প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট আউট করে নিন। তারপর বাচ্চা বা ছাত্রদের সাথে শেয়ার করুন, যাতে করে তারা কালার পেইজে রং করা উপভোগ করতে পারে।
অফিসিয়াল ওয়েবসাইট @ Education.com
প্রিন্টে-বল শিক্ষামূলক Coloring Pages ডাউন-লোড করার অন্যতম আকর্ষণীয় আর একটা ওয়েবসাইট হল Educational Coloring Pages। এই ওয়েবসাইটটিও শিক্ষামূলক Coloring Page ডাউন-লোড করার বড় একটা প্ল্যাটফর্ম। এই ওয়েবসাইটটিও বিভিন্ন ধরনের কালার পেইজ এবং ওয়ার্কবুক এর মতো অ্যাকটিভিটিস গুলো অফার করে থাকে।
এই ওয়েবসাইটে প্রবেশ করলে, আপনি ছোট আইকনের একটি সার্চ বার দেখতে পাবেন, যে সার্চ বারে সার্চ করে আপনি চাইলেই শিক্ষামূলক ওয়ার্কশিট গুলো খুঁজে বের করতে পারবেন। এখানে আপনি ABC কালারিং পেইজ, 123 কালারিং পেইজ, Addition কালারিং পেইজ এবং Subtract কালারিং পেইজ ইত্যাদি দেখতে পারবেন। এই ওয়ার্কশিট গুলো ব্যবহারের মাধ্যমে আপনি আপনার বাচ্চাকে বা ছাত্রকে বিভিন্ন ধরনের Shapes সম্পর্কে ধারণা দিতে পারবেন, সমস্যা সমাধানের বিভিন্ন প্যাটার্ন শেখাতে পারবেন, চিন্তা করার দক্ষতার উন্নতি ঘটাতে পারবেন এবং এছাড়াও আর অনেক বিষয়ের উন্নতি ঘটারে পারবেন।
বাচ্চারা যাতে করে অ্যাকটিভিটিস গুলো শিখতে এবং খেলতে পছন্দ করে, সেই বিষয়টা মাথায় রেখেই ওয়ার্কশিট গুলো ডিজাইন করা হয়েছে। আপনি যদি ওয়ার্কশিট গুলোতে রং করা উপভোগ করতে চান, তাহলে প্রথমে আপনাকে ওয়ার্কশিট গুলো ডাউন-লোড করতে হবে। তারপর একটি প্রিন্টারের মাধ্যমে সেগুলো প্রিন্ট-আউট করে নিতে হবে। এখন আপনি চাইলেই প্রিন্ট-আউট করা ওয়ার্কশিট গুলো বাচ্চাদের মাঝে অথবা ছাত্রদের মাঝে বিলিয়ে দিতে পারেন। যাতে করে তারা ওয়ার্কশিট গুলোতে রঙ করা উপভোগ করতে পারে।
অফিসিয়াল ওয়েবসাইট @ Educational Coloring Pages
Just Color চমৎকার একটা ওয়েবসাইট যেখান থেকে আপনি প্রিন্ট করার শিক্ষামূলক Coloring Page খুব সহজেই ডাউন-লোড করতে পারবেন। এই ওয়েবসাইটে বাচ্চাদের জন্য এবং প্রাপ্ত বয়স্কদের জন্য প্রিন্ট করার শিক্ষামূলক Coloring Pages রয়েছে এবং আপনি চাইলেই এতগুতে ব্রাউজ করতে পারবেন এবং ডাউন-লোডও করতে পারবেন।
আপনি যদি এই ওয়েবসাইটে প্রবেশ করেন, তাহলে উপরের স্ন্যাপশটের এর মত একটি হোম স্ক্রিন দেখতে পাবেন। এখানে আপনি বিভিন্ন ধরনের কালার পেইজ দেখতে পারবেন। নাম্বার, বর্ণমালা, Days of the week, ফ্রুটস এবং ভেজিটেবল ইত্যাদির মতো কালার ওয়ার্কশিট গুলো এই ওয়েবসাইটের সার্চ বারে সার্চ করে খুঁজে বের করতে পারবেন। এই ক্যাটাগরি গুলো ওপেন করলে আপনি কালার পেইজের কালেকশন গুলো দেখতে পারবেন। এই ওয়েবসাইটের ওয়ার্কশিট গুলো দেখতে অত্যন্ত চমৎকার। এই ওয়েবসাইটের নাম্বার শিটে কার্টুন চিত্র রয়েছে যেগুলোতে রং করতে বাচ্চারা পছন্দ করবে এবং রং করার কারণে নাম্বারও শিখতে পারবে।
আপনি যদি চান, তাহলে এই ওয়েবসাইটের কালার পেইজগুলো PDF ফরম্যাটে ডাউন-লোড করতে পারবেন এবং ডাউন-লোড করে প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট-আউট করে নিতে পারবেন। এরপর আপনি বাচ্চাদের সাথে অথবা ছাত্রদের সাথে ওয়ার্কশিট গুলো শেয়ার করতে পারবেন যাতে করে তারা কালার পেইজ গুলোতে রং করা উপভোগ করতে পারে এবং নিজের মেধার উন্নয়ন ঘটাতে পারে।
অফিসিয়াল ওয়েবসাইট @ Just Color
বাচ্চাদের জন্য বিনামূল্যে প্রিন্টে-বল শিক্ষামূলক কালার পেইজ ডাউন-লোড করার অন্যতম আকর্ষণীয় আর একটি ওয়েবসাইট হল Super Coloring। এই ওয়েবসাইটে প্রবেশ করলে আপনি উপরের স্ন্যাপশটের মতো একটি হোম স্ক্রিন দেখতে পারবেন। এই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের চমৎকার কালার পেইজ এবং শিক্ষামূলক ওয়ার্কশিট রয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর কালার পেইজ এবং কার্টুনের জন্য কালার পেইজ খুঁজতে পারবেন।
একবার যদি আপনি এই ওয়েবসাইটটি ওপেন করেন, তাহলে দেখতে পারবেন এখানে রয়েছে মজাদার অত্যন্ত আকর্ষণীয় কালারিং পেইজ। এখান থেকে আপনি জীববিজ্ঞান, পদার্থ, ম্যাথ, Days of the week এবং সময় বলা ইত্যাদি নানা বিষয় সম্পর্কে শিখতে পারবেন। এই ক্যাটাগরিগুলোর যেকোনো একটি ক্যাটাগরি যদি আপনি ওপেন করেন, তাহলে এখানে আপনি অসংখ্য প্রিন্টে-বল কালার পেইজ দেখতে পাবেন এবং আপনি চাইলেই কালার পেইজ গুলোকে ডাউন-লোড করতে পারবেন। ডাউন-লোড করার পর প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট-আউট করে নিন। তারপর বাচ্চাদের সাথে শেয়ার করুন যাতে করে তারা রং করা উপভোগ করতে পারে। এবং নিজেদের চিন্তাভাবনা করার সক্ষমতা বাড়াতে পারে।
অফিসিয়াল ওয়েবসাইট @ Super Coloring
বাচ্চাদের জন্য বিনামূল্যে প্রিন্টে-বল শিক্ষামূলক কালার পেইজ ডাউন-লোড করার অন্যতম সেরা আরও একটি ওয়েবসাইট হল First-School.ws। কালার পেইজ এর দুর্দান্ত ও সেরা উৎস হিসেবে বিবেচিত হতে পারে এই ওয়েবসাইটটি। Toddlers, Preschoolers এবং Kindergarten দ্বারা এই কালার পেইজ গুলো ইউজ করা যেতে পারে।
এই ওয়েবসাইটটিতে কালার পেইজগুলো ব্রাউজ করার ক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। এই ওয়েবসাইটের ক্যাটাগরি গুলো হল Alphabet, নাম্বার, Days of the Week, Shapes, Seasons এবং Water theme সহ আরও অনেক ক্যাটাগরি।
এই ওয়েবসাইটের কালার পেইজ গুলোতে শিক্ষামূলক টপিকের সাথে আকর্ষণীয় ইমেজও যুক্ত রয়েছে। আপনি চাইলেই এই ওয়েবসাইটের কালার পেইজ গুলো ডাউন-লোড করতে পারবেন এবং ডাউন-লোড করার পর প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট-আউট করে নিতে পারবেন। এবং তারপর বাচ্চাদের মাঝে শেয়ার করতে পারেন, যাতে করে তারা রং করা উপভোগ করতে পারে। বাচ্চাদের ও বয়স্কদের মেধার উন্নতি ঘটাতে এটি উৎকৃষ্ট পন্থা হতে পারে।
অফিসিয়াল ওয়েবসাইট @ First-School.ws
কালার পেইজ গুলোতে রং করার সময় আমরা আনন্দ লাভ করি। কিন্তু আপনি যখন শিক্ষামূলক কালার পেইজগুলোতে রং করবেন তখন আনন্দের পাশাপাশি মেধারও উন্নয়ন ঘটবে। উপরিউক্ত ওয়েবসাইট গুলোতে কালার পেইজের বিস্তৃত কালেকশন রয়েছে। এই ওয়েবসাইটের এক এক ধরনের কালার পেইজ এক এক ক্যাটাগরির অন্তর্ভুক্ত। আপনি আপনার বাচ্চাদের সাথে PDF ফরম্যাটে ডাউন-লোড করা কালার পেইজ গুলো শেয়ার পারেন। ফলে তাদের সৃজনশীল প্রতিভার উন্নয়ন ঘটবে।
তো বন্ধুরা এই ছিল আজকের টিউন। আশাকরি বুঝতে পেরেছেন। কোন কিছু অস্পষ্ট থাকলে টিউমেন্ট করে আমাকে জানাবেন। আমার টিউন গুলো পড়তে ইচ্ছুক হলে অবশ্যই আমাকে ফলো দিবেন। নিজের খেয়াল রাখুন, আপনজনদেরও খেয়াল রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হা-ফেজ।
আমি মো তানজিন প্রধান। ২য় বর্ষ, বগুড়া আজিজুল হক কলেজ, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 91 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।
কখনো কখনো হারিয়ে যাই চিন্তার আসরে, কখনোবা ভালোবাসি শিখতে, কখনোবা ভালোবাসি শিখাতে, হয়তো চিন্তাগুলো একদিন হারিয়ে যাবে ব্যাস্ততার ভীরে। তারপর ব্যাস্ততার ঘোর নিয়েই একদিন চলে যাব কবরে।