ইনস্টল করেন উইন্ডোজ এক্সপি ১০ মিনিটের কম সময়ে

 ইনস্টল করেন উইন্ডোজ এক্সপি ১০ মিনিটের কম সময়ে।

অনেকের হয়তো জানা আছে তবু ও শেয়ার করছি নতুনদের কাজে লাগতে  পারে।

এই ছোট টিপ যারা ​​প্রায়ই উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম ইনস্টল করেন তাদের জন্য খুব সহায়ক হবে. সাধারণত অপারেটিং সিস্টেম ইনস্টলেশনের সময় 40 মিনিট পর্যন্ত সময় নেয়, কিন্তু এই  টিপস এর মাধ্যমে আপনি এখন 10 মিনিট  করতে পারবেন.

১. উইন্ডোজ এক্সপি সিডি দিয়ে বুট করান।

২. পরে সম্পূর্ণরূপে সব ফাইল লোড হলে , আপনি পার্টিশন নির্বাচন অপশন পাবেন.“c”.নির্বাচন করুন.

৩. এখন পার্টিশন টি  ফরম্যাট ফরম্যাট করেন  স্বাভাবিক NTFS বা FAT

৪।একবার ফরম্যাট সম্পন্ন হলে সেটআপ ইনস্টলেশনের জন্য আবশ্যক সব ফাইল কপি করা হয় আপনার সিস্টেম পুনরায় Restart নিবে অথবা আপানে এন্টার টিপে Restart করান।

এখন এখানে থেকেই 10 মিনিট  এ কাজ করানো  শুরু.

৫. পুনরায় বুট করার পরে, আপনি একটি পর্দা দেকতে পাবেন অপারেটিং সিস্টেম ইনস্টলেশন শেষ হতে 40 মিনিট সময় লাগবে।

নিচের ছবির মত

windows xp pro vmware player 1 ইনস্টল করেন উইন্ডোজ এক্সপি ১০ মিনিটের কম সময়ে।

৬. এখন Shift + F10 প্রেস কী চাপেন  প্রর্দশিত হবে কমান্ড প্রম্পট.

৭.Enter “Taskmgr” কমান্ড প্রম্পট উইন্ডোর এ.নিচের ছবির মত একটি  টাস্ক ম্যানেজার খুলবে.

25 265x300 ইনস্টল করেন উইন্ডোজ এক্সপি ১০ মিনিটের কম সময়ে।

৮. প্রসেস ট্যাবে ক্লিক করুন >এখানে  setup.exe বাহির করেন>Setup.exe উপর রাইট ক্লিক করুন> Set Priority > নির্বাচন করেন  High or Above Normal।

সমস্ত সম্পন্ন ..!!!

আর কিছু করতে হবে না এবার দেখুন কিভাবে দ্রুত ইনস্টলেশন প্রক্রিয়া সমাপ্ত হয়।

ভাল করে লিখতে পারি নাই ভুল হলে ক্ষমা করবেন সবাই।

Level 0

আমি faroque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 75 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

<<<>>> পাগলের সুখ মনে মনে, কাগজ টোকায় টাকা গুনে। <<>>>


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইজান, আর কতোদিন এই পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করবেন? বিল গেটস কাকুরে আর কতো বড়োলোক বানাইবেন? এইবার একটু দেশটার দিকে তাকান। উইন্ডোজ জেনুইন কিনতে গেলে আপনার প্রায় ১৭৫০০ টাকা লাগবো। তারপরও যদি উইন্ডোজ ব্যবহার করতে চান, তাইলে জেনুইন কিনেন। আমার কোন আপত্তি নাই। কিন্তু, যদি…। তাইলে আমি বলি কি, লিনাক্স ব্যবহার শুরু কইরা দেন একেবারে ফ্রি। ভালো থাকুন। পোস্টটা সুন্দর হয়েছে। আরো সুন্দর হতো, যদি লিনাক্স ইনস্টল নিয়ে লিখতেন। প্রযুক্তি হোক মুক্ত স্বাধীন।

    লিনাক্স এর নতুন ডিস্ট্রো এত্ত দ্রুত ইন্সটল হয় … মাথাই নষ্ট %-)

    ভাই লিনাক্স এর এমন কোন version নাই যে ডাউনলোড করি নাই, কিন্তু আমার বাংলা-বিলাই লিনাক্স কে সাপোর্ট করে না, কোন উপায় নাই xp/7 না চালাইয়া।

    আমি এখনো লিনাক্স মিন্টেই আছি। ব্যাপক ভালো লাগছে। তাই, চেঞ্জ করতে ইচ্ছে হচ্ছে না।

    linux a avro install kore use korte parci na. can any one help plz?

    notun distrio bolte kontar kotha bolcen?

    Level 0

    this is not a place to advice other for using linux or other OS.
    please check the title of this tune.

    ভাই, কি করবো বলেন? পাইরেটেড সফট ইউজ না করার পরামর্শ দেয়া নিশ্চয়ই খারাপ কিছু না!!! আপনার ভালো না লাগলেও সুপরামর্শটুকু দেয়া আমার দায়িত্ব মনে করছি। বিরক্ত করার জন্য দুঃখিত!!!

    Level 0

    লিনাক্স এ সব সফটওয়ার বা অন্য সব কাজ কি কোনো কালে এক্সপি এর মত করা যাবে so. . . ? আর লিনাক্স কি দেশি সফট নাকি যে ওইটা ইউজ করলেই দেশের উপকার হবে 😐 আর আপনি কি OS ছাড়া সব সফট কিনে ইউজ করেন wOw খুব ভালো । আর এক কাজ করেন সব software&Game লিনাক্স এর উপযোগী করে তৈরি করেন আমিও লিনাক্স ইউজ করবো 😛

আমি একজন গর্বিত মিন্টু। লিনাক্স মিন্ট ইউজার।

    ভাই আমি চাই লিনাক্স ইউস করতে । বাট কিভাবে কি কিছুই ত জানি না ! কিছু টিউন করেন তারপর দেখেন মানুষ কিভাবে দৌড়ায় 😀 আর আমি তো আছি 😛

    আমি কিউবি বেবহার করি । লিনাক্স এ হবে ??

    কোন সমস্যা নেই @কম্পিউটার লাভার। আপনি খুব সহজেই লিনাক্স ব্যবহার করতে পারবেন বলে আশা করছি। আমিও এখন লিনাক্স মিন্ট থেকে কিউবী ব্যবহার করেই লিখছি।

Level 0

ধন্যবাদ আপনাকে টিউনটি করার জন্য……………..

Level 0

পড়ে ভাল লগলো, দেখি কাজ করে কিনা!

কাজ করলে ধন্যবাদ………….
যদি না করে ধন্যবাদ পাবেন না……….
সুন্দর টিউন…….আশা করি কাজ করবে……….
ভাল থাকুন

পাভেল আপনি এখানে দেখতে পারেন http://jamal919.wordpress.com/2010/10/27/ubuntu-10-10-write-bangla-using-avro-phonetic-in-ubuntu/

লিনাক্স zorin-os-5-core-এটা কেমন, উইন্ডোজ এর সকল প্রোগ্রাম রান করা জায় শুনেছি, তবে আমি ব্যাবহার করিনি,

    আমি ডাউনলোড করেছিলাম কিন্তু ইন্সটল করার সময় কি জানি একটা error আসে

    আমি zorin-os-5 ব্যাবহার করেছি… এক কথায় অসাধারণ! খুব দ্রুত ইন্সটল হয় , জানালার চেয়ে অনেক ফাস্ট, ইউজ করাও অনেক সহজ।
    যারা নতুন নতুন জানালা থেকে লিনাক্স এ যাচ্ছেন, তাদের জন্য বেশ ভালো হবে।

ধন্যবাদ। লিনাক্সে wimax ব্যবহার করতে পারছি না, সাহায্য চাই। টেক গুরু দের কাছে।

    লিনাক্সের সব ধরণের সমস্যার জন্য নীচের লিঙ্কগুলো দেখতে পারেন। আপনার সমস্যার সমাধান না পেলে ফোরামে জিজ্ঞাসা করুন। আশা করি, লাভবান হবেন।
    ১ = http://forum.amaderprojukti.com/viewforum.php?f=42
    ২ = http://forum.projanmo.com/forum55.html

    আমিও ভাই সুধু মাত্র লিনাক্স এ গত ৫ মাস দ্রে আসতে পারছিনা একমাত্র wimax এর কারনে, শুনেছিলাম উবুন্টু ৯.০৪ এর জন্য কারা নাকি wimax এর সফটওয়ার তৈরি করেছে, কিন্তু নেট এ খুজে পেলাম না

ভালই লিখেছেন

thanks

চমৎকার

Level 0

আপনার পদ্ধতিটা ব্যবহার করে দেখব। ধন্যবাদ।

Level New

ভাই আমি লিনাক্স উবুন্তু সিডি জগাড করছি কিন্তু আমি qubee ইউজার, উনুন্তু তেঁ qubee সাপোর্ট করে না তাই ইন্সটল করতেছিনা কি করবো হেল্প চাই

লিনাক্স নিয়া সবার এত মথা ব্যাথা কেন যার যেটা ভাল লাগে ব্যবহার করুক না কেন। তাতে আপনাদের এত মাথা ব্যথা কেন।

    Level 0

    সহমত
    ami jaa mon chay use korbo apnar linx valo laage so koren apnare keo na korse :@ ajaira jotoshob

আগে জানা ছিল, ধন্যবাদ ।

ধন্যবাদ টিউনের জন্য,
কিন্তু আমি ভাই স্বাভাবিক ভাবের ইন্সটল করার পক্ষে কারন সব কিছুকে তা স্বাভাবিক গতিতে চলতে দেয়া উছিত এতে ঝুঁকি কম থাকে।