গ্রামীন ফোন সিটিসেল বাংলালায়ন এবং কিউবিতেও ব্লগস্পট সাইটে ঢোকার বুলেট টিউন(উইন্ডোজ ৭)

সবাই কে সালাম জানিয়ে আজকে ২ নাম্বার টিউন করসি । আমি ভাল বাংল লিখতে পারি না অভ্র দিয়া লিখসি তাই ভুল হলে ক্ষমা সরুপ নিবেন। এখন মুল কথায় আসি ।

আমরা অনেকেই বিভিন্ন ব্লগ ভিজিট করি।অনেক সময় নিজের ব্লগে নিজেই ঢুকতে পারিনা। শুরুর দিকে শুধু  জিপি তেই এই সমস্যার দেখা দিতো। কিন্তু ইদানিং বাংলালায়ন এবং কিউবিতেও কিছু ক্ষেত্রে এই সমস্যা প্রকট (যেমন আমি নিজেই কোন ব্লগস্পট এর সাইটে ঢুকতে পারতাম না)।

তো এমন সমস্যায় যারা আছেন, তাদের জন্য একটা ছোট্ট সমাধানের চেস্টা করা যাক।

আপনি যদি ইন্টারনেট  ডায়াল-আপ মডেম বা পিসি সুইট দিয়ে ব্যবহার করেন তাতেও এটা কাজ করবে। আমি কিউবিতেও করে দেখলাম কাজ হচ্ছে।

পথমে Control Panel থেকে Network and Internet এ যেয়ে আপনার একটিভ কানেকশনটির Change adapter setting এ যান।Networking ট্যাব এ যেয়ে Internet Protocol Version 4 (TCP/IPv4) মার্ক করে Properties এ যান।General থেকে Use the following DNS server addresses মার্ক করে Preferred DNS server এ  4.2.2.8 or 4.2.2.2 এবং Alternate DNS server এ  4.2.2.5 or 8.8.8.8 লিখে OK করে বের হয়ে আসুন।এবার ইন্টারনেট রি-কানেক্ট করুন।দেখুন ইচ্ছেমত ব্লগ।

নিচে স্ক্রীনশট দেয়া হল জাতে প্রব্লেম না হয় ।

Step 1

Step 2

Step 3

Step 4

Step 5

পোস্ট টিতে কন ভুল হলে ক্ষমার চোখে দেখবেন । ভাই কমেন্ট এর রেপ্ল্য দেওা জাসে না লগিন পেজ আসে তাই পোস্ট এ লিখে দিছি । গ্রামীন ফোন সিটিসেল এ উপরের নিওম আনুসরন করেন কাজ হবে থাঙ্কস ।

আমার সাইট তা ঘুরে দেখে বলেন কেমন হইসে  http://dotnews.dyngen.org/

Level 0

আমি ব্লগার শেখ জহিরুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 62 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ।

শেখ জহিরুল ইসলাম নোমান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার জন্য আজ অনেক দিন পর আমার ব্লোগে ঢুকলাম। দীর্ঘজিবী হন ,অনেক ভাল ভাল টিউন করেন ।

Level 0

অত্যন্ত জরুরী এবং সময়োপযোগী টিউন। ধন্যবাদ।

Level 0

khub e important akta post disen…….. thanks a lot………..

Level 0

আমার wimax এর indoor modem কিন্তু speed 128kbps.আমার মাঝে মাঝে এই সমসা করে।আমি কি করতে পারি।আমি win 7 চালাই।

অভ্র এর layout viewer টা একবার দেখে নিয়েন , আসা করি
বাংলা লেখায় আর কোন সম্যসা হবেনা
আর ধন্যবাদ টিউনটি করার জন্য ……… 🙂

টেকটিউনসে শেষবার কখন কমেন্ট করেছিলাম তা মনে নেই। কিন্তু আজ আপনার পোস্টটি পড়ে কমেন্ট না করে থাকতে পারলাম না। কারণ, কমেন্ট না করলে সত্যিই আপনার পোস্টটিকে অশ্রদ্ধা করা হবে। অসাধারণ একটি পোস্ট করেছেন। আশা করি ভবিষ্যতে এ ধরণের আরো দারুন দারুন পোস্ট পাবো আপনার কাছ থেকে।
অশেষ ধন্যবাদ !!

Level 3

ভাইয়া আপনার কমেন্টটা আমার ক্ষেত্রে মনে হয় বেশি উপকার করতে পারল না।আমিতো xp service pack 3 ব্যাবহার করি।তাহলে আমার জন্য কিছু একটা করেন।আমার এই সমস্যার কারনে আমার PR 0 হউয়া ব্লগটা ব্যাবহার করতে পারছিনা,co.cc sub domain দিএ চালাচ্ছি।এটার মেয়াদ তো আবার এক বৎসর ।
দয়া করে আমাকে কিছু টিপস দিবেন,আসায় থাকলাম।
দেখে আসুন একবার >>>>

http://www.robinmym.co.cc/

http://www.robinmym.blogspot.com

Level 3

ভাইয়া আপনার কমেন্টটা আমার ক্ষেত্রে মনে হয় বেশি উপকার করতে পারল না।আমিতো xp service pack 3 ব্যাবহার করি।তাহলে আমার জন্য কিছু একটা করেন।আমার এই সমস্যার কারনে আমার PR 0 হউয়া ব্লগটা ব্যাবহার করতে পারছিনা,co.cc sub domain দিএ চালাচ্ছি।এটার মেয়াদ তো আবার এক বৎসর ।
দয়া করে আমাকে কিছু টিপস দিবেন,আসায় থাকলাম।
দেখে আসুন একবার >>>>

http://www.robinmym.co.cc/

ধন্নবাদ

Level 0

আমি সিটিসেল ব্যবহার করি আমার ব্লক সাইটটা দেখা যায় না।

Level 0

ধন্যবাদ আমার হইচ্ছে

শেখ জহিরুল ইসলাম নোমান , ভাই সালাম নিবেন , আমি যদি ডোমিন নেম ক্রয় করে তা আমার ব্লোগের জন্য ব্যবহার করি তবে কি ব্লোগে ঢুকতে পারা নাপারার যে সমস্যা তা কি থাকবে ? । নিজেষ্য ডোমিন ব্যবহার করলে ব্লোগারের হোষ্টের কি কোন সমস্যা হবে ? আমি আমার প্রতিষ্ঠারে জন্য ব্লোগারে একটি সাইট তৈরী করেছি য়া ব্লোগ সাইট না , এতে কি কোন সমস্যা হবে ? দয়াকরে প্রশ্নগুলর উত্তর দিলে খুব উপকৃত হতাম ।

    vai avro nai tai english a disi …….. olikum samal vai ……….. domain kine lagale kono somosha kore na amnitei dhukte parben ……………………. na blogger a kono problem korbe na …………. na kono jhamela korbe na ……………………….. uttor dialm vai dhara bahik vabe .