নিজের কম্পিউটার কে ওয়েব সার্ভার বানিয়ে অন্য কম্পিউটার থেকে কম্পিউটার / সার্ভারে নির্দিষ্ট ফাইল ব্যবহার করা যাবে।
আপনার নিজের সার্ভার তৈরি করার অনেক কারণ আছে। উদাহরণের : ফাইল ভাগাভাগি, সুতরাং আপনি যেখানে ইচ্ছা সেখান থেকে আপনার নিজের কম্পিউটার থেকে ফাইল ডাউনলোড করতে পারেন অথবা আপনি নিজের সার্ভার একটি ওয়েব সাইট তৈরি করতে ব্যাবহার করতে পারেন।
আপনি আপনার কম্পিউটারে একটি ফোল্ডার নির্বাচন করুন, যে ফোল্ডার এ , গান , ভিডিও এবং ইত্যাদি রাখলেন যখন আপনি আপনার কম্পিউটারের IP ওয়েব ব্রাউজারের ্দিয়া এন্টার দিবেন আপনি সব ফোল্ডার এ থাকা ফাইল দেখতে পাবেন এবং আপনি ঐ ফাইল ডাউনলোড করতে পারেন.
আসুন এখন একটা সার্ভার তৈরি করি।
১. আপনি আবশ্যক:
#ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সর্বদা চালু থাকতে হবে।
#আপনার কম্পিউটার এ উইন্ডোস লাগবে
২. আপনার ড্রাইভে একটি ফোল্ডার তৈরী করুন এই যেমন আমি একটা ফোল্ডার তৈরি: E:my server
৩।সফটওয়্যার টি ডাউনলোড করেন http://www.softpedia.com/dyn-postdownload.php?p=12027&t=0&i=1
এবং এটি ইনস্টল করেন,
৪।যেখানে আপনি Apache ইনস্টল করছেন সেখানে জান যেমনঃ “C:Program FilesApache Software FoundationApache2.2conf”),সেখানে খুজেন httpd.conf
Notepad দিয়া ফাইলটি খুলুন.
এবার notepad খুলা ফাইল এ নিচের ৩ টা যোগ করতে হবে।
৫। notepadফাইল খোঁজেন #DocumentRoot “C:/Program Files/Apache Group/Apache2/htdocs” সাতে এটা যোগ করেন #DocumentRoot “E:my server”.
এবার এটা খোজেন #<Directory “C:/Program Files/Apache Group/Apache2/htdocs” সাতে এটা যোগ করেন <Directory “E:my server”>.
এবং এটা খোঁজেন #AllowOverride None বদল করে এটা করেন # AllowOverride All.
E:my server ফোল্ডার হচ্ছে যেখানে আপনে ফাইল রাখবেন ।যেমন আমি E ডিস্ক এ my server নামে ফোল্ডার খুলছিলাম। আপনে যেকোন জায়গায়ফলদের খুলতে পারেন।
এখন এটা সেভ করেন httpd.conf. নামে ।
এখন ফাইল টা কপি করেন ,”conf” ফোল্ডার এর বিতর “extra” ফোল্ডার টি খুলেন কপি
করা ফাইল টি এখানে Replace করেন।
৭।এ খুলেন C:Program FilesApache Software FoundationApache2.2htdocs মানে এই ফোল্ডার টি “htdocs” এবং ডিলিট করেন “index.html”
৮। এখন ওয়েব ঠিকানা লিখুন http://localhost/ আথবা আপনার IP Address দেকতে পাবেন নিচের ছবির মত
যখন আপনি সিনেমা উপর ক্লিক করবেন
প্রতিটি ফাইল আপনি ২ ধাপ এ যে ফোল্ডার করেছিলেন সে ফোল্ডারে রাখবেন তাহলে http://localhost/ উপর প্রদর্শিত হবে।
৯। যদি আপনি অন্য কম্পিউটার থেকে সার্ভার প্রবেশ করতে চান.তাহলে রাউটার ব্যবহার করে পোর্ট ফরওয়ার্ড করতে হবে.পোর্ট সংখ্যা 80.
<<>>>এবার আপনার হোম সার্ভার ভোগ করেন>>><<<<
আমি faroque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 75 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
<<<>>> পাগলের সুখ মনে মনে, কাগজ টোকায় টাকা গুনে। <<>>>
ধন্যবাদ। ট্রাই করে দেখবো।