এবার নিজের কম্পিউটার কে তৈরি করেন HTTP সার্ভার।

নিজের কম্পিউটার কে ওয়েব সার্ভার বানিয়ে অন্য কম্পিউটার থেকে  কম্পিউটার / সার্ভারে নির্দিষ্ট ফাইল ব্যবহার করা যাবে।

আপনার নিজের  সার্ভার তৈরি করার  অনেক কারণ আছে। উদাহরণের : ফাইল ভাগাভাগি, সুতরাং আপনি যেখানে ইচ্ছা সেখান থেকে আপনার নিজের কম্পিউটার থেকে ফাইল ডাউনলোড করতে পারেন অথবা আপনি নিজের সার্ভার একটি ওয়েব সাইট তৈরি করতে ব্যাবহার করতে পারেন।

আপনি আপনার কম্পিউটারে একটি ফোল্ডার  নির্বাচন করুন, যে ফোল্ডার এ  , গান , ভিডিও এবং ইত্যাদি রাখলেন যখন আপনি আপনার কম্পিউটারের IP  ওয়েব ব্রাউজারের ্দিয়া এন্টার দিবেন আপনি সব ফোল্ডার এ থাকা  ফাইল দেখতে পাবেন  এবং আপনি ঐ ফাইল ডাউনলোড করতে পারেন.

আসুন এখন একটা সার্ভার তৈরি করি।

১. আপনি আবশ্যক:
#ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সর্বদা চালু থাকতে হবে।
#আপনার কম্পিউটার এ উইন্ডোস লাগবে

২. আপনার ড্রাইভে একটি ফোল্ডার তৈরী করুন এই যেমন আমি  একটা  ফোল্ডার তৈরি: E:my server

৩।সফটওয়্যার টি ডাউনলোড করেন http://www.softpedia.com/dyn-postdownload.php?p=12027&t=0&i=1

এবং এটি ইনস্টল করেন,

install apache 11 এবার নিজের কম্পিউটার কে তৈরি করেন HTTP সার্ভার ।

৪।যেখানে আপনি  Apache ইনস্টল করছেন  সেখানে জান যেমনঃ “C:Program FilesApache Software FoundationApache2.2conf”),সেখানে খুজেন httpd.conf

Notepad দিয়া ফাইলটি  খুলুন.
conf এবার নিজের কম্পিউটার কে তৈরি করেন HTTP সার্ভার ।

open with এবার নিজের কম্পিউটার কে তৈরি করেন HTTP সার্ভার ।

এবার notepad খুলা ফাইল এ  নিচের ৩ টা  যোগ করতে হবে।

৫। notepadফাইল খোঁজেন  #DocumentRoot “C:/Program Files/Apache Group/Apache2/htdocs” সাতে এটা যোগ করেন #DocumentRoot “E:my server”.

এবার এটা খোজেন #<Directory  “C:/Program Files/Apache Group/Apache2/htdocs” সাতে এটা যোগ করেন <Directory  “E:my server”>.

এবং এটা খোঁজেন #AllowOverride None বদল করে এটা করেন # AllowOverride All.

E:my server ফোল্ডার হচ্ছে যেখানে আপনে ফাইল রাখবেন ।যেমন আমি E ডিস্ক এ my server নামে ফোল্ডার খুলছিলাম। আপনে যেকোন  জায়গায়ফলদের খুলতে পারেন।

httpd notepad এবার নিজের কম্পিউটার কে তৈরি করেন HTTP সার্ভার ।

এখন এটা সেভ করেন httpd.conf. নামে ।

এখন ফাইল টা কপি করেন ,”conf” ফোল্ডার এর বিতর “extra” ফোল্ডার টি খুলেন কপি

করা ফাইল টি এখানে Replace করেন।

৭।এ খুলেন C:Program FilesApache Software FoundationApache2.2htdocs     মানে  এই ফোল্ডার টি   “htdocs”  এবং ডিলিট করেন “index.html

৮। এখন ওয়েব ঠিকানা লিখুন http://localhost/ আথবা আপনার    IP Address দেকতে পাবেন নিচের ছবির মত

index of mozilla firefox এবার নিজের কম্পিউটার কে তৈরি করেন HTTP সার্ভার ।

যখন আপনি সিনেমা উপর ক্লিক করবেন

movie এবার নিজের কম্পিউটার কে তৈরি করেন HTTP সার্ভার ।

প্রতিটি ফাইল আপনি ২ ধাপ এ যে ফোল্ডার করেছিলেন সে ফোল্ডারে রাখবেন তাহলে http://localhost/ উপর প্রদর্শিত হবে।

৯। যদি আপনি অন্য কম্পিউটার থেকে সার্ভার প্রবেশ করতে চান.তাহলে  রাউটার ব্যবহার করে পোর্ট ফরওয়ার্ড করতে হবে.পোর্ট সংখ্যা 80.

<<>>>এবার আপনার হোম সার্ভার ভোগ করেন>>><<<<

Level 0

আমি faroque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 75 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

<<<>>> পাগলের সুখ মনে মনে, কাগজ টোকায় টাকা গুনে। <<>>>


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ। ট্রাই করে দেখবো।

ধন্যবাদ। আর্ও বিস্তারিত জানতে চাই।
নিজের কম্পিউটার কে কিভাবে এস এম এস সার্ভার কি ভাবে বানানো যায় ?

Level 0

অন্য কম্পিউটার থেকে ব্যবহার করতে হলে দুই জনের ব্রডব্যান্ড লাইন কি এক হতে হবে ? অন্য কোনো ল্যাপটপ থেকে কি দেখা যাবে, যে বাংলালায়ন অথবা কিউবি ব্যবহার করে ?

    Level 0

    অন্য কম্পিউটার (LAN এর বাইরে) থেকে ব্যাবহার করতে হলে HTTP Server এ রিয়েল আইপি ব্যাবহার করতে হবে। যদি নাম দিয়ে ব্যাবহার করতে চান (যেমন http://www.google.com) তাহলে ডোমেইন নিবন্ধন করতে হবে। বাংলালায়ন অথবা কিউবি এর কাছে চাইলে ওরা আপনাকে রিয়েল আইপি দিবে।

Level 0

চরম রকমের একটি TUNE করসেনতো।আমি এখনই TRY করব। ধন্যবাদ।

পাঙ্খা টিউন ! মাত্রাতিরিক্ত কঠিন (না মানে বিষয়টা সহজ করে বুঝানয়) আপনাকে হাজারো ধন্যবাদ ! 😀 দেখি ট্রাই করে !

    আচ্ছা আমি তো xampp চালাই, আলাদা ভাবে এপাচি সেটাপ দেইনা, তাহলে কি xampp এর মাঝে রেখে দিব এটা ?

    বি.দ্রঃ টিউনারপেজেও আমি একি প্রশ্ন করেছি ! 😀

    Level 0

    হা এইটা xampp দিয়ে ও করা যায়। xampp এর জন এই খান থিকে edit করতে হবে। ( C:\Program Files\xampp\apache\conf )

ok i will try
tnx

post ta ki tuner page theke copy kora???
techtunes aktu dristy akorshon korben please

চেস্টা করবো তবে মনে হয় কাজ হবে । ধন্যবাদ

ভাই আমি চেস্টা করছি হয় না
আমি বাংলা লিঙ্ক ইউজ করি

Level 0

ভাইজান ,

আমি http://localhost লিখলে শুধু মাত্র Index of লেখা আসে কিন্তু আমি ফোল্ডারে মাঝে কিছা ফাইল রাখছি কিন্তু show করে না ।
কোন সমস্যা কি না বুঝতে পারছি না , দয়া তরে জানাবেন।
জিল্লুর

এত কষ্ট । আহ হারে । এত কিছু না করে কেবল OPERA INSTALL করে বামে কোনায় OPERA UNITE চালু করে নিন । এতে file sharing(giving,receiving),server etc পাবেন ।receiving এর জন্য opera এর widget/extension ও রয়েছে