গুগল ক্রোমের দারুন কিছু এক্সটেনশন

Linkclump :

আমার দেখা অসাধারন কাজের একটি এক্সটেনশন এটি। এটি দারা আপনি একই সাথে অনেকগুলু লিঙ্ক সিলেক্ট করতে পারবেন। কেমনে কি? যেমন ধরুন আপনি গুগলে কিছু সার্চ দিলেন, এখন সাধারনত আমরা কি করি, সাইটগুলু open in a new tab করে ওপেন করে। কিন্তু এই এক্সটেনশনটি ইন্সটল থাকলে আপনি সহজেই সবগুলু লিঙ্ক সিলেক্ট করে দিলে প্রত্যেকটি লিঙ্ক নতুন ট্যাবে ওপেন হয়ে যাবে। লিঙ্ক সিলেক্ট করবেন আমরা যেভাবে কপি-পেস্ট করার জন্য কোনও কিছু সিলেক্ট করি সেইভাবে অর্থাৎ মাউসের রাইট বাটন ধরে রেখে লিঙ্ক গুলু সিলেক্ট করে ছেড়ে দিবেন, কিল্লা ফতে


এর সবচেয়ে দারুন ব্যাপার হচ্ছে এটি শুধুমাত্র প্রয়োজনীয় লিঙ্ক গুলুই সিলেক্ট করে, দেখুন মাঝখানের অপ্রয়োজনীয় লিঙ্কগুলু কিন্তু সিলেক্ট হচ্ছে না।এবার ধরুন আপনি টেকটিউন্সের প্রথম পাতায় থাকা সব টিউন একসাথে ওপেন করবেন, জাস্ট মাউসের রাইট বাটন ধরে রেখে লিঙ্ক গুলু সিলেক্ট করে ছেড়ে দিন

Tineye :

এটা অনেকে আগে থেকেই ইউজান। যারা জানেন না তাদের জন্য। ছবি খুজে বের করার দারুন একটি উপায় এটি। আমরা যেকোনো ছবি খোজার জন্য সাধারনত গুগল মামুর কাছে যাই, একটি নাম লিখে সার্চ দেই। কিন্তু ব্যাপারটি যদি এমন হয় যে আপনি আপনার পিসিতে থাকা বা নেটে দেখা একটি ছবি সার্চ দিতে চান তাহলে উপায়? উপায় হল Tineye। আপনি ওদের ওয়েবসাইটে গিয়ে আপনার ছবিটি আপলোড করে বা নেটের ছবিটির লিঙ্ক দিয়ে সার্চ দিতে পারেন, নেটে ওই ছবি আরও যত ওয়েবসাইটে আছে, যত রঙ্গে-ঢঙ্গে আছে সব সার্চ রেসাল্টে শো করবে।

এইটা গেলো ওয়েবসাইটে গিয়ে করার কাহিনী, আপনি চাইলে খুব সহজেই ব্রাউজারে এডন দিয়েই এটি ইউজ করতে পারেন

ক্রোমের জন্য

ফায়ারফক্সের জন্য

ধরুন আমি আমার আমি আমার ফেসবুকের প্রোফাইল এ্যালবামে থাকা এই ছাগলের ছবিটি নেটে খুজে দেখতে চাই এই একি ছাগল নেটে আরও কত রকম আছে, তাহলে জাস্ট ছবিটির উপর রাইট ক্লিক করে search image on Tineye সিলেক্ট করলেই সার্চ রেসাল্ট শো করবে

এটা সবচেয়ে কাজে লাগে ফেইসবুকে ছাইয়া নিক বের করতে, ছাইয়া নিক অয়ালারা সাধারনত তামিল নায়িকাদের ছবি প্রোফাইল পিক দেয়। এর কারন তামিল নায়িকারা দেখতে ঠিক নায়িকাও লাগেনা, আবার ফেলনাও না। তো তাহলে তাদের চিনার উপায়? প্রোফাইল পিকটা সুন্দর কইরা Tineye তে সার্চ মাইরা দেই, ওই ছবি যদি আরও ওয়েবসাইটে থাকে তাহলে সহজেই বোধগম্য হয় ইহা একটি ছাইয়া নিক

Mediafire & Megaupload search :

ফাইল হোস্টিং সাইট গুলুর মধ্যে আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় হলও মিডিয়াফায়ার আর মেগাআপলোড কারন সোজা কথা তারা মাগনাতে ফুলস্পীড দেয় পাশাপাশি মিডিয়াফায়ার রিজিউম সুবিধা দেয়। কিন্তু অনেক সময় আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসের মিডিয়াফায়ার আর মেগাআপলোড লিঙ্কু পাইনা কারন তাদের নিজস্ব সার্চ নাই,থাকলেও কাম করেনা। কিছু জিনিষ লিখে গুগলে সার্চ দিলেও পাওয়া যায়, কিন্তু বারবার সার্চ করার সময় লেখাটা ঝামেলার। নিচের এডওন দুটি দিয়ে সহজেই ফাইল খুজে পাবেন।এডওন দুটি শুধুমাত্র ক্রোমের জন্য। ইন্সটল করলেই দেখবেন উপরে আলাদা দুইটা আইকন আসছে এদের, ওখানে ক্লিক করে যা সার্চ করতে চান লিখে ইন্টার চাপুন।
মিডিয়াফায়ারের জন্য মেগাআপলোডের জন্য

অবশেষে বরাবরের মতই একটু পুংটামি কইরা বিদায় নেই। একটা জোকস  শেয়ার করলাম

১টা মুরগি একটা ডিম পাড়ল বাংলাদেশ-ভারত সিমান্তে!!এইটা কারা পাবে,তা নিয়ে ঝগড়া শুরু হল.
শেষ পর্যন্ত ভারতীয়রা প্রস্তাব দিল: "whoever kisses more women in other country will keep the egg!
বাংলাদেশ রাজি হল! কিছু বাংলাদেশিরা ইন্ডিয়া গেল এবং ২০০০ মেয়েরে kiss করল!!
Excited ইন্ডিয়ানরা বলল: এইবার আমাদের পালা!
তখন বাংলাদেশ বলল: যা দোস্ত , তোগো ডিম তোরাই রাইখা দে!

Level 0

আমি ইসমাইল টিপু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকনোলজির তেমন কিছুই জানিনা, যতটুকু বুঝি তাই শেয়ার করি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Bro, thanks 4 Ur tune.
But I have more exited on Ur nice JOKE.

Would U make serial tune or chain tune on joke like this.
I must vote U.
bye..

vai i cant download any of them.can u help me to install them?

    ধীমান ভাই প্রক্সি ইউজ করেন, প্রক্সি কিভাবে ইউজ করতে হয় তা আমার ক্রোম নিয়ে করা আগের টিউনে আছে, কিউবি সহ আরও কিছু ইন্টারনেট সার্ভিস থেকে কেনও জানি ক্রোম ওয়েবস্টোর ব্যাবহার করা যায়না।

আপনার টিউনের পরোটাই ভাল লেগেছে। প্রিয়তে নিলাম। আমিও ক্রোম ইউজ করি কিন্ত ক্রাশ করে কেন বুঝতে পারি না।

tinyeye এর দিন শেষ। গুগোল যেইটা ছাড়সে ওইটা হাজার গুণ বেশি পাওয়ারফুল।

https://chrome.google.com/webstore/detail/dajedkncpodkggklbegccjpmnglmnflm

ভাল।

ভাল টিউন, ধন্যবাদ।

Level 0

সুন্দর টিউন।ধন্যবাদ।

ভালো লিখছেন ভাই, থ্যাংস। ইউটিউব ডাউনলোড এর কোন এক্সটেনশন আছে?

চমৎকার ………….

মামা জোকসটা হেবভি হইছে…

জোকটা প্রথমে বুঝিনি। যখন বুঝলাম … হা হা হা

ভাবি [ক্রোমিয়া আপা] কেমন আছেন?

Level 0

ফাইন ! থেঙ্কু 🙂

জোকসটা জটিল আর টিউন ও ভালো লেগেছে !

অনেক দিন পর নোবেলবিজয়ী পুংটা হাজির।
টিউনটা ভালো হইছে। জোকসটা অসাধারণ।

আমি কোন এক্সটেনশন ইন্সটল করতে গেলেই বলে this is currently not available দীর্ঘ দিন থেকে এমন হচ্ছে
ভাল লিখছেন

    দুঃখিত ভাই, বেস্ত থাকায় রিপ্লাই দিতে দেরি হলও, আপনার সমস্যার সমাধানের জন্য প্রক্সি ইউজ করেন, প্রক্সি কিভাবে ইউজ করতে হয় তা আমার ক্রোম নিয়ে করা আগের টিউনে আছে, কিউবি সহ আরও কিছু ইন্টারনেট সার্ভিস থেকে কেনও জানি ক্রোম ওয়েবস্টোর ব্যাবহার করা যায়না।না পারলে একটু জানাবেন।

যা দোস্ত , তোগো ডিম তোরাই রাইখা দে!

Level 0

Joss!! I like you bro… \m/

tin eye এর জন্য আবার ধন্যবাদ টিপু।

tipu vai apni jekhanei thaken apnar attar shanti kamona kori vai………..