Computer এর Registry Clean করুন

TuneUp Utilities 2007 Main Face"রেজিষ্ট্রি ব্যাপারটাকে আমরা অনেকেই গুরুত্ব দেইনা। যদিও বাস্তবে একটি খুবই ইম্পরটেন্ট সেকশান। আনস্টেবল, ফ্র্যাগমেন্টেড এবং স্লো রেজিস্ট্রিরির কারণে আপনার সিস্টেমটা যদি ক্র্যাশ করেই ফেলে তাহলে আর দয়া করে অবাক হবেন না। এই সমস্ত রেজিষ্ট্রি সংক্রান্ত সমস্যা এড়াতে একটি ভালো রেজিষ্ট্রি ক্লিনার ব্যবহার করতে পারেন এবং নিয়মিত আপনার রেজিস্ট্রি ক্লিয়ার করে রাখতে পারেন।"

সুত্র: https://www.techtunes.io/featured/tune-id/2001/.

বাজারে অনেক Registry Cleaner পাওয়া যায়। Google/Download এ Search দিন অনেক Registry Cleaner চলে আসবে। এখান থেকে Download করুন পছন্দের Registry Cleaner.

আমি অনেক দিন থেকে TuneUp Utilities 2007 ব্যবহার করে আসছি। আপনি চাইলে Google/Download এ Search দিন TuneUp Utilities 2007 চলে আসবে। Download ও সেটআপ করুন।

Desktop এ উপের TuneUp Utilities 2007 আইকনটিতে click করলে TuneUp Utilities 2007 Main face টি দেখা যাবে। 

TuneUp Utilities 2007 Main Face 

এখান থেকে আপনি বিভিন্ন Option Change করে অনেক কিছু করতে পারবেন। যেমন: Log on/off Screen change, Boot On/ Shutdown Screen, Folder Option, Theme, File Recovery, File-Folder-Drive এর আইকন Change করা যায়। এমন কি Internet Explorer, Mozilla Browser এর Option change করা যায়। আরও অনেক কিছু করা যায়। এবার কাজের কথায় যাওয়া যাক।
  
Desktop এ উপের 1-click Maintenance আইকনটিতে click করলে 1-click Maintenance Box টি দেখা যাবে এবং এটি আপনার কম্পিউটারের সমস্যা গুলো খুজে বের করবে।

za.jpg

এবার আপনি Correct Problems এ Click করুন আপনার Computer এ সকল সমস্য সমাধান হয়ে যাবে।

TuneUp Utilities 2007 ভাল কাজ দেয়। তবে এটি free না।
Free ব্যবহার করার জন্য:-

Serial: KHH6A-8NKJE-9175Y-MS4LK-3TEPG-6SSXA
Name: BUBlic 
Company: TSRh

TuneUp Utilities 2009 ও পাওয়া যায়।  ইচ্ছা করলে এটি ও Download করতে পারেন।

TuneUp Utilities 2009 Serial:

BFD45E-630ATE-H1MAOC-OHWTRB-15KY5M-FOV291

আমার নিজে তৈরী কিছু Software ও Utility Software আছে কিন্তু Setup File এর সাইজ বড় হওয়া আপনাদের কে দিতে পারছি না।

যদি কেউ টিউন করেন যে, Installer Software দিয়ে কি ভাবে Setup File ছোট বানানো যায়। তাহলে সকলের উপকারে আসত।উল্লেখ্য যে আমি VB.Net 2005(C#) দিয়ে Software তৈরী করি।

কৃতজ্ঞতা জ্ঞাপন: টিনটিন ভাই

Level 0

আমি zakir। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I Know Nothing...... I Want to Know.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Zakir ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ । আপনার তৈরিকৃত Software এর অপেক্ষায় রইলাম ।

ধন্যবাদ

Level 0

অনেক ধন্যবাদ। তাড়াতাড়ি কাজ শেষ করেন। আশায় রইলাম।

ধন্যবাদ আপনাকে

Level 0

Vai ami vb.Net 2005 use korini. Vb 6.0 te kora project ki vb.Nete chole? Janale amio vb.Net use kortam. Thanks.

ধন্যবাদ। চমৎকার ইউটিলিটি প্রোগ্রাম সম্পেকর্ ধারনা দেয়ার জন্য।