প্রিয় টেকটিউনস কমিউনিটির সদস্যরা, কেমন আছেন সবাই? আশাকরি ভালই আছেন। বরাবরের মতো আজকেও নিয়ে এসেছি অসম্ভব সুন্দর একটি টিউন। তো, চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনারা কী জানেন ওয়ার্কশীট কী? ওয়েল, না জেনে থাকলে আজ আমি আপনাদেরকে স্পষ্টভাবে ওয়ার্কশীট কী তা বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। আমরা হয়তো এ বিষয়টা সকলেই জানি যে, করোনা কালীন সময়ে দেশের প্রতিটি মানুষের পাশাপাশি দেশের ছাত্র-ছাত্রীদেরও পড়াশুনার ব্যাপক ঘাটতির সৃষ্টি হয়।
পড়াশোনার এ ঘাটতি থেকে বেরোতে হলে আমাদেরকে অবশ্যই ছাত্র-ছাত্রীদের মেধার উন্নতি ঘটাতে হবে। এ উদ্দেশ্যেই আসলে ওয়ার্কশীট ব্যবহার করা যেতে পারে। ওয়ার্কশীট মূলত স্মার্ট-ফোন বা কম্পিউটার বা ট্যাবলেট ব্যবহার করে ছবি অঙ্কনের এক বিশেষ প্রক্রিয়া। এখানে PDF ফাইলটি তে কয়েকটি ডট এবং বেশ কয়েকটি সংখ্যা দেয়া থাকে, যেগুলো কৌশলে যুক্ত করলে একটা সুনির্দিষ্ট আকৃতির ছবি পাওয়া যায়।
হতে পারে সেটা কোন প্রাকৃতিক দৃশ্য, কোন প্রাণীর ছবি অথবা অন্য যেকোনো কিছু। এই ওয়ার্কশীটের প্রতিটা ছবি আমাদের পাঠ্যবই গুলোর অধ্যায়ের সামারি সংক্ষেপণ নির্দেশ করে। অর্থাৎ, কোন শিক্ষার্থী যদি এই ছবিগুলো সমাধানের জন্য চেষ্টা করে, ছবিগুলো মজা সহকারে কমপ্লিট করে এবং ছবিগুলোকে সলভ করে, তাহলে তার মেধার উন্নয়ন ঘটে। এই ছবিগুলো অংকন এর ফলে একজন ছাত্র তার সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে পারবে।
এই ওয়ার্কশীট গুলো কমপ্লিট করলে ছাত্র তার সাবজেক্টের উপর একটা সংক্ষিপ্ত জ্ঞান লাভ করতে পারবে। অর্থাৎ, যদি কোন স্টুডেন্ট প্রতিনিয়ত ওয়ার্কশীট প্র্যাকটিস করে, তাহলে তার কোন টিউশন বা এক্সট্রা ক্লাসের প্রয়োজন পড়বে না। মূল কথা হচ্ছে, ওয়ার্কশীট সলভের মাধ্যমে একজন স্টুডেন্ট তার ক্লাসের পড়া গুলোর সংক্ষিপ্ত ধারণা খুবই সহজ ভাবেই পেয়ে যাবে।
ওয়ার্কশীট হল এক ধরনের অনলাইন পেইজ বা PDF বা ডিজাইন পেইজ, যেখানে একটি রহস্য ও রহস্য সমাধানের জন্য ক্লু হিসেব বেশ কয়েকটি ডট ও সংখ্যা দেয়া থাকে। যেগুলো প্রাকটিস করে ছবি অংকন করলে, একজন স্টুডেন্টের প্রবলেম সলভিং স্কিল এর উন্নয়ন ঘটবে। এবং পাঠ্য বইয়ের ইনফরমেশন গুলো সংক্ষেপে অটোমেটিক আয়ত্ত হয়ে যাবে। এক কথায় ওয়ার্কশীট হল এক ধরনের ডিজিটাল লার্নিং পদ্ধতি যার মাধ্যমে প্রবলেম সলভিং স্কিল ইমপ্রুভ হয়।
তো এখন আপনাদের মনে হয়তো এ প্রশ্ন জাগতে পারে যে, ওয়ার্কশীট আসলে কোথায় পাওয়া যায়? চিন্তার কোন কারণ নেই। কারণ আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি, দুর্দান্ত ও সেরা ১০ টি বিনামূল্যের ওয়েবসাইট, যেখান থেকে আপনি চাইলেই খুব সহজে ডট টু ডট প্রিন্টে-বল ওয়ার্কশীট ডাউন-লোড করতে পারবেন।
ডট কানেক্ট এর মাধ্যমে ছবি অংকন, Jigsaw পাজল ও বাচ্চাদের জন্য নানা ধরনের মজাদার অ্যাকটিভিটিস যুক্ত ওয়ার্কশীট রয়েছে এসব ওয়েবসাইটে অর্থাৎ, ওয়ার্কশীটের সোর্স হিসেবেই ওয়েবসাইট গুলো তৈরি করা হয়েছে। এই ওয়ার্কশীট গুলোকে মজাদার গেম হিসেবেও পরিচিত দেওয়া যায়। এই ওয়েবসাইট গুলোতে শত শত প্রিন্টে-বল যোগ্য ওয়ার্কশীট রয়েছে।
এখানে রয়েছে বিভিন্ন ডট কানেক্ট এর মাধ্যমে ছবি অংকনের ওয়ার্কশীট, এছাড়াও ডট ও অক্ষর সংযোগের মাধ্যমে ছবি অংকন বা ডট ও সংখ্যা সংযোগের মাধ্যমে ছবি অংকনের ওয়ার্কশীট। আপনি যদি বাচ্চাদেরকে মজা করে অক্ষর ও সংখ্যা সম্পর্কে ধারণা দিতে চান, তাহলে এই অক্ষর ও সংখ্যা রিলেটেড ওয়ার্কশীট গুলো বেছে নিতে পারেন। তো চলুন দেখে নেই, কীভাবে এই ওয়েবসাইট গুলো থেকে ডট টু ডট প্রিন্টে-বল ওয়ার্কশীট খুঁজে পাওয়া যায়:
বাচ্চাদের জন্য সেরা ওয়েবসাইট গুলোর মধ্যে অন্যতম একটি ওয়েবসাইট হল Education.com। এই ওয়েব সাইটটিতে রয়েছে বাচ্চাদের জন্য অসংখ্য ওয়ার্কশীট এবং মজাদার অ্যাকটিভিটিস এবং এগুলো বাচ্চাদেরকে শিক্ষা সংক্রান্ত বিষয়ে সঠিক পথ প্রদর্শন করতে সাহায্য করবে। আপনি এখানে বিভিন্ন ধরনের শিক্ষামূলক অনলাইন গেম, Printable ওয়ার্কশীট, গাইড এবং অন্যান্য লেসন প্লান দেখতে পাবেন।
Printable ওয়ার্কশীট বিভাগের মধ্যে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন ডট টু ডট ছবি অংকন, শব্দ অনুসন্ধান করা, পাজল এবং সুডোকু, ক্রস-ওয়ার্ড, Scavenger হান্ট, মেমোরি গেইম, বোর্ড গেইম ইত্যাদি ছাড়াও আর অনেক কিছু। আপনি ওয়ার্কশীটের এই ফাইলগুলো PDF ফরমেটেও ডাউন-লোড করতে পারবেন। এতে কোন ধরনের সমস্যা হবে না।
এই ওয়েবসাইটটি আপনাকে ডট টু ডট প্রিন্টে-বল ওয়ার্কশীট অফার করে যা বিভিন্ন উপায়ে সলভ করা সম্ভব। এক্ষেত্রে কোন প্রাণী বা বস্তুর সম্পূর্ণ ছবি অংকন করার প্রয়োজন পড়তে পারে এবং এজন্য আপনাকে A থেকে Z বিন্দু পর্যন্ত কানেক্ট করার প্রয়োজন পড়তে পারে। সঠিকভাবে গণনা করে বা সঠিকভাবে ডটগুলো সংযুক্ত করলেই আপনি একটি ওয়ার্কশীটে বোধগম্য ছবি খুঁজে পেতে পারেন। আর এসব কৌশল অবলম্বন করে আপনি আপনার ওয়ার্কশীটের ছবিটি পুরোপুরি কমপ্লিট করতে পারবেন এবং ছবিটি পরিপূর্ণতা লাভ করলে আপনি ছবিটিকে আকর্ষণীয় করার জন্য রং করতে পারেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, এই ওয়েবসাইটটি ব্যবহার করতে কোন পেমেন্ট করার প্রয়োজন পরবে না অর্থাৎ ওয়েবসাইটটি একদম বিনামূল্যে।
অফিসিয়াল ওয়েবসাইট @ Education.com
প্রিন্টে-বল ওয়ার্কশীট ডাউন-লোড করার জন্য অন্যতম সেরা আর একটি ওয়েবসাইট হল All Kids Network। এই ওয়েবসাইটে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন পেপার ক্রাফটস, শিক্ষামূলক ওয়ার্কশীট এবং বিভিন্ন ধরনের কালার পেইজ। এসব অ্যাকটিভিটিস গুলো এতটাই আকর্ষণীয় যে আপনার ভালো লাগবেই। এই ওয়েবসাইটের অ্যাক্টিভিটি বিভাগটা যদি আপনি দেখেন, তাহলে আপনি সেখানে দেখবেন যে সেখানে রয়েছে প্রিন্টে-বল ম্যাজ, বিভিন্ন ধরনের হিডেন পিকচার, সংখ্যা অনুযায়ী কালার অনুযায়ী রঙ, ডট টু ডট ছবি অংকন এবং কিডস সুডোকু ইত্যাদি।
সবচেয়ে বড় কথা হচ্ছে, এই ওয়েবসাইটের ওয়ার্কশীট গুলো আপনি ডাউন-লোড করতে পারবেন একদম বিনামূল্যে। যেকোনো ওয়ার্কশীট ডাউন-লোড করার জন্য জাস্ট ওয়ার্কশীটটির উপর ক্লিক করুন এবং ডাউন-লোড করে নিন এবং ব্যবহার করা শুরু করে দিন। প্রিন্ট করে শিশুদের সাথে শেয়ার করুন এবং তাদের ওয়ার্কশীট সলভের কৌশল জানিয়ে দিন। যাতে করে তাদের, প্রবলেম সাল স্কিল বৃদ্ধি পায়।
অফিসিয়াল ওয়েবসাইট @ All Kids Network
প্রিন্টে-বল ওয়ার্কশীট ডাউন-লোড করার আর একটি অন্যতম সেরা প্লাটফর্ম হল Coloring.WS।
এখানে প্রিন্টে-বল ডট টু ডট ওয়ার্কশীট ছাড়াও আর অন্যান্য ক্যাটাগরির ওয়ার্কশীটও রয়েছে। এখানে অনেক অনেক গুলো ওয়ার্কশীট রয়েছে অর্থাৎ এই ওয়েবসাইটটি ওয়ার্কশীটের উৎস হিসেবে অবস্থান করছে। আপনি যদি আপনার ছুটির দিন ভালোভাবে উপভোগ করতে চান, তাহলে আপনি সব ধরনের ওয়ার্কশীট গুলো ডাউন-লোড করতে পারেন। কারণ, এসব ওয়ার্কশীট গুলো ডাউন-লোড করা খুবই সহজ এবং ইহা একদম বিনামূল্যে।
আপনি যদি এই ওয়েবসাইটে ডট টু ডট প্রিন্টে-বল ওয়ার্কশীট গুলো খোঁজেন, তাহলে এখানে আপনি এ ধরনের ওয়ার্কশীটের বিস্তৃত একটা তালিকা দেখতে পাবেন। এখানে আপনাকে ডট থেকে ডট কীভাবে কানেক্ট করতে হবে সে বিষয়ে পূর্ণ নির্দেশ-নাবলি দেয়া রয়েছে। তো, এখানে এমন কিছু ওয়ার্কশীটও রয়েছে যেগুলোর ক্ষেত্রে সংখ্যা থেকে সংখ্যা বা অক্ষর থেকে অক্ষর কানেক্ট করার প্রয়োজন হতে পারে। তো, ব্রাউজিং শেষে আপনি অবশ্যই এই ওয়ার্কশীট গুলো প্রিন্ট করে নিতে পারেন এবং পরবর্তীতে ডট গেম গুলো পুনরায় উপভোগ করতে পারেন। শিশুদের শেখানোর উদ্দেশ্যে প্রিন্ট করা ওয়ার্কশীট তাদের সাথে শেয়ার করতে পারেন। ফলে তাদের মেধার উন্নয় ঘটবে।
অফিসিয়াল ওয়েবসাইট @ Coloring.WS
প্রিন্টে-বল ওয়ার্কশীট গুলোর জন্য আরেকটি অন্যতম সেরা ওয়েবসাইট হল Super Coloring। এই ওয়েবসাইটে বিচরণ করার সময় আপনি ডট টু ডট ছবি অংকন, কালার পেইজ, প্রিন্টে-বল সিলুয়েট, পেপার ক্রাফট এবং পাজল গেম গুলো দেখতে পাবেন।
আপনি যখন ডট টু ডট ওয়ার্কশীট বিভাগে যাবেন, ডট টু ডট এর অসংখ্য ওয়ার্কশীট গুলো খুঁজে পাবেন। আপনি এখানে নানা ধরনের পাখি, প্রাণী, ফল, পাতা, খেলাধুলা, যানবাহন, শাকসবজি এবং এগুলো ছাড়াও আর অনেক কিছুই দেখতে পারবেন। এ বিভাগ ছাড়াও এখানে আর অনেক বিভাগ রয়েছে। এই ওয়েবসাইটের ওয়ার্কশীট গুলো বেশ চমৎকার। আর এই চমৎকার ওয়ার্কশীট গুলো আপনি বিনামূল্যে ডাউন-লোড করতে পারবেন। ডাউন-লোড শেষে প্রিন্ট করে ওয়ার্কশীট গুলো বাচ্চাদের কাছে শেয়ার করতে পারেন, যাতে করে বাচ্চাদের মেধার উন্নতি ঘটানো সম্ভবত হয়।
অফিসিয়াল ওয়েবসাইট @ Super Coloring
ডট টু ডট ওয়ার্কশীট ডাউন-লোড করার জন্য অন্যতম আরেকটি সেরা বিকল্প হল Woojr.com।
এই ওয়েবসাইটের ওয়ার্কশীট গুলোতে সৃজনশীলতা অনেক বেশি এবং সময় কাটানোর জন্য ওয়ার্কশীটের অনেকগুলো ধরন রয়েছে। আপনি এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন ক্রাফট, রেসিপি এবং কালার পেইজ এর মতো অনলাইন গেম গুলো দেখতে পাবেন।
এছাড়াও এই ওয়েবসাইটে ডিজনি ডট টু ডট প্রিন্টে-বল গেইম ব্রাউজ করতে পারবেন। এখানে মিকি মাউস, নিমো, উইনি দ্য পুহ, পিগলেট, ডোনাল্ড ডাক এবং অন্যান্য নানা ধরনের ডিজনি চরিত্রের ইমেজ যুক্ত ওয়ার্কশীট রয়েছে। ওয়ার্কশীট গুলো ওপেন করলেই, ডাউনলোড করার অপশন দেখবেন। ডাউনলোড হয়ে গেলে প্রিন্ট করে নিন। এই ওয়েবসাইটটিও সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারের অনুমতি দেয়।
অফিসিয়াল ওয়েবসাইট @ Woojr.com
ডট টু ডট ওয়ার্কশীট ডাউন-লোড করার জন্য অন্যতম সেরা আর একটি ওয়েবসাইট হল Math Salamander। এখানে বাচ্চাদের সহজে গণিত শেখানোর উদ্দেশ্যে মজাদার অ্যাকটিভিটিস রয়েছে। শিশুরা এখানে সহজ থেকে সহজতর উপায়ে সংখ্যা, পরিমাপ, শব্দ সমস্যা, পরিসংখ্যান এবং যোগ করে গণনা ইত্যাদি সবই শিখতে পারবে। এই ওয়েবসাইটটিতে ৫০ পর্যন্ত গণনা করার সহজ উপায় উপস্থাপন করা আছে। আপনি যদি এই ওয়েবসাইটের লিংকটিতে ক্লিক করেন, তাহলেই এই ওয়েবসাইটে ডট টু ডট ওয়ার্কশীটগুলো দেখতে পারবেন।
আপনি গণনার ক্ষেত্রে সঠিক-ক্রমে যোগ করতে পারবেন এই ওয়েবসাইটের ওয়ার্কশীট গুলো সলভ করলে। এখানে রয়েছে প্রজাপতি, কবুতর, পেঙ্গুইন, টেডিবিয়ার এর ওয়ার্কশীট যা কৌশলে সলভ করলে পরিপূর্ণ ছবিটি দেখতে পাওয়া যাবে। আপনি এই ওয়ার্কশীট গুলো প্রিন্ট করতে পারবেন এবং ওয়ার্কশীট এর PDF ফাইল গুলো ডাউন-লোড করতে পারবেন। প্রিন্ট করে ছাত্রদের মাঝে বিলিয়ে দিন এবং সলভ করে নিন। পরিপূর্ণ ছবি অংকন হলে, চিত্র গুলোতে রং করে নিন। অন্যান্য ওয়েবসাইটের মতো এই ওয়েবসাইটটিও একদম বিনামুল্যে। সো ট্রাই ইট।
অফিসিয়াল ওয়েবসাইট @ Mah Salamander
সহজভাবে ও বিনোদন সহকারে শেখার অন্যতম একটি ওয়েবসাইট হল Making Learning Fun। এখানে রয়েছে হাজার হাজার অ্যাকটিভিটিস যা আপনাকে আনন্দের সাথে শিখিয়ে থাকবে বিভিন্ন কলাকৌশল। এই ওয়েবসাইটটিতে রয়েছে গ্রিড কাজের অ্যাকটিভিটিস, কালার পেইজ, ক্যালেন্ডার পেইজ, ডট টু ডট প্রিন্টে-বল ওয়ার্কশীট ইত্যাদি ছাড়াও আর অনেক কিছু। এই ওয়েবসাইটটিও আপানকে ডট টু ডট ওয়ার্কশীট দেবে এবং কখনো কখনো সংখ্যা থাকবে এসব ওয়ার্কশীটে।
আবার কখনো কখনো অক্ষর ও থাকতে পারে। একবার যদি আপনি কোন একটি ক্যাটাগরিতে ক্লিক করেন, তাহলে দেখবেন এখানে রয়েছে অসংখ্য ডট টু ডট প্রিন্টে-বল ওয়ার্কশীট। বেশিরভাগ ওয়ার্কশীট গুলো বেশ আকর্ষণীয় কেননা, আলাদা অক্ষরের ডট টু ডট ওয়ার্কশীট ও রয়েছে এই ওয়েবসাইটে। আপনি এই ওয়ার্কশীট গুলো প্রিন্ট করতে পারবেন এবং চাইলে PDF আকারে ডাউন-লোড ও করতে পারবেন। এরপর বাচ্চাদের বা ছাত্রদের সাথে প্রিন্ট করা ওয়ার্কশীট গুলো শেয়ার করে দেন। তাদের ওয়ার্কশীট সলভ করার কৌশল শিখিয়ে দিন। আর এই ওয়েবসাইটটিও একদম বিনামূল্যে। আশা রইলো অবশ্যই ওয়েবসাইটটি বিচরণ করে আসবেন।
অফিসিয়াল ওয়েবসাইট @ Making Learning Fun
মজাদার অ্যাকটিভিটিস গুলোর অন্যতম সেরা একটা সোর্স হল HelloKids। এই ওয়েবসাইটে বিচরণ করলে আপনি দেখতে পাবেন কালার পেইজ, ক্রাফটস এবং অ্যাকটিভিটিস, অংকনের জন্য টিউটোরিয়াল, পড়া এবং শেখা এবং নানা ধরনের অনলাইন গেম গুলো দেখতে পারবেন। এছাড়াও এই ওয়েবসাইটে মুভি ও টিউটোরিয়াল ও রয়েছে। এখানে রয়েছে বাচ্চাদের জন্য ছবি আকার বিভিন্ন পদ্ধতি ও টিউটোরিয়াল ভিডিও। যেমন- কীভাবে সাপ আঁকতে হয়, কীভাবে কুমড়া আঁকতে হয় ও কীভাবে মেয়ে আঁকতে হয় এসব শিরোনামের টিউটোরিয়াল গুলি।
এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ডট টু ডট প্রিন্টে-বল ওয়ার্কশীট ডাউন-লোড করতে পারবেন। স্নোম্যান, ক্রিসমাস ও হলী ফ্যামিলি ইত্যাদির রিলেটেড ওয়ার্কশীট গুলো রয়েছে এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের ওয়ার্কশীট গুলো সমাধান করা খুবই সহজ। শিশুরা এই ওয়েবসাইটের ওয়ার্কশীট গুলোর ডট গুলো কানেক্ট করতে বেশ পছন্দ করবে। আর এসব প্রাকটিস করলে শিশুরা গণনা ও বর্ণমালা সম্পর্কে অনেক কিছুই শিখবে। যেকোনো ওয়ার্কশীট ওপেন করা যায়, ডাউন-লোড করা যায় এবং চাইলেই প্রিন্টও করা যায়। তাই ওয়ার্কশীট গুলো প্রিন্ট করে বাচ্চাদের হাতে বিলিয়ে দিন। এই ওয়েবসাইটের ওয়ার্কশীট গুলোও বিনামূল্যে ব্যবহার করা যায়। তাই ওয়ার্কশীট ব্যবহার করে স্কিল ইমপ্রুভ এর কথা মোটেও ভোলা যাবে না।
অফিসিয়াল ওয়েবসাইট @ HelloKids
ডট টু ডট প্রিন্টে-বল ওয়ার্কশীট ডাউন-লোড করার জন্য আর একটি সুন্দর ওয়েবসাইট হল FunbrainJr.com। এই সাইটটি অনেকটাই মজার একটা ওয়েবসাইট অর্থাৎ, এখানে রয়েছে অসংখ্য মজাদার অ্যাকটিভিটিস। এই ওয়েবসাইটে প্রবেশ করলেই আপনি দেখতে পাবেন, ম্যাথ স্কিল বিল্ড করার জন্য ওয়ার্কশীট, ডুডল পেইজ, ডট টু ডট ওয়ার্কশীট, পিকচার পাজল এবং কালার পেইজ ওয়ার্কশীট ইত্যাদি সহ আরো নানা ধরনের মজাদার ওয়ার্কশীট। এই ওয়েবসাইটেও বিভিন্ন ধরনের মজাদার ডট টু ডট ওয়ার্কশীট রয়েছে এবং এই ডট টু ডট ওয়ার্কশীট এর বিভিন্ন ধরনও এই ওয়েবসাইটে রয়েছে।
২-৬ বছরের বাচ্চাদের জন্য মজাদার বিভিন্ন ওয়ার্কশীট এখানে পাওয়া যায়। একবার যদি আপনি কোন শিরোনামে ক্লিক করেন, তাহলেই ওপেন হবে একটি প্রিন্টে-বল ওয়ার্কশীট। এবং এই ওয়ার্কশীটটিকে ডাউন-লোড করে প্রিন্ট করতে চাইলে, ডাউন-লোড বাটনে একটা ক্লিক করুন। ডাউন-লোড হয়ে গেলে প্রিন্ট করে নিন। তো, যত-খুশি ততো ওয়ার্কশীট ডাউন-লোড করুন এবং সলভ করতে থাকুন। ওয়ার্কশীট গুলো প্রিন্ট করে বাচ্চাদের হোমওয়ার্ক দিন। এবং তাদের শিখিয়ে দিন যে, কীভাবে ওয়ার্কশীট সলভ করতে হয়। এই ওয়েবসাইটটির সুযোগ-সুবিধাগুলো একদম বিনামূল্যে। তাই ট্রায়েল নিতে একদম ভুলবেন না।
অফিসিয়াল ওয়েবসাইট @ FunbrainJr.com
ডট টু ডট প্রিন্টে-বল ওয়ার্কশীট গুলো ডাউন-লোড করার জন্য অন্যতম আর একটি সেরা প্লাটফর্ম হল PrintActivities.com। এই ওয়েবসাইটে ওয়ার্কশীট অনুসন্ধান করলে আপনি দেখতে পারবেন প্রিন্টে-বল জন্মদিনের ওয়ার্কশীট, খাদ্য, পরিবার ও প্রিন্টে-বল অ্যানিম্যাল ওয়ার্কশীট ইত্যাদি সহ আর নানা ধরনের ওয়ার্কশীট। এখানেও অসংখ্য ডট টু ডট প্রিন্টে-বল ওয়ার্কশীট রয়েছে। আপনি এখানে বার্থডে কেক এর প্রিন্টে-বল ওয়ার্কশীট হিসেবে ১-৪০ সংখ্যা ও ডট যুক্ত ওয়ার্কশীট দেখতে পাবেন।
পড়ন্ত পাতা বা Fall leaf এর জন্য ১-৪৮ সংখ্যা ও ডট যুক্ত ওয়ার্কশীট দেখতে পাবেন। ১ম সংখ্যা থেকে ২য়, ২য় সংখ্যা থেকে ৩য় সংখ্যা এইভাবে ডট গুলো যুক্ত করলে পড়ন্ত পাতার পূর্ণাঙ্গ ছবি পাবেন। এই ওয়েবসাইট থেকেও আপনি চাইলেই এসব দারুণ ওয়ার্কশীট গুলো ডাউন-লোড করতে পারবেন। সাধারণত, এই প্রিন্টে-বল ওয়ার্কশীট গুলো Pdf ফরম্যাটে ডাউন-লোড হয়ে থাকে। এবং ডাউন-লোড করার পর ওয়ার্কশীটটাকে প্রিন্ট করে নিন।
এবার প্রিন্ট কিরা ওয়ার্কশীট এর ডট গুলো কানেক্ট করে ছবিটির পূর্ণতা দান করুন। ছবি তৈরি করা হয়ে গেলে ছবিটিতে রং করে আর আকর্ষণীয় করে তুলতে পারেন। পরিশেষে, এই ওয়েবসাইটটির সুযোগ-সুবিধাগুলোও সম্পূর্ণ বিনামূল্যে। তাই আশা রইলো অবশ্যই ব্যবহার করবেন। এবং শিশুদের মেধার উন্নয়ন ঘটিয়ে দেশ ও জাতির ভবিষ্যত মজবুত করবেন। আপনি যদি ওয়েবসাইটটি বিচরণ করতে চান, তাহলে নিচে উল্লেখ করা লিংক এ ক্লিক করলেই হবে।
অফিসিয়াল ওয়েবসাইট @ PrintActivities.com
এখন আপনি খুব সহজেই ডট টু ডট ওয়ার্কশীট গুলো ডাউন-লোড করতে পারেন। তো, আপনি যদি আপনার কোন বাচ্চার বা কোন ছাত্রের পড়াশোনাতে উন্নতি দেখতে চান বা প্রবলেম সলভিং দক্ষতার উন্নয়ন ঘটাতে চান তাহলে অবশ্যই ওয়ার্কশীট গুলো আপনার ঐ ছাত্র বা সন্তানের সাথে শেয়ার করতে হবে। বিভিন্ন কৌশলের শত শত প্রিন্টে-বল ওয়ার্কশীট রয়েছে এই ওয়েবসাইট গুলোতে। আপনি এই ওয়েবসাইট গুলো বিচরণ করে দেখতে পারেন, এর ফলে ওয়ার্কশীট গুলোর সংগ্রহ কতটা বিস্তৃত সে সম্পর্কে আপনার ধারণা চলে আসবে।
তো, বন্ধুরা এই ছিল আজকের টিউন। আশাকরি ভাল লেগেছে। ভাল লাগলে অবশ্যই একটা জোসস দেবেন। টিউন সম্পর্কে কোন মন্তব্য থাকলে টিউমেন্ট করে জানাবেন। আমার টিউন গুলো সবার প্রথমে দেখে চাইলে অবশ্যই আমাকে ফলো করবেন। আজকের মত বিদায় নিচ্ছি। আল্লাহ-হাফেজ। আপনার সময় অনেক অনেক ভালো কাটুক। আমিন।
আমি মো তানজিন প্রধান। ২য় বর্ষ, বগুড়া আজিজুল হক কলেজ, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 91 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।
কখনো কখনো হারিয়ে যাই চিন্তার আসরে, কখনোবা ভালোবাসি শিখতে, কখনোবা ভালোবাসি শিখাতে, হয়তো চিন্তাগুলো একদিন হারিয়ে যাবে ব্যাস্ততার ভীরে। তারপর ব্যাস্ততার ঘোর নিয়েই একদিন চলে যাব কবরে।