বর্তমানে ইন্টারনেটের বিস্তারের সঙ্গে সঙ্গে সবার হাতে হাতে স্মার্টফোন অথবা কম্পিউটার রয়েছে। আর বর্তমানে আমরা প্রায় প্রত্যেকটি কাজের জন্য ইন্টারনেটের উপর নির্ভরশীল হয়ে পড়ছি। এক্ষেত্রে শিক্ষাক্ষেত্র ও এর বাইরে নয়। বর্তমানে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের জন্য ইন্টারনেটে একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠছে।
কোন একজন শিক্ষার্থীর বিজ্ঞান, গণিত বা অন্য কোন বিষয় হোক না কেন, সেটি খোঁজার জন্য ইন্টারনেটে আকৃষ্ট হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এমনকি অনেক শিক্ষার্থী বাহিরে কোচিং করার পাশাপাশি, অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করা ভিডিও টিচার এবং বিভিন্ন ভাষা শেখার জন্য ও ইন্টারনেট ব্যবহার করে। আজকের এই টিউনে আমি আপনাদের জন্য এরকম কয়েকটি ওয়েবসাইটের তালিকা সংগ্রহ করেছি, যেটি কোন একজন শিক্ষার্থীকে অনলাইনে শিখতে ব্যবহার করতে পারে।
Wolfram Alpha হলো এমন একটি চমৎকার অনলাইন টুল, যেটির মাধ্যমে কোন একজন শিক্ষার্থী শুধুমাত্র সমীকরণ বা গাণিতিক সমস্যা টাইপ করে তার ম্যাথম্যাটিক্যাল প্রশ্নের সমাধান পেতে পারে। এজন্য আপনাকে এই ওয়েবসাইটে এসে যা করতে হবে তা হল: এখানে এসে আপনার সমীকরণটি টাইপ করুন এবং এটি আপনাকে সেই গাণিতিক সমস্যাটির ধাপে ধাপে সমাধান দিবে। যা সত্যি অনেক কাজের এবং আপনার সময় এবং শ্রম অনেকটাই বাঁচিয়ে দিবে।
এই ওয়েবসাইটটির ফলে আপনাকে কষ্ট করে আর মাথা খাটিয়ে অংকের উত্তর বের করতে হবে না। বরং, সেই গণিতের উত্তর বের করার জন্য আপনাকে এই ওয়েবসাইটটিই অনেকটা সাহায্য করবে।
অফিসিয়াল ওয়েবসাইট @ Wolfram Alpha
কোন একজন শিক্ষার্থী Mathawy ব্যবহার করে কয়েক সেকেন্ডের মধ্যেই তার গাণিতিক সমস্যাটির সমাধান পেতে পারে। ম্যাথওয়ে ব্যবহার করে শিক্ষার্থীরা বীজগণিত, ক্যালকুলাস, ত্রিকোণমিতি, পরিসংখ্যান এবং আরো অনেক সমস্যার সমাধান পেতে পারে। আপনার যদি এসব গাণিতিক সমস্যার মধ্যে কোন একটি সমস্যা দেখা দেয়, তাহলে এই ওয়েবসাইটে এসে সেটির সমাধান নিতে পারেন।
এই ওয়েবসাইট থেকে আপনার গাণিতিক সমস্যার সমাধান নেওয়ার জন্য সেই গাণিতিক প্রবলেমটি টাইপ করুন এবং তারপর নিচে থেকে সাবজেক্ট সিলেক্ট করুন। এরপর সেটির উত্তর জানার জন্য নিচের Answer বাটনে ক্লিক করুন। এমনকি আপনি এই ওয়েবসাইটটিতে প্রিমিয়াম অ্যাকাউন্ট এর জন্যও সাইন-আপ করতে পারেন এবং এতে করে আপনি সেই অংকের সঠিক ব্যাখ্যা সহ একটি অ্যাডভান্স সমাধান পাবেন।
অফিসিয়াল ওয়েবসাইট @ Mathawy
উপরে আমরা দুইটি ওয়েবসাইট দেখলাম, যেগুলোর মাধ্যমে শুধুমাত্র গাণিতিক সমস্যার সমাধান পাওয়া যায়। তবে, Babbel ওয়েবসাইট ব্যবহার করে কোন একজন শিক্ষার্থী অনলাইনে বিভিন্ন ভাষা শিখতে পারে। এখানে একটি Integrated speech Recognition tool রয়েছে, যেটি আপনার উচ্চারণ পরীক্ষা এবং আপনার উচ্চারণকে আরো Improve করতে সাহায্য করবে।
এমনকি আপনি এই টুলটি ব্যবহার করে সারা বিশ্বের মানুষের সাথে কানেক্ট হতে পারেন এবং তাদের সাথে কথা বলে নিজের দক্ষতা আরও উন্নত করতে পারেন। যা আপনাকে ভাষা শেখার ক্ষেত্রে দারুণ কাজে দিবে।
অফিসিয়াল ওয়েবসাইট @ Babbel
আপনারা যারা বিজ্ঞান বিভাগের রসায়নের শিক্ষার্থী, তাদের জন্য Dynamic Periodic Table একটি চমৎকার জ্ঞানের উৎস হতে পারে। ডায়নামিক পর্যায় সারণি ওয়েবসাইটের মাধ্যমে, আপনি পর্যায় সারণির সমস্ত উপাদান, আইসোটোপ, তাদের অবস্থান এবং আরো অনেক কিছুর তথ্য পাবেন। যা আপনাকে সেই মৌল সম্পর্কে একটি সঠিক ধারণা দিতে পারবে।
আপনি যদি পর্যায় সারণি থেকে সেই মৌলটির উপর ক্লিক করেন, তাহলে আপনার ব্রাউজার একটি নতুন উইন্ডো খুলবে এবং সেখানে সেটির উপাদান সম্পর্কে আরো বিস্তারিত ভাবে দেওয়া থাকবে। এক্ষেত্রে আপনি খুব সহজেই সেই মৌলটি সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে পারবেন।
অফিসিয়াল ওয়েবসাইট @ Dynamic Periodic Table
উপরে আলোচনা করা অন্যান্য গাণিতিক ওয়েবসাইট গুলোর মতই Math.com ওয়েবসাইটটিও আপনাকে অনলাইনে গণিতের নীতি শিখতে সাহায্য করতে পারে। তারা শিক্ষার্থীদের গণিত এর মূল বিষয়গুলো বুঝতে সাহায্য করার জন্য, তাদেরকে বিভিন্ন গাইড অ্যাসাইনমেন্ট এবং সমাধান প্রদান করে থাকে। এটি আপনাকে সমাধান প্রদান করা ছাড়াও, আপনাকে বিনোদনমূলক ভূমিকার মাধ্যমে গণিতের জগতকে পরিচয় করে দেয়; যা আপনাকে বিভিন্ন বিষয়গুলো গভীরভাবে বোঝার ক্ষেত্রে ভূমিকা রাখবে।
অফিসিয়াল ওয়েবসাইট @ Math.com
Tutor2u হলো এমন একটি চমৎকার ওয়েবসাইট, যেটি কোন একজন শিক্ষার্থীকে অর্থনীতি, ব্যবসা, রাজনীতি, এন্টারপ্রাইজ, আইন, সমাজবিজ্ঞান, ইতিহাস, ধর্মীয় বিষয় এবং সংশ্লিস্ট বিষয়গুলোর সাথে সম্পর্কযুক্ত আরো অন্যান্য লেকচার ও নোট প্রদান করে থাকে। মোটকথা, এই ওয়েবসাইটটির মাধ্যমে কোন একজন শিক্ষার্থী অনেকগুলো বিষয়ের ওপর শিক্ষা অর্জন করতে পারে।
আর Tutor2u ওয়েবসাইটটি আপনাকে বিনামূল্যে এসব কিছু শিক্ষা সামগ্রী গুলো অফার করলেও, তাদের সাবস্ক্রিপশন ভিত্তিক উপাদান গুলোও রয়েছে। যা ছাত্রদের পাশাপাশি কোন একজন শিক্ষকের দ্বারাও ব্যবহার করা যেতে পারে।
অফিসিয়াল ওয়েবসাইট @ Tutor2u
আপনারা যারা নতুন কোন ভাষা শিখতে চান, তাদের জন্য LiveMocha একটি চমৎকার শেখার উৎস হয়ে থাকতে পারে। এমনকি এটি আপনাকে আপনার নিজের দেশের ভাষা উন্নত ভাবে শিখতে এবং বিদেশি ভাষা অনলাইনে শিখতে সাহায্য করতে পারে। LiveMocha এর মাধ্যমে আপনি বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করতে পারবেন, যারাও আপনার মত এখানে ভাষা শিখতে এসেছে।
এক্ষেত্রে আপনি সেসব দেশের লোকদের সাথে তাদের সংস্কৃতি এবং ব্যাকগ্রাউন্ড গুলো নিয়ে আলোচনা করতে পারেন। আর এভাবে করে আপনার সেই ভাষা শেখার ক্ষেত্রে আরো অনেক দক্ষতা অর্জন হবে। এখানে আপনি এবং সেই দেশের লোক যেহেতু অপরিচিত, তাই দুইজনের কথার ভিতরে ভাষাগত অস্পষ্টতা থাকলেও কোন লজ্জা লাগবেনা।
অফিসিয়াল ওয়েবসাইট @ LiveMocha
আপনারা যারা নিজের English vocabulary কিছুটা উন্নত করতে চান, তাদের জন্য Verbalearn একটি চমৎকার উৎস। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি প্রতিদিন নতুন নতুন শব্দ শিখতে পারেন, আপনার শেখার অগ্রগতি ট্র্যাক করতে পারেন, আপনার শেখার শক্তি এবং দুর্বলতাগুলো খুঁজে পেতে পারেন। এছাড়াও আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে নিজেকে পরীক্ষা করতে পারেন এবং এটির মাধ্যমে আপনি আরো অনেক কিছু করতে পারেন।
মোট কথা, ইংরেজি শব্দভাণ্ডারের উন্নতি করার জন্য, আপনার জন্য Verbalearn একটি চমৎকার ওয়েবসাইট হতে পারে। তাহলে, আজ থেকে আপনিও এই ওয়েবসাইটটি একবার ট্রাই করে দেখতে পারেন।
অফিসিয়াল ওয়েবসাইট @ Verbalearn
উপরে আলোচনা করা LiveMocha এর মতোই, iTalki এর মাধ্যমে শিক্ষার্থীরা অনলাইনে ভাষা শিখতে পারেন। এটির মাধ্যমে ও শিক্ষার্থীরা বিভিন্ন দেশের মানুষের সাথে কথা বলতে পারে এবং যার মাধ্যমে নিজের ভাষাগত দক্ষতা অর্জন করতে পারে। আপনি যদি তো এটি ব্যবহার করে বিভিন্ন দেশের মানুষের সাথে কথা বলবেন; তাই, এ সাইটটির মাধ্যমে ও আপনি কথা বলার দক্ষতা, উচ্চারণ এবং সারা বিশ্বের মানুষের সংস্কৃতি সম্পর্কে জানতে পারবেন।
আপনি যদি নিজের মাতৃভাষার বাহিরে অন্য কোন ভাষায় দক্ষতা অর্জন করতে চান, তাহলে অবশ্যই এই সাইটটি এক্সপ্লোর করে দেখতে পারেন।
অফিসিয়াল ওয়েবসাইট @ iTalki
wePapers এর মাধ্যমে, শিক্ষার্থী তার জ্ঞানকে প্রসারিত করতে পারে এবং সে যা জানে, সেটি অন্যদের মাঝে শেয়ার করতে পারেন। wePapers ওয়েবসাইটের মাধ্যমে আপনি অন্যান্য শিক্ষার্থীদের দ্বারা তৈরি করা বিভিন্ন লেকচার এবং প্রেজেন্টেশন গুলো চেক দেখতে পারবেন। আর এসব লেকচার গুলো দেখে আপনি শিক্ষা অর্জন করতে পারেন। এছাড়া আপনিও আপনার বিভিন্ন লেকচার কিংবা ডকুমেন্টগুলো তাদের মাঝে শেয়ার করতে পারেন, যেগুলোর মাধ্যমে অন্যরাও একই ভাবে উপকৃত হবে।
অফিসিয়াল ওয়েবসাইট @ wePapers
আমরা দিনের বেশিরভাগ সময় যে অনলাইনে কাটিয়ে থাকি, সেই সময়টুকু যদি প্রয়োজনীয় কাজে ব্যয় করি; তাহলে আমরা শিক্ষাজীবনে ও লাভবান হতে পারব। আর আপনি যদি অনলাইনের এই সময়টুকু এসব ওয়েবসাইটে ব্যয় করেন, তাহলে আপনার উপকার ছাড়া ক্ষতি হবে না। এছাড়া উপরের এসব ওয়েবসাইট গুলোর মাধ্যমে আপনি স্কুলের চাইতেও অনেক ভালোভাবে নতুন অনেক কিছু শিখতে পারেন।
আর এসব গাণিতিক সমস্যা সমাধানের ওয়েবসাইটগুলো আপনাকে অনেক সময় এবং শ্রম থেকে বাঁচিয়ে দিবে। যা কোন একজন শিক্ষার্থীর জন্য সত্যিই অনেক কাজের। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)
অসংখ্য ধন্যবাদ ভাই সাইট গুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য