আপনার সম্ভ্রম রক্ষা করুন ট্রায়াল রুমের হিডেন ক্যামেরা থেকে

আজ আমি আপনাদের কাছে একটি ছোট কিন্তু গুরুত্বপুর্ন টিপস দিবো। এই টিপস টি আমার আপনার বোন দের বাচাবে তাদের স্পম্ভ্রম রক্ষায় সতর্ক করতে।
আজকাল আমরা জামা-কাপড় কিনতে গেলে সেটি যদি পছন্দ হয় তবে ট্রায়াল রুম এ গিয়ে চেঞ্জ করে দেখি ঠিক মত লাগে কিনা! কিন্ত আমরা কি জানি সেই ট্রায়াল রুম এর মধ্যে গপন ক্যামেরা আছে কিনা?

কি ভয় পেয়ে গেলেন? না। ভয়ের কিছুই নেই। একটু যদি আমরা সাবধান হই তবে এর থেকে রক্ষা করতে পারি নিজেকে। কিভাবে? তবে জানুন-
যেখানে আপনি আপনার পোশাক টি পরিবর্তন করবেন তার সামনে গিয়ে আপনার মোবাইল ফোন থেকে যে কোন জায়গায় একটি কল করুন। যদি কল টি কেটে যায় অথবা না করা যায় তাহলে বুঝতে হবে সেখানে গোপন ক্যামেরা রয়েছে.

কারন এটি হয় FIBER OPTIC er মাধ্যমে SIGNAL TRANSFER বাধা গ্রস্ত হলে। " cell phone jammer " এর মাধ্যমে এটিপরীক্ষা করা যায়। অনেক সময় এটি কাজ নাও করতে পারে।

কিভাবে বুঝবেন আপনার মোবাইল কাজ করে কিনা পরীক্ষা করতে?
আপনি আপনার টিভির রিমোর্ট টির মাথার সামনে আপনার মোবাইল ক্যামেরা অন করে রিমোর্ট টি চাপতে থাকুন। দেখুন যে কোন আলো দেখতে পান কিনা ক্যামেরা দিয়ে। যদি দেখতে পান তাহলে বুঝতে হবে যে, এটি সিগন্যাল প্রসেসিং এ কাজ করবে। আর যদি না করে তবে বুঝবেন যে এটি কাজ করবে না। এবার যাদের ক্যামেরা নাই মোবাইলে তারা কি করবে?

তারা noise making এর মাধ্যমে বুঝতে পারবেন। হ্যা, আজকাল প্রায় সকল সেট এ এই ব্যাবস্থা থাকে।
তাই তারা বাসায় এটি ও পরীক্ষা করতে পারেন।
তবে আবারো বলছি, নিজে সতর্ক হবার চাইতে বড় কিছুই নেই।
তাই এ ব্যাপারে নিজের সতর্ক হওয়া প্রয়োজন।
তাই দেরী না করে সবাই কে এই মেসেজ টুকু কষ্ট করে জানিয়ে দিন।
ধন্যবাদ। আবারো হাজির হব কোন গুরুত্বপুর্ন টিপস অথবা তথ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।

Level 2

আমি প্রোগ্রামার রোমেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 87 টি টিউন ও 732 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফেসবুকে আমি http://www.facebok.com/simantoromel.bd আমার ওয়েবসাইট http://www.corposolution.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আসাধারন টিপস …………….ধন্যবাদ

    ধন্যবাদ রাসেল ভাই।

    Level 0

    [ আপনার সম্ভ্রম রক্ষা করুন ট্রায়াল রুমের হিডেন ক্যামেরা থেকে"]
    লেখক ক oshonkho ধন্যবাদ আমার অসচেতন মনে আমার অপবেবহার হয়ে গেলে আমার যে ক্ষতি হবে এইটা ভাববার জন্য.
    কারোর জন্য কেউ ভাবে না .

    ধন্যবাদ dux ভাই।। আসলে উপকার করে এখন বাশ খেতে হচ্ছে।

"যেখানে আপনি আমার পোশাক টি পরিবর্তন করবেন তার সামনে গিয়ে আপনার মোবাইল ফোন থেকে যে কোন জায়গায় একটি কল করুন।"
মানে কি ভাই??????????????

খুব কাজের তথ্য, ধন্যবাদ।

একই লেখা আপনারা কি একই ব্যক্তি?
please be carefull everyone!
http://www.somewhereinblog.net/blog/mint/29402850

    আমি somewhereinblog এ লিখা লিখি করি না। আর এই ব্যাপারে কোন পোষ্ট হয়েছে কিনা জানতাম না…

Level 0

ভাই আপনার কাছ থেকে এমন ফাউল টিপস আশা করি নাই. Technologically এর কোনো ভিত্তি নাই. কোথাও একটা কিছু দেখে সেটা কপি > পেস্ট / অনুবাদ করার মানে নাই.

    ভাই প্রোগ্রামিং নিয়ে থাকি বলে কি information শেয়ার করতে পারবো না? Technologically এর কোনো ভিত্তি নাই ।কোথায় দেখলেন?
    আমি তো FIBER OPTIC এর মাধ্যমে SIGNAL TRANSFER এর কথা বলেছি। এটা কি Technologically এর ভিত্তি নয়?

    Level 0

    "যদি কল টি কেটে যায় অথবা না করা যায় তাহলে বুঝতে হবে সেখানে গোপন ক্যামেরা রয়েছে।"

    এই কথাটির যথার্থতা দেখান ??

    আমি যদি Trial Room এ Simple একটি Webcam লুকিয়ে রেখে দেই সেটা থাকা অবস্থা তে কি আপনি আপনার Mobile থেকে Call করতে পারবেন না ??
    তাই বলছি Information টি আসলেই সঠিক কিনা সেটা ভালোমতো না জেনে অন্যকে জানানো থেকে বিরত থাকুন.

    " cell phone jammer " এর মাধ্যমে পরীক্ষা করা যায়।অনেক সময় এটি কাজ নাও করতে পারে। তাই এ ব্যাপারে নিজের সতর্ক হওয়া প্রয়োজন।

Level 0

আপনার দেয়া পদ্ধতিতে সমস্যা আছে এটা আপনি নিজেই বুঝতে পারছেন. এবং যেহেতু এটি আমজনতার জন্য সুতরাং আশা করবো আপনি আপনার টিউন টি Update করবেন সঠিক তথ্য দিয়ে অথবা মুছে ফেলবেন.

    ভুল হলে ক্ষমার চোখে দেখবেন…
    ভাই এ ব্যাপারে আপনার কিছু জানা থাকলে বলুন কি করতে হবে?
    আর যদি জানা নাই থাকে তা হলে কেন বকবক করতেছেন….

    কোথাও একটা কিছু দেখে সেটা কপি > পেস্ট / অনুবাদ করার মানে নাই.

    প্রোগ্রামার রোমেল তো কপি রাইট করেতো প্রচার করতে চেষ্টা করছে….
    তুমি কি করছ…………
    তার দেওয়া টিপস টা কাজে লাগুক আর নাই লাগুক সকলে তো এ ব্যাপারে জানতে পারল যে ট্রায়াল রুম এর মধ্যে গপন ক্যামেরা থাকতে পারে সুতরাং সে সাবধান হবে…..

    Level 0

    সালমান সাহেব [যেভাবে তুমি করে বললেন সাহেব না বলে এর উপায় থাকলো না]
    আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, Facebook এ এ ব্যপার টি নিয়ে বেশ হই চৈ শুরু হয়েছে আর তার ফলশ্রুতিতেই এই টিউন টি করেছেন প্রোগ্রামার রোমেল, লিঙ্ক টি চেক করুন এবং Attending ইউসারদের সংখা দেখুন…. আশা করি বুঝতে পারবেন এ ব্যপারে অনেকেই জানে
    https://www.facebook.com/event.php?eid=128034750598241

    এবং রোমেল ভাই এ বিষয়টি জানানোর জন্য টিউন টি করেন নি উনি, করেছেন মানুষ কে এর হাত থেকে বাচার উপায় বাতলে দেয়ার জন্য.. এবং সে ক্ষেত্রে উনি সম্পূর্ণ রূপে ব্যর্থ. আর
    আমি জানি না ধরে নিলাম, তাই বলে আমি ভুল তথ্য দিয়ে কাউকে বিভ্রান্ত করছি না.

    Level 0

    @সালমানঃ "ভুল হলে ক্ষমার চোখে দেখবেন"—– অবশ্যই ভুল।
    হ্যা,সবাই জানল,ট্রায়াল রুমে হিডেন ক্যামেরা থাকে। এবং সবাই এও জানল, এই সমস্যা দূর করা যায় মোবাইল দিয়ে চেক করে, সুতরাং তারা জানল না যে পদ্ধতিটা ভুল,তাই তারা মোবাইল দিয়ে চেক করে পজিটিভ রেজাল্ট পেয়ে নিশ্চিন্তে রুমে ঢুকে গেল এবং যা হবার তাই হল।
    এখন আপনিই বলুন,হিডেন ক্যামেরা থাকার বিষয়টা এভাবে জানার থেকে না জানাই কি ভালো ছিল না?
    "কাজী মামুন কি করছে"
    এ কথার প্রতিবাদ করে জানিয়ে দিলেন যে, পদ্ধতিতে সমস্যা আছে। সুতরাং সবাই মোবাইল চেক করবে এবং চেক করার পরেও সতর্ক থাকবে। এটাই কি ভালো নয়?

    Level 0

    ধন্যবাদ MITHU ভাই সহমত পোষণ করার জন্য.

    মিঠু ভাই, ১ লাইন বেশি বুঝেন কেন? আমি তো সবাইকে সাবধান হতেই বলেছি ।ভাল করে পড়ুন।আর আমি তো মামুন ভাই কে কিছু বলি নাই। মানুষ কে সতর্ক করাও টিটি তে যাবে না মনে হয়!!
    তাই টিউন না করেই ছিলাম। ভালো ছিলাম মনে হয়।

Level 0

বিষয়টা ভেঙ্গে বলুন যদি জানা থাকে।
"প্রোগ্রামিং নিয়ে থাকি বলে কি information শেয়ার করতে পারবো না" এখানে প্রোগ্রামিং এর কথা আসছে কেন? কেউ তো বলেনি যে, "প্রোগ্রামিং করেন,তাইলে আবার এইসব ইনফো শেয়ার করেন কেন?" আপনিই বলুন, এখন পর্যন্ত কেউ কি একথা বলেছে?
নাকি আপনি একথার মাধ্যমে আপনি প্রোগ্রামিং করেন একথাটি একটু প্রচার করলেন?

    ভাই আমার আপনার থেকে মামুন ভাই অনেক ভালো কাজ জানে।আর অনাকে আমি চিনি।ফেসবুকে আমার ফ্রেন্ড ।আর সব সময় জিনিস গুলা কে ঘোলা করেন কেন? এইসব করার জন্যই কি বসে থাকেন নাকি??? যার কারনেই অনেক commenter ,writer চলে গেছে টিটি থেকে।

    Level 0

    প্রোগ্রামার রোমেল ভাই,
    আমার কমেন্ট এর নিচে ই মনে হয় আমাকে নিয়ে লিখতে পারতেন. যাই হোক, আমি ভালো জানি সে কথা একবার ও বলি নাই. আর আমি কিছু জানিনা দেখে ই আজ পর্যন্ত টেকটিউনস এ নিরব দর্শক এর মাঝে মাঝে একটু আধটু কমেন্ট করি. আপনাদের মতো আমার সেই স্কিল নেই বলেই এখন পর্যন্ত আপনার মতো কোনো টিউন করার সাহস আমার হয় নাই. আশা করি বুঝতে পেরেছেন.

    আর টিটি থেকে সবাই সব সময় Positive Feedback ই পেয়ে থাকে. ভালো জিনিসের ভালো কমেন্ট এর খারাপ জিনিসের খারাপ কমেন্ট.
    কেউ ভুল তথ্য দিলে সেটাকে নিশ্চই কেউ বাহবা দিবেনা.

    Level 0

    "আর সব সময় জিনিস গুলা কে ঘোলা করেন কেন? এইসব করার জন্যই কি বসে থাকেন নাকি"
    এই কথা দিয়ে তো বুঝায়,আমি সবসময় সব পরিস্থিতিকে ঘোলা করি,টিটিতে কমেন্ট আমি কম করি না, কমেন্টগুলো দেখলেই বুঝবেন আমার কমেন্টগুলো পরিস্থিতি ঘোলা করার জন্য করা কিনা। তবে, বিজ্ঞান-প্রযুক্তি-যুক্তি ওতপ্রোতভাবে জড়িত। তাই প্রত্যেকটা কথার পেছনে যে কারোরই যুক্তি খোঁজা বা সেই কথা বলার কারণ খোঁজাই স্বাভাবিক। কারণ এখানকার সবাইই "বিজ্ঞান-প্রযুক্তি-যুক্তি"মনস্ক।

    মামুন ভাই,আমি কখনও আপনাকে অথবা মিঠু ভাই কে নিচু করি নাই।জানি যে আপনারা বেশ ভালো তথ্যই জানেন।আর ভুল হলে এভাবে মানুষ কে সমালোচনা না করে তাকে ভুল টা ধরিয়ে দিলে ভাল হয়। আর এটি তো ভুল তথ্য এর কিছু দেখছি না। হতে পারে যে, মোবাইল ফোন জ্যামার দ্বারা পরীক্ষা টা অনেক সময় সফল হয় না। তখন সিগ্ন্যাল ট্রান্সফার হয়ে যায় এবং কল করা যায়। সেক্ষেত্রে নিজের সতর্ক হওয়া টা বেশী প্রয়োজন।ভাল থাকবেন।

সামুতে গিয়ে দেখলাম, এই পোস্ট কে পুরো বাশ দেয়া হয়েছে।

    ভাই,মানুষের উপকার করতে গেলে বাশ খাইতে হয়।এটা আমাদের দেশের ধর্ম।

    আর যদি মানুষ কে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা হয় তখন? যেমনটা আপনি করেছেন।

    Level 0

    ভাই একটা জিনিস নিয়া এত পাচ্যাল না করা মনে হয় ভাল। আপনারা সবাই এখানে এক, একজন মূল্যবান বেক্তিত্ব। সবাই কম বেশি স্বশিক্ষিত, আপনাদের তো এমনটা সাজে না। ট্রায়েল রুমে অনেক অসাধু বেক্তি গোপন ক্যমেরা রাখতেই পারে, তো আপনাদের মা-বোনদের মোবাইল দ্বারা না হোক অন্তত চক্ষু দ্বারা দেখতে তো কোন সমস্যা নেই। আর এই বিষয়ে সবাই কে সাবধান করা কি খুব অপরাধ? বর্তমান যুগ সর্ম্পকে তো সবাই অবগত। না জানি আজ সর্তক্য না হলে কোন দিন ভূল বসত ইন্টারনেট অথবা কারো কম্পিটারে অনাকাঙ্খিত কিছু পেয়ে গেলেন! তখন আর কিছু বলার থাকবে না।

    কি আর বলব? কেউ যদি দেখে তার কাছের মানুষ টি এমন ফাদে পড়েছে তখন হয়তো এটি নিয়ে আর নাচানাচি করবে না।। টিক বললাম কিনা?

Thanks lot

Level 0

মেয়েদের ইসলামিক পোশাক পড়ান ও ইসলামিক আইন-কানুন সঠিক ভাবে মেনে চলতে বলুন। আল্লাহ তালাই সবার সম্ভ্রম রক্ষা করবে ইনশাল্লাহ্‌ তায়ালা। আমরা আসলে সত্যিই বোকা, যেখানে আল্লাহ তায়ালা সব বলে দিয়েছে, তা না মেনে নিজের মাথাকে কাজে লাগানোর চেষ্টা করি।

Level 0

রাকিব, আপনি ঠিক বলেছেন। আল্লাহ্ প্রত্যেকটি কাজ কোন গায়েবী অথবা উছিলার সাহায্যে করেন। আর গায়েবী টা নির্ভর করে আমাদের ঈমানের উপর । আর আমরা উছিলাটা আশা করতে পারি যেহেতু আমরা সাহাবী না । এক্ষেত্রে হতে পারে কাউকে সর্তক করে দেয়া ,এটা একটা উছিলা ।

    কিরন ভাই, আমাদের উছিলা দিয়েও কি আমরা ঠিক হব? না । কারন বর্তমান যুগটা এমন যে বিপদ না আসা পর্যন্ত আমরা ঠিক হইনা। ভুল বললাম?

Thanks Romel vi…. For your kind information.

অনেক গুরুত্তপুর্ন তথ্য দিলেন। আপনাকে অনেক ধন্যবাদ।

সর্তক করার জন্য ধন্যবাদ।

আপনাদের সবাই কে মন্তব্য করার জন্য ধনবাদ , আসলে রুমেল ভাই এর টিউনটি একটি সচেতন করার বিষয় নিয়ে , আমরা আসলে উনার কাছে ট্রিক্স টার বিষয় এ আরও বিস্তারিত জানতে চাইলে ভাল হত , আর জানার জন্য বলার ভাব টা সাহায্য চাওয়ার মত হতে পারত , অহেতুক সমালোচনা না করে বা সাহায্য না করে আমরা কিছুই পাবনা , আমি সবার পক্ষ থেকে রুমেল ভাই কে অনুরোধ করছি এ বিষয় এ একটি মেগাটিউন করার জন্য , কারণ আমরা অনেকেই জানি যে , ট্রায়াল রুম এর এক ধরনের বিশেষ আয়নার পিছন থেকে আয়নার সামনে থাকা মানুষ টি কে দেখা যায় , এখানে আয়নার সামনে থকা মানুষ কিছুই বুঝতে পারেনা , এই আয়নাটা সম্ভবত গোয়েন্দারা ব্যাবহার করে , যেটা আজকাল অনেক এ অবৈধ ভাবে সংগ্রহ করে থাকে
এবং মন্দ কাজে ব্যাবহার করে ।
মেগাটিঊন এর আসায় রইলাম ।
সবাই কে ধন্যবাদ ।

আপনাদের সবাই কে মন্তব্য করার জন্য ধনবাদ , আসলে রুমেল ভাই এর টিউনটি একটি সচেতন করার বিষয় নিয়ে , আমরা আসলে উনার কাছে ট্রিক্স টার বিষয় এ আরও বিস্তারিত জানতে চাইলে ভাল হত , আর জানার জন্য বলার ভাব টা সাহায্য চাওয়ার মত হতে পারত , অহেতুক সমালোচনা করে বা সাহায্য না করে আমরা কিছুই পাবনা , আমি সবার পক্ষ থেকে রুমেল ভাই কে অনুরোধ করছি এ বিষয়ে একটি মেগাটিউন করার জন্য , কারণ আমরা অনেকেই জানি যে , ট্রায়াল রুম এর এক ধরনের বিশেষ আয়নার পিছন থেকে আয়নার সামনে থাকা মানুষ টি কে দেখা যায় , এখানে আয়নার সামনে থাকা মানুষ কিছুই বুঝতে পারেনা , এই আয়নাটা সম্ভবত গোয়েন্দারা ব্যাবহার করে , যেটা আজকাল অনেকে অবৈধ ভাবে সংগ্রহ করে থাকে
এবং মন্দ কাজে ব্যাবহার করে ।
মেগাটিঊন এর আসায় রইলাম ।
সবাই কে ধন্যবাদ ।

রোমেল ভাই টিউন এর আশায় রইলাম…।।

    কি আর টিউন করবো ভাই এখানে তো অনেক জ্ঞ্যানী লোক আছেন ।তারা আবার পথ শিখাবেন।তাই চুপ করেই থাকি। টিউন না করে টিটি তে দর্শক হিসাবে থাকাই ভাল।

এই লিংক এর ইনফর্মেশন টা দেখুন > — http://www.professionalplastics.com/2Way-SurveillanceMirror

zashid says:
২৬ জুন, ২০১১ at 6:32 অপরাহ্ন
ভাই একটা জিনিস নিয়া এত পাচ্যাল না করা মনে হয় ভাল। আপনারা সবাই এখানে এক, একজন মূল্যবান বেক্তিত্ব। সবাই কম বেশি স্বশিক্ষিত, আপনাদের তো এমনটা সাজে না। ট্রায়েল রুমে অনেক অসাধু বেক্তি গোপন ক্যমেরা রাখতেই পারে, তো আপনাদের মা-বোনদের মোবাইল দ্বারা না হোক অন্তত চক্ষু দ্বারা দেখতে তো কোন সমস্যা নেই। আর এই বিষয়ে সবাই কে সাবধান করা কি খুব অপরাধ? বর্তমান যুগ সর্ম্পকে তো সবাই অবগত। না জানি আজ সর্তক্য না হলে কোন দিন ভূল বসত ইন্টারনেট অথবা কারো কম্পিটারে অনাকাঙ্খিত কিছু পেয়ে গেলেন! তখন আর কিছু বলার থাকবে না।

ইশতিয়াক says:
২৬ জুন, ২০১১ at 8:22 অপরাহ্ন
আপনাদের সবাই কে মন্তব্য করার জন্য ধনবাদ , আসলে রুমেল ভাই এর টিউনটি একটি সচেতন করার বিষয় নিয়ে , আমরা আসলে উনার কাছে ট্রিক্স টার বিষয় এ আরও বিস্তারিত জানতে চাইলে ভাল হত , আর জানার জন্য বলার ভাব টা সাহায্য চাওয়ার মত হতে পারত , অহেতুক সমালোচনা করে বা সাহায্য না করে আমরা কিছুই পাবনা , আমি সবার পক্ষ থেকে রুমেল ভাই কে অনুরোধ করছি এ বিষয়ে একটি মেগাটিউন করার জন্য , কারণ আমরা অনেকেই জানি যে , ট্রায়াল রুম এর এক ধরনের বিশেষ আয়নার পিছন থেকে আয়নার সামনে থাকা মানুষ টি কে দেখা যায় , এখানে আয়নার সামনে থাকা মানুষ কিছুই বুঝতে পারেনা , এই আয়নাটা সম্ভবত গোয়েন্দারা ব্যাবহার করে , যেটা আজকাল অনেকে অবৈধ ভাবে সংগ্রহ করে থাকে
এবং মন্দ কাজে ব্যাবহার করে ।

সহমত পোষণ করছি

Level 0

ধন্যবাদ টিউনের জন্য।
কিন্তু ব্যাপার টি তে ঘাপলা আছে।
কারন, অপ্টিকাল ফাইবার এর ভেতর দিয়ে আলো যায়। আর মোবাইল ফোন ব্যবহার করে মাইক্রোওয়েভ।
এই দুইটার মধ্যে ইন্টারফ্যেরেন্স হউয়ার চান্স ই নাই।
যদিও দুইটাই ইলেকট্রোম্যাগ্নেটিক ওয়েভ, তারপর ও, এদের রেঞ্জ এর ডিফারেন্স এত্তো বেশি, যে একটা আরেকটাকে কখনোই বাধাগ্রস্থ করে লাইন কেটে দিতে পারবে না।
আর মনে করেন, যদি এটা পসিবল হয়ও,(যদিও চান্স নাই) তারপরেও, এটা দিয়ে কল কেটে যাওয়া একেবারেই অসম্ভব।
কারন, আপনার মোবাইলের ওয়েভ তো প্রায় সব দিকে সমান ভাবে ছড়িয়ে যায়। আর ফাইবার কেবল তো নিশ্চই রুম প্যাঁচিয়ে থাকবে না,তাইনা ? কাজেই ওয়েভ ঠিক ই বেরিয়ে যাবে।
এটা শুধুমাত্র কয়েকটা ভাবেই মোবাইলের সিগনালকে আটকাতে পারবেঃ
১। যদি ইউটিপি কেবল দিয়ে পুরো রুমটিই আপাদ মস্তক (প্রায়) প্যাঁচানো থাকে তাহলে,
২। যদি ওয়েবক্যাম ওয়ারলেসলি কানেক্টেড থাকে, তাহলে। আসলে তাও না, কারন সেটার চ্যানেল আর মোবাইলের চ্যানেল ভিন্ন ব্যান্ডউইডথ এ কাজ করে। তবে পুরোনো সেট হলে কিছু নয়েজ পাওয়ার কথা (আমরা স্পিকার বা টিভির কাছে মোবাইল নিলে যে রকম পাই সেরকম )।
আসল কথা হচ্ছে, আমার মনে হয় না এইভাবে লুকানো ক্যামেরা খুঁজে পাওয়া যাবে।কাজেই এটা একটা ব্যর্থ জনহিতৈষী মূলক কাজ।

(আমার চিন্তাধারায় ভুল থাকলে জানাবেন প্লিজ)

    দেখুন ,আপনার তথ্য ভুল বলছি না। কিন্তু আমার দেয়া তথ্য যে একবারে উড়িয়ে দিতে পারবেন তা নয়। আপনি তাহলে এক কাজ করুন , আপনি আপনার টিভির রিমোর্ট টির মাথার সামনে আপনার মোবাইল ক্যামেরা অন করে রিমোর্ট টি চাপতে থাকুন ।দেখুন যে কোন আলো দেখতে পান কিনা ক্যামেরা দিয়ে।যদি দেখতে পান তাহলে বুঝতে হবে যে ,এটি সিগন্যাল প্রসেসিং এ কাজ করবে। আর যদি না করে তবে বুঝবেন যে এটি কাজ করবে না। এবার যাদের ক্যামেরা নাই মোবাইলে তারা কি করবে??

    তারা noise making এর মাধ্যমে বুঝতে পারবেন।যেটি আপনি বলেছেন। হ্যা, আজকাল সকল সেট এ এই ব্যাবস্থা থাকে।
    তাই তারা বাসায় এটি ও পরীক্ষা করতে পারেন।
    তবে আবারো বলছি ,নিজে সতর্ক হবার চাইতে বড় কিছুই নেই।

Level 0

Valo kaj, valo kaj e udsaho diya usit