আমি কয়েকদিন আগে আমার ক্যাপচা নিয়ে টিউনে মন্তব্য করে বলেছিলাম পি.টি.সি নিয়ে একটি টিউন দেব। তারই ফলশ্রুতিতে এই টিউন লিখছি।
পেইড টু ক্লিক হচ্ছে একধরনের ওয়েবসাইট যেখোনে প্রতিদিন তাদের দেয়া কিছু এ্যাড ক্লিক করেই আপনি সামান্্য
প্রথমেই কিছু ব্যাপার পরিষ্কার করা দরকার।
১। পি.টি.সি সম্মন্ধে অনেকের নেগেটিভ ধারনা আছে। খুবই স্বাভাবিক; যেখানে রেফারালের ব্যপার আছে সেখানেই অবিশ্বাস কাজ করে কারন অনেক সময় বক্তা রেফারালের কথা গোপন করে। আমারও খারাপ লাগে।
২। অনলাইনে টাকা কামানোর অনেক উপায় আছে, আমরা জানিও, কিন্তু সব উপায় কি এতই সহজ? আমি নিজেও এডসেন্স ব্যবহার করি এবং তা আমার সাইটে গেলেই বুঝতে পারবেন। কিন্তু খুবই শক্ত আর সময় সাপেক্ষে আমার এই সীমিত জ্ঞান নিয়ে। ফ্রিল্যন্সিংও খুবই ভাল, কিন্তু ওইযে দক্ষতা আর কপাল থাকা লাগে, মানে বিড জেতার ব্যপার আছে।
৩। আমি-আপনি অনেক সময় নেট এ কাটাই, তা থেকে মাত্র সামান্য কিছু সময় ব্যয় করে পেতে পারি কিছু ডলার। আর কিছু না হোক কিছু ডলার হলে আমরা একটা ডোমেইন ত কিনতে পারি। আর রেফারাল বাড়াতে পারলে ভাল সাইড ইনকাম হতে পারে। আর আমার উদ্দেশ্যও তাই। আমি ডোমেইনের জন্য নগদ খরচ না করে, এভাবে ডলার জমিয়ে কিনতে চাই এবং ভবিষ্যতে এর ডলার দিয়েই সেগুলো রি-নিউ করতে চাই। মাছের তেলে মাছ ভাজা আরকি।
এবার যদি কেউ একাজে ইচ্ছুক হন তবে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি ঠকবেন না। আর যে কোন প্রশ্ন আমাকে করতে পারেন, আমি প্রস্তুত। আমার মনে হয়েছে এটা সম্ভব। অল্প হলেও আমি এলার্ট পে তে ডলার পেয়েছি। সেজন্যই এই টিউনের উৎসাহ পেলাম। আপনার সাড়া পেলে শীঘ্রই আরেকটি টিউন দেব, ধন্যবাদ
যোগাযোগ:
yahoo messenger এও আসতে পারেন, আমি থাকি অনেক সময়।
সময় করে অসুন কথা হবে।
**বিজ্ঞাপন আমার ব্লগ**
আমি অলোক মিস্ত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
It is just a $4.40. Buddy you are just wasting your time. You are dieing for earning. right? Okk……here is my 2 cents: make an account at Cash University, collect some socks proxy from proxyfire, find an Macro tool may be roboform will be best, create 10 yahoo account, post on yahoo answer your question something like this “Hey, can anyone tell me where can i find safe and cheap online dates?” Than change your IP and post the answer describing the site and use your affiliate link. Do not forget to mask the link. Than change your IP again and do vote to your answer. Generally 7 or 8 vote is enough to get your answer on the top.
Thats all buddy. Rinse and Repeat and enjoy cashing………… It is not a theory, it is a method and it is not about $2 or $3…….you can easily earn 500 to 600 USD per month with this method.
Then tell me who is your BigDaddy……lol
পি.টি.সি করে কাউকে টাকা পেতে শুনেছেন কখনোও..?? অথবা অাপনি যদি পেয়ে থাকেন তাহলে post লিখে কিভাবে পেয়েছেন তা সবাই কে জানিয়ে দিন। ..??