আপনার প্রিয় গানগুলা শুনান এখন ব্লগার ভিজিটরদের।

সবাই কেমন আছেন ? আমি আনেক খুশি আপনাদের সাড়া পেয়ে।তো আবারও বসে গেলাম টিউন করতে।শিরোনাম দেখে বুঝতে পারছেন যে কি নিয়ে টিউন করতে যাচ্ছি । আমার মত যারা বেশী বেশী সময় দেন নিজের ব্লাগারে তাদের জন্য ছোট একটা টিপস।আশা করি ভাল লাগবে।আর একটা কথা না নয়,সেটা হল আমার ব্লাগারের বসের কথা কে বলেন তো আমার ব্লাগারেরে বস?সে শুধু আমার বস না অনেকের বস "নিশাচর নাইম"।তার জন্য আমি ব্লাগারে অনেক কিছু শিখেছি।নাইম ভাই আমার পক্ষ থেকে আপনাকে সালাম।নাইম ভাই আপনার কাছ থেকে আমি কমেন্টসের আশা করছি। আনেক ক্ষন বগ বগকরেছি। চলুন এবার কাজের কথায় যায়।

প্রথমে এখানে ক্লিক করুন --

নিচে ছবির মত একটা পেজ আসবে

এখান থেকে আপনার প্লেযারের কালার বেচে নিয়ে Edit Playlist ক্লিক করুন।

SONG TITLE ঘরে গানে নাম আর SONG URL ঘরে আপনার পচ্ছন্দের গানের লিঙ্গ গুলা দিন।এবং Configure Settings ক্লিক করুন।


আপনি যদি মনে করেন ব্লাগার ওপেন হওয়ার সাথে সাথে গান প্লে হবে তবে Autostart -yes করেন।এবং Done ক্লিক করুন।

এখান থেকে কোডগুলা কপি করুন ।

এবার এখানে ক্লিক করে আপনার ব্লাগার স্ইন ইন করুন ।

design এ ক্লিক করুন।এবং নিচের ছবি গুলাদেখুন--

save করুন। বাস আপনার কাজ শেষ ।এবার আপনার আপনার ব্লাগারটি ওপেন করুন আর গান শুনুন।

বি:দ্র:-বুঝতে আসুবিধা হলে কমেন্টস করতে ভুলবেন না।

আমি ফেসবুকে-http://www.facebook.com/raihan.ikbal

* সময় হলে আমার সাইট থেকে ঘুরে আসতে পরেন http://www.raihanislam.co.cc/

Level 0

আমি Abu Raihan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 253 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজে জানুর অন্যকে জানান।আমাকে ফেসবুকে পেতে-http://www.facebook.com/raihan.ikbal আমার সাইট-www.tunesadda.blogspot.com বা আমার কাছে ফোন করতে +8801712195668 নাম্বারে ডায়াল করুন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সাহায্য চায়। আমি জিপি ইন্টারনেট ব্যাবহার করি কিন্তু কোন ইমেজ বা ষ্টিল ছবি দেখতে গেলে ছবির কোয়ালিটি খুবই খারাপ দেখায় আমি মজিলা ব্যাবহার করি।

    আমার দুখিত আমার জানা নেই।ধন্যবাদ।

গানের লিংক কি যে কোন ওয়েব থেকে দিলে হবে নাকি আমার আপলোড করা?

    হ্যা ভাই যেকোন ওয়েব সাইটে আপলোড বা ডাইরেক্ট ডাউনলোড লিংকটি দিলেই গান প্লে হবে। ধন্যবাদ আবার আসবেন (এটা আমার রায়হান ভাইয়ের কথা আমার না)

    আসাদ ভাই যে কথা বলেছে সেটা ঠিক।ধন্যবাদ।

Level 0

ভাই song url কোথায় পাব?একটু হেল্প করেন

    যে কোন পেজ থেকে mp3 গানে ডাউনলোড লিঙ্ক দিলে হবে।ধন্যবাদ

ভাল টিউন।ব্লগার নিয়ে নিত্যনতুন কিছু জানলে শেয়ার করুন।

    দোয়া করেন যে নতুন কিছু শিয়ার করতে পারি।ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।

Level 0

ভাই প্লেয়ারে প্রথম বার গান যোগ করার পর পরে যদি আবার গান যোগ করতে চাই তাহলে কিভাবে যোগ করব?

    আবার প্রথম থেকে করতে হবে।ধন্যবাদ।

বিশাল ধন্যবাদ নেন।দেখেন তো কেমন হল
http://mahmudul19.blogspot.com/

    আপনাকেও ধন্যবাদ । অনেক সুন্দর হয়েছে চালিয়ে যান …