অনেক সময় দেখা যায় আপনি আপনার সাধের মুভিগুলো ডিভিডি তে রাইট করতে চাচ্ছেন কিংবা আপনার পছন্দের MP3 গানগুলো সিডিতে রাইট করতে চাচ্ছেন। ব্যাস সব ঠিকঠাক করে যখন রাইট দিলেন তখন দেখা গেল বেরসিকের মত রাইটিং সফটওয়্যার টুং করে ম্যাসেজ দিলো
Power Calibration Error
Burn Process failed at 16x 2,400 KB/s
তখন আপনার মেজাজের অবস্থা আর না হয় বর্ননা নাই করলাম ..........
এই যন্ত্রনাময় ইরর মেসেজের অনেক কারন থাকতে পারে, থাকতে পারে তার সাথে পাল্লা দিয়ে উপযুক্ত সমাধানও। সাধারণত অনেক ক্ষেত্রে আপনার CD/DVD burning software টি আপনার CD/DVD Writer এর Optimum Power Calibration rate (রাইটের পূর্বে ছোট্ট একটি টেষ্ট যা দ্বারা রাইটারের optimal laser power বোঝা যায়) বুঝে উঠতে পারে না, ফলে ডিক্স রাইট ফেইল করে। এই বুঝে উঠতে না পারার কোন নির্দিষ্ট কারন নেই, তাই নিম্নে উল্লেখিত সমাধান গুলো ( সহজ থেকে কঠিন) ট্রাই করে দেখেন কোনটা আপনার জন্য সমাধান রুপে কাজ করে।
সুখের বিষয় হল কোন সমস্যা যখন উদয় হয় তার সমাধানও অবশ্যই তৈরি হয়ে যায়। তেমনি এই সমস্যারও সমাধান তৈরি করে আপনাদের সামনে তুলে ধরার সামান্য প্রচেষ্টা করলাম।
১। সাধারনত নিম্নমানের cheap blank media এর জন্য এই সমস্যা হয়ে থাকে। তাই বিভিন্ন ব্রান্ডের quality সম্পন্ন blank media ব্যবহার করে দেখুন।
২। কম speeds এ রাইট করার চেষ্টা করে দেখুন। (Highly effective).
৩। Disable করুন IMAPI Service (বেশিরভাগ ক্ষেত্রে এটা কাজ করে):
৪। আপনার CD\DVD burning software টি latest version এ আপডেট করুন অথবা software টি পরিবর্তন করে ফেলুন।
৫। আপনার writer এর firmware টি আপডেট করুন।
৬। যদি উপরের পদ্ধতিগুলো সব বিফলে যায় তবে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনার writer এর সমস্যা hardware ঘটিত, software ঘটিত নয়। তাই আপনার writerএর লেজার লেন্সটি কোন professional দ্বারা পরিস্কার করিয়ে ফেলুন।(এছাড়া আপনি লেন্সে জোরে ফু দিয়ে বা একটি কটনবাডকে স্যাভলনে হালকা ভিজিয়ে আলতো করে লেন্স পরিস্কার করতে পারেন। তবে সবচেয়ে ভালো পরামর্শ হচ্ছে লেন্স খুব সেনসিটিভ, তাই তাতে হস্তক্ষেপ করার পূর্বে ভালো করে চিন্তা করে নিন, পরে আমাকে দায়ি করতে পারবেন না .............. ;-).......)
৭। যদি উপরোক্ত সকল ব্যবস্থা বিফলে যায় তবে আপনাকে মোটামুটি নিশ্চিত হতে হবে যে আপনার writer গেছে। কাজেই টাকা জমিয়ে নতুন আর একটি কেনার তোরজোর শুরু করে দিন।
সকলে ভাল থাকবেন। এতক্ষন বিরক্তিকর এই টিউন কষ্টকরে পড়ার জন্য ধন্যবাদ। সমাধানটি কারও উপকারে লাগলে খুশি হব।
আমি ডাঃ সৈকত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 125 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Dr. Saikat (MBBS)
ভাল ও উপকারি টিপস,
ধন্যবাদ শেয়ার করার জন্য।