যেভাবে Text Messages এ স্পাইগিরি করবেন কম্পিউটার ও ফোন এর মাধ্যমে

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন
Level 15
কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা

আমাদের অনেক সময় পরিবারের অন্যান্য সদস্যের ব্যাপারে নজরদারি করতে হয়। বিশেষ করে, এক্ষেত্রে নিজের সন্তানদের উপর এটি বেশি করা হয়। কেননা, বর্তমানে সে কার সাথে মিশে এবং কার সাথে কথা বলছে ইত্যাদি তথ্যগুলো আমাদের জানার প্রয়োজন। আর আপনিও কি সন্দেহ করছেন যে, আপনার সন্তানও স্মার্টফোন ব্যবহার করে কোন ভুল ব্যক্তির সাথে যোগাযোগ করছে?

যদিও তাদেরকে স্মার্ট ডিভাইস বা সেলফোন গুলো দেওয়া হয় যোগাযোগ করার জন্য; কিন্তু অনেক সময় তারা বিপথগামী হতে পারে। এক্ষেত্রে তাদের বিভিন্ন বিষয় গোপন করার প্রকৃতি, তাদের মধ্যে সমাজের অসুস্থতার লালন করতে পারে। বিশেষ করে, কিশোর-কিশোরীরা এবং অনেক ক্ষেত্রে শিশুরাও এর শিকার হতে পারে। আর অনেক ক্ষেত্রে, অভিভাবক হিসেবে আপনার সন্তানদের ডিভাইসগুলো মনিটর করা আপনার জন্য অনেক সময় কঠিন হয়ে যেতে পারে। এই সমস্যা থেকে বাঁচার জন্য, আপনার ডিভাইস বা কম্পিউটার থেকে আপনার সন্তানদের টেক্সট মেসেজ গুপ্তচর করার প্রয়োজন। আর এই কাজটি করার জন্য আজকে আমি আপনাদেরকে কিছু উপায় বলে দিচ্ছি।

১. কীভাবে অন্য অ্যান্ড্রয়েড ফোন থেকে টেক্সট ম্যাসেজে স্পাইগিরি করবেন?

EyeZy এর মাধ্যমে অন্য ফোনে নজরদারি

আমরা জানি যে, অন্যের ফোনে আড়ি পেতে তার তথ্য হাতিয়ে নেবার জন্য সেটিতে অবশ্যই ম্যালওয়্যার বা স্পাইওয়্যার প্রবেশ করাতে হয়। কিন্তু, আমরা যেহেতু এটি বৈধ ভাবে করবো, তাই আপনাকে সেই ডিভাইসে একটি বৈধ স্পাই সফটওয়্যার ইন্সটল করতে হবে। আর এই কাজের জন্য সেরা মনিটরিং অ্যাপ গুলোর মধ্যে eyeZy অ্যাপটি অন্যতম। এটি সাশ্রয়ী মূল্যের, ইন্সটল করার সহজ এবং সর্বোপরি আপনাকে দূরবর্তী কোনো একটি ডিভাইসের Text message গুলো অ্যাক্সেস করতে দিবে। EyeZy আপনাকে সেই ডিভাইসটির Call history ও Browsing history সরবরাহ করবে। এমনকি এটি আপনার টার্গেট করা সেই ডিভাইসের GPS অবস্থান এবং সেই ডিভাইস সম্পর্কে আরও অনেক তথ্য সরবরাহ করতে পারে।

EyeZy ব্যবহার করে কীভাবে অন্য একটি অ্যান্ড্রয়েড ডিভাইসের টেক্সট মেসেজগুলো গুপ্তচরবৃত্তি করা যায় এবং এটি আপনি কিভাবে করবেন, তা নিচে পর্যায়ক্রমে আলোচনা করা হলো।

ধাপ ১

EyeZy এর মাধ্যমে অন্য ফোনে নজরদারি করার জন্য, প্রথমে EyeZy ওয়েবসাইট আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর আপনাকে এখান থেকে তাদের যেকোনো একটি প্যাকেজ সাবস্ক্রিপশন করতে হবে। এক্ষেত্রে আপনি ১ মাস, ৩ মাস অথবা ১২ মাসের যেকোন একটি সাবস্ক্রিপশন বেছে নিতে পারেন।

ধাপ ২

আপনি তাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে তাদের যেকোনো একটি প্যাকেজ Subscription করে নিলে, আপনি যেই সফটওয়্যারটি ডাউনলোড ও ইন্সটল করার তথ্য সহায়তা সহ একটি ইমেইল পাবেন। যেই সেটআপ প্রক্রিয়াটি খুবই বিস্তারিত ভাবে দেখানো হয় এবং অনুসরণ করাও খুব সহজ।

ধাপ ৩

একবার আপনি সেই Set up সম্পূর্ণ করলে, আপনার টার্গেট করা অ্যান্ড্রয়েড ডিভাইসটির মেসেজগুলো যেকোনো কম্পিউটার অথবা অন্য কোন Android ডিভাইস থেকে ড্যাশবোর্ডে গিয়ে দেখতে পাবেন।

eyeZy

অফিসিয়াল ওয়েবসাইট @ eyeZy

২. কীভাবে আইফোন থেকে টেক্সট ম্যাসেজে স্পাইগিরি করবেন?

আইফোন থেকে টেক্সট মেসেজে স্পাইগিরি

আইফোন ব্যবহারকারীদের জন্য সবচাইতে সেরা Spy অ্যাপ্লিকেশনগুলোর মধ্য থেকে একটি হলো Auto Forward অ্যাপ। আর এই অ্যাপের মাধ্যমে আপনার টার্গেট করা ব্যক্তির ডিভাইসের মালিককে না জেনেই তার আইফোনে গুপ্তচরবৃত্তি করা যায়। এছাড়াও এটির আরও প্রধান সুবিধা হল, এটি ডিভাইসের মালিকের দ্বারা ডিলিট করে ফেলা টেক্সট মেসেজ গুলো সহ ব্যবহারকারীদের দেখতে দেয়। এছাড়াও, Auto Forward এর মাধ্যমে আপনি আপনার লক্ষ্য করা ডিভাইসের সেন্ড করা এবং রিসিভ করা উভয় মেসেজ গুলোই দেখতে পাবেন।

আপনি কোন আইফোনের Text message গুপ্তচরবৃত্তি করার জন্য Auto Forward অ্যাপ টি কিভাবে ব্যবহার করবেন, তা নিচে আলোচনা করা হলো।

ধাপ ১

এজন্য প্রথমে আপনি আপনার কম্পিউটার বা অন্য কোন IOS ডিভাইসে Auto Forward ডাউনলোড করে ইন্সটল করুন।

ধাপ ২

এবার আপনি অ্যাপটিতে আপনার একাউন্টে লগইন করুন (যেই অ্যাকাউন্টটি আপনি পূর্বে তাদের ওয়েবসাইটে করেছিলেন)। এরপর আপনি যেই আইফোনটিতে স্পাইগিরি করতে চান, সেটির অ্যাপল আইডি এবং পাসওয়ার্ড লিখুন।

ধাপ ৩

সবকিছু ঠিক থাকলে, আপনি Auto Forward এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে আপনার টার্গেট করা ডিভাইসের সমস্ত মেসেজগুলো অ্যাক্সেস করতে পারবেন। আর এটির মাধ্যমে তখনই আপনি স্বয়ংক্রিয়ভাবে মেসেজগুলো অ্যাক্সেস করতে পারবেন, যখন আপনার টার্গেট করা ডিভাইসের সমস্ত Login details আপনার কাছে থাকবে।

আর আপনাকে বলে রাখি যে, আপনি কিন্তু যে কারো অ্যান্ড্রয়েড বা আইফোনে এরকম ভাবে গুপ্তচরবৃত্তি করতে পারবেন না। কেননা, এইজন্য আপনাকে তাদের অ্যাপল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাপটির ভেতরে সেটআপ করতে হবে। আর এই তথ্য আপনি শুধুমাত্র আপনার পরিবারের লোকজনের মধ্য থেকেই পাবেন। এটি কখনো বাহিরের কোন ব্যক্তির কাছ থেকে পাওয়া সম্ভব নয়।

Auto Forward

অফিসিয়াল ওয়েবসাইট @ Auto Forward

৩. কীভাবে কম্পিউটার এর মাধ্যমে টেক্সট ম্যাসেজে স্পাইগিরি করবেন?

কম্পিউটার এর মাধ্যমে Text message গুপ্তচরবৃত্তি

আপনি অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসের মেসেজগুলো কম্পিউটার থেকেও দেখতে পারেন। আপনি যদি অন্য কারো মোবাইলের টেক্সট মেসেজ নিজের কম্পিউটার থেকে স্পাইগিরি করতে চান, তাহলে আপনাকে mSpy এর মত মনিটরিং প্রোগ্রামগুলো বেছে নিতে হবে। আর এটি আপনার জন্য একটি ভালো পছন্দ হতে পারে। বাজারের অন্যান্য সেরা স্পাই অ্যাপ্লিকেশন গুলোর মধ্যে থেকে mSpy আপনাকে একটি ভালো অভিজ্ঞতা দিতে পারে। এটির মাধ্যমে আপনি যেকোনো কম্পিউটার থেকে দূরবর্তী কোনো অ্যান্ড্রয়েডে অথবা আইওএস ডিভাইসকে মনিটরিং করতে পারেন।

আর mSpy অ্যাপ্লিকেশনটি ইন্সটল করা অত্যন্ত সহজ। এটি আপনার টার্গেট করা ডিভাইসের টেক্সট মেসেজ গুলো সরবরাহ করার পাশাপাশি, সেই ডিভাইসের কল হিস্টরি, ব্রাউজিং হিস্টরি এবং এমনকি সেই ডিভাইস ট্র্যাকিং করা সহ সেটি সম্পর্কে আরও অতিরিক্ত অনেক তথ্য প্রদান করবে।

যাইহোক, কীভাবে আপনি mSpy ব্যবহার করে অন্য কোন ফোনের Text Message গুলোতে স্পাইয়িং করবেন?

ধাপ ১

এজন্য প্রথমে আপনাকে অন্যান্য সার্ভিস এর মতই mSpy ওয়েবসাইট থেকে তাদের একটি সাবস্ক্রিপশন কিনতে হবে। আর এখানে আপনার চাহিদা অনুযায়ী অনেকগুলো অপশন পাবেন। আর এগুলোর মধ্যে থেকে আপনার চাহিদা অনুযায়ী যেকোন একটি সাবস্ক্রিপশন বেছে নিতে পারেন।

ধাপ ২

আপনি mSpy ওয়েবসাইটে তাদের যেকোনো একটি প্যাকেজে সাবস্ক্রিপশন করলে, তারা আপনাকে লগইন করার তথ্যের পাশাপাশি ইন্সটলেশন তথ্যসহ একটি ইমেইল পাঠাবে। আর সেখানে দেওয়া প্রত্যেকটি স্টেপ ফলো করা আপনার জন্য সহজ।

ধাপ ৩

এরপর আপনি তাদের ওয়েবের কন্ট্রোল প্যানেলে লগইন করার পর এবং Installation সম্পন্ন হওয়ার সাথে সাথে আপনি মেসেজগুলো দেখতে সক্ষম হবেন। আর তারপরেই আপনি সেই ডিভাইসের Text message, Call history এবং Email history গুলো কম্পিউটার থেকে মনিটরিং করতে পারবেন।

mSpy

অফিসিয়াল ওয়েবসাইট @ mSpy

শেষ কথা

উপরের তিনটি পরিষেবার মাধ্যমে আপনি কোন একজন ব্যবহারকারীর টেক্সট মেসেজ মনিটরিং করতে পারবেন। এক্ষেত্রে এগুলো তখনই আপনার বেশি কাজে লাগতে পারে, যখন আপনি আপনার পরিবারের কোনো সদস্যদের ওপর নজরদারি করবেন। বিশেষ করে, আপনার সন্তানেরা কার সাথে কথা বলছে, এটা ট্র্যাক করার জন্য আপনি এগুলো ব্যবহার করতে পারেন।

কারো উপর গুপ্তচরবৃত্তি বা স্পাইগিরি করার জন্য অনেক অ্যাপ্লিকেশন রয়েছে। যেগুলোর ব্যবহার আপনার কাছে অনৈতিক মনে হলেও, এগুলো আপনার ক্ষেত্রে অনেক উপকারীও বটে। যেগুলো মাধ্যমেই আপনি মূলত আপনার সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন।

Level 15

আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস