আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। অনেক দিন পর লিখছি।
অনেক সময় আমাদের কম্পিউটারে অনেক প্রয়োজনীয় ডাটা থাকে যা আমারা কাউকে এর কপি দিতে চাই না। কিন্তু সবসময় তো আমরা আমাদের ডাটাগুলো পাসওয়ার্ড দিয়ে আটকেও রাখতে চাই না। তাহলে আমাদের কি করতে হবে?
Send To অপশন মেনু থেকে সরিয়ে রাখতে পারলে কেমন হয়? তাহলে তো আর পেনড্রাইভে কপি করতে পারবে না। চলুন ডাউনলোড করে নেই একটি ফাইল যাতে Sent To অপশন অন-অফ করার দুটি reg ফাইল আছে।
Unzip করে DisableSendTo.reg তে ডাবল ক্লিক করে দেখুন মাউসের রাইট ক্লিক মেনু থেকে Send To অপশনটি উধাও হয়ে গেছে।:( Send To অপশনটি ফিরিয়ে আনতে restoresendto.reg তে ডাবল ক্লিক করে ok করুন।
এখন ভাবছেন, এইটা একটা কাজ হল। কপি-পেস্ট করে তো নিয়ে যাবে।:( হুম!!!
এখন আরেকটি ফাইল ডাউনলোড করে নিন যেটা আপনার পিসির সব রকম cut, copy, paste, delete অপশনগুলোকে বিরত(Disable) রাখবে।এখন থেকে ভুল আর করে কোন ফাইল ডিলিট হবে না। এমনকি এটা কীবোর্ডের Shortcut কেও Disable করে।
গেল তো সব বন্ধ হয়ে, এখন আপনার কি হবে? যখন Cut, Copy, Paste, Delete অপশনগুলো আপনার প্রয়োজন হবে তখন Ctrl+Alt+Delete চেপে Task Manager ওপেন করুন। Process খুজে stopper.exe বন্ধ করে দিন নিচের চিত্রের মত।
সবাই ভাল থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। টিউনটি কেমন হল জানাবেন। আল্লাহ হাফিজ।
আমি এ এম আরাফাত হায়দার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
চরম টিউন !!