টেকটিউন্সে আমার পুংটামি শুরু আমার প্রেমিকা ক্রোম দিয়া, সেইখানে অনেকেরই অভিযোগ ছিল ক্রোম ক্রাশ কইরা নাকি তারা অনেকক্ষেত্রেই সুনামির চাইতেও বড় দুর্যোগের শিকার হইছেন। আমি নিজেও পরলাম প্রবলেমে, আমার গার্লফ্রেন্ডরে নিয়া এত্তবর অপবাদ। এরিমধ্যে সুনামি আমার উপরও চলতে শুরু করল। দুই ঘণ্টা একটা পোস্ট লেইখা যখন ডেলিভারি দিমু তখন দেখি এই কাহিনি
এইরকম দেখার পর মাথার চুল সহ আরও অনেক কিছুই ছিরতে ইচ্ছা করল। এরপর থেকেই শুরু করলাম এর সমাধান খুজার মিশন। একজন নির্ভীক পুংটা কখনো মিশনে ফেইল করেনা, আমিও করিনাই, পেয়ে গেছি সমাধান। আমরা যারা নেটে লেখালেখি করি বা কমেন্ট করি তাদের জন্য দারুন ইউজফুল একটি ব্রাউজার এক্সটেনশন এটি। অনেকেই হয়ত আগে থেকেই ইউজ করেন।আসেন পেচাল বন্ধ করে আসল কাহিনীতে আসি
এইটার কাজ খুবই সিম্পল, সোজা কথা এটা আপনি নেটে বিভিন্ন সাইটে যা কিছু লিখবেন তা সেইভ করে রাখবে, এখন আপনার ব্রাউজার ক্রাশ করুক আর আপনার পিসির উপর ঠাডা পরুক, আপনি পুনরায় ব্রাউজার ওপেন করে আগে যেখানে লেখাটা লিখেছিলেন সেই বক্সে রাইট ক্লিক করে Recover Text অপশনে ক্লিক করতে হবে।আসেন ডাউনলোডের পর্ব সারি-
যেমন ধরুন আমি ফেইসবুকে স্ট্যাটাস আপডেট দিব 'নোবেলবিজয়ী টিপু (একজন নির্ভীক পুংটা), লেখলাম স্ট্যাটাস বক্সে, কিন্তু যেই share বাটন ক্লিক করবো তখনি কারেন্ট গেলো বা ঠাডা পরল। এখন আমি যা করবো ক্রোম আবার খুলে ফেইসবুকে স্ট্যাটাস বক্সে ক্লিক করে ডানে চাবির মত একটা আইকন পাবো, ওইটাতে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন আপনার লেখাগুলু চলে এসেছে, ছবি দেখুন ক্লিয়ার হবে
ক্রোমের পেচাল গেলো, এবার শিয়ালে কিভাবে কি তা বলি, এডঅনতো আগেই ইন্সটল করছেন। এখন ব্রাউজার ক্র্যাশ/অন্যকোনও কারনে লেখাটা চলে গেলে ওই পেইজ আবার ওপেন করবেন, তখন যেখানে আগের লেখাটা লিখেছিলেন সেই বক্সে রাইট ক্লিক করে Recover Text অপশনে ক্লিক করতে হবে, ছবিতে দেখুন, আমার নিজের শিয়াল প্রবলেম দিতেছে তাই নেট থেকে স্ক্রিনশট দিলাম
আবার ধরেন আপনি কোনওআমলে কোনও সাইটে লিখছিলেন সাইটের নাম মনে নাই, কিন্তু লিখাটা দরকার, তাহলে শিয়ালের নিচে ডান দিকে lazarusএর যে চাবির মত আইকন তাতে রাইট ক্লিক করে সার্চে যান, আপনার লেখাগুলু পাবেন।
যারা নেটে বিভিন্ন লেখা সাবমিট করেন, তারা অবশ্যই এইটা ইউজ করবেন কেননা গজব কখন কোনদিক দিয়া আসবে বলা যায়না।
অনেকেই বলেন হরতাল নাকি ভালোনা, ভাইরে এই হরতালতো আমার মধ্যে ব্যাপক সৃষ্টিশীলতার জম্ম দিতেছে যার প্রমান, টেকটিউন্সের প্রথম ৩ পেইজে আমার ৪ টা টিউন। কিন্তু আইজকা সকাল বেলা ঘুম থেকে উঠেই মেজাজ বিল্লা হইয়া গেলো প্রথম পাতায় অনলাইনে আয়ের পোস্ট কতগুলান দেইখা। আমি ভাই মুক্ষু-শুক্ষু মানুষ, এত কিছু বুঝিনা, খালি এইটুকু জানতে ইচ্ছা করে নেটে যদি এইভাবে টাকা ভাসে তাইলে তারা নিজেরা না ধইরা খালি অন্য সবাইরে টাকা ইনকাম করাইতে চায় কেন?
জাউক পেচাল বাদ, গতকাল এইখানে এই ছবিটা দেইখা আমিতো হা হা প গে, আমার মনে হইলো ডেস্টিনির মত এই অনলাইন আয়ের পাবলিকরাও একি গোত্রভুক্ত তাই তাদের জন্য ছবিটা শেয়ার করলাম
* এইটা যারা বিভিন্ন যায়গায় অনলাইন আয়ের কথা বইল্লা ফাও নিজের লিঙ্কু গুলা স্পাম করেন তাদের উদ্দেশে, যারা প্রকৃতপক্ষে অনলাইনে কাজ করেন তাদের জন্য নয়, আপনারা কোনও ভাবে কষ্ট নিবেন না।
আমি ইসমাইল টিপু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকনোলজির তেমন কিছুই জানিনা, যতটুকু বুঝি তাই শেয়ার করি
অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য