আমরা গান শোনা ,ছবি দেখা ,বিভিন্ন ফরম্যাটের ডকুমেন্ট ওপেন করার জন্য বিভিন্ন ধরণের সফটওয়্যার ইন্সটল করে থাকি । বেশী সফটওয়্যার ইন্সটল এর ফলে আমাদের কম্পিউটার অনেক সময় স্লো হয়ে যায় । কিন্তু কেমন হত যদি একটি সফটওয়্যার এর মাধম্যে আমরা সব ধরনের ফাইল ওপেন করতে পারতাম!!!!!!!
আজকে আমরা তাই দেখব । তবে দেখার আগে সফটওয়্যারটির একটু গুণকীর্তন করে নেই ............
এটি বিশাল সংখ্যক এক্সটেন্সান সাপোর্ট করে ।
এর মাধ্যমে আমরা ৭৫+ ফরম্যাটের ফাইল ওপেন করতে পারি ।
উল্লেখযোগ্য ফরম্যাট গুলো নিচে দেওয়া হলো
PDF, DOC,AVI , DOCX, ZIP, RAR, XML, HTML, SWF, 7Z, PHP, XLSX,MKV , FLV,
XLS, JPEG, TXT, PSD, WMV, CR2, CRW, GIF, MSG, NEF, TIFF, JPG,
MOV, MP4, LOG, PNG, CS, INI, MPEG, MPG, CSS, MP3, CFG, HTM, BMP, JS, XLSM, WA, ICO, REG,
DNG, ARW, MID, ORF, RAF, PEF, RESX, CF2, ERF, MEF, MRW, SR2 ,X3F
এবার চলুন সফটওয়্যারটিকে একটু দর্শন করে আসি .......................
@@@@@@@@@1080p এর mkv ফাইল ওপেন করা হলো @@@@@@@@@@@
@@@@@@@@@@@ pdf ফাইল ওপেন করা হলো @@@@@@@@@@@@@
@@@@@@@@@@@@ picture ওপেন করা হলো @@@@@@@@@@@@@@@
@@@@@@@@@@@ php ফাইল ওপেন করা হলো @@@@@@@@@@@@@
আমরা google chrome এর মাধ্যমে খুব সহজেই pdf ফাইল পড়তে পরতে পারি ও গান শুনতে
পারি । চলুন দেখি আসি কিভাবে তা সম্ভব ।
ছেড়ে দিন অর্থাৎ ড্রাগ এন্ড ড্রপ করুন এবং দেখুন মজা ।
#একই পদ্ধতিত অনুসরন করে গান শুনতে পারবেন ।
@@@@@@@@@@ আমার টিউনটি ভালো লাগলে প্রিয়তে যুক্ত করুন @@@@@@@@@@@@@@
আমি faruq100। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 350 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব সুন্দর।এমন একটা সফটওয়্যার খুজছিলাম।ডাউনলোড দিলাম।ধন্যবাদ।