আপনার কম্পিউটার কেউ গোপনে চালালো কিনা তা জানতে পারবেন

আসসালামুআলাইকুম,

আমি যানি না কেউ এই বিষয়টা লেখেছে কিনা তাহলে তার কাছে আমি ক্ষমা চাইতেছি। আর এই লেখাটা হত অনেকেই জানেন,কিন্তু আমার লেখা যারা না জানেন তাদের জন্য।

আপনি কম্পিউটার Off করে, কোথাও গেলে কেউ যদি গোপনে চালায় আপনি বাসায় না থাকার সময়,তাহলে আপনি বুঝতে পারবেন,কখন আপনার কম্পিউটার On/Off করেছে একেবারে টাইম সহ। এর জন্য যা করতে হবে। Start>Ran>schedlgu.txt>ok এবার দেখুন

Level 0

আমি মোঃ আবুল বাশার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 318 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইরে একু মজা করি, কেউ গেপনে চালালে টাইম টা না হয় জানা গেল তবে কে চালু করছে তাই তো জানতে পারলাম না। তাহলে যে চালু করছিল তার আর পালানোর দরকার কি তাই না……. যাইহোক স্বাগতম। এবং ২টি বিষয় টিউনে ঠিক করে দিন

১) টাইটেল-এ কখনও দাড়ি হয় না
২) জানেন বানানটি ভুল আছে

ধন্যবাদ আরও ভাল টিউন চাই

    হাসিব ভাই মন্তব্য করার জন্য ধন্যবাদ,আর টাইম পাওয়া গেলে,ঐ টাইমে কে ঘড়ে ছিল তার কাছে যানতে চাইতে হবে।

ভাইজান, টিউন করার সময় বানানগুলোর দিকে খেয়াল রাখলে ভালো হয়। Start>Ran>schedlgu.txt>ok. আপনি এই পদ্ধতিটা অনুসরন করতে বলেছেন। বুঝতে পারছি start থেকে run-এ যেতে হবে। কিন্তু তার পর আপনি যা লিখেছেন তা লিখে আমি কোন ফল পাইনি। দয়া করে বলবেন কি সমস্যাটা কোথায়?

    ভাই আমি এই কাজটা প্রায় ৬মাস যাবত করতেছি এবং যাদের কাছে বলেছি তাদের সবাই কাজটা করতে পেরেছে। এটা শুদু windows xp s2-s3 এর জন্য ৭ এ হবে না। আর আপনার সম্যসাটা ভাল ভাবে বুঝিয়ে বলেন। ধন্যবাদ কমেন্ট করার জন্য।

    বুঝলাম, আমি Windows-7-এ চেষ্টা করেছি।

ভাই খুব সুন্দর একটি টিউন. ভাই আমার টিউন পেজে কিভাবে Add ছবি করব। বলবেন কি?

৥হাসিব ভাই: আপনার গেপনে (গোপনে), একু (একটু) বানানটি ভুল আছে। (কারো ভুল ধরার আগে, নিজের ভুল গুলো দেখে নিবেন)। সবার বানান সব সময় ঠিক হয়না। মূল বিষয়টি বুঝতে পারলেই হলো। ভালো থাকবেন।

    Level 0

    মর্ত্তুজা ভাইয়ের সাথে আমি ও একটি কথা বলতে চাই তা হলো অনেকেই বাংলা বিভিন্ন ফন্ট জটিলতার করনে া ে ী ি ইত্যাদী সঠিকভাবে দিতে সক্ষম হয় না। তার মানে এই না যে,সে বানানটি জানে না !!! সাবাইকে ধন্যবাদ।।

    হাসিব ভাই,eng.prince ভাই দুজনের কথাই ঠিক আছে , আপনাদের অনেক ধন্যবাদ ভাল থাকবেন

    eng.prince ভাই এ সাথে একমত আমি এখনো রেপ দিতে পারিনা।

    Level 0

    ভাই মানুষ যদি এত কিছু পারত, তাহলে এই টেক টিঊন থাকতো না

Level 0

আজকাল কমেন্ট করতে যত টাইম লাগে,একটা টিউন করতে তার থেকেও কম টাইম লাগে।হায়রে…………ভাবতেছি,কারো টিউনে কমেন্ট করার দরকার হলে সময় বাচানোর জন্য কমেন্ট না লিখে সরাসরি টিউন করমু। 😛

    Level 0

    হা হা হা কথাটি বেশ ভালো লাগলো । আজকাল কিছু কিছু টিউন খুবই নিম্নমানের , অগোছালো,অপ্রয়োজনীয় টিউন দেখত পাচ্ছি ………………!!

    হা হা হা টাইম নাই

    ধারুন বলেছেন MITHU ভাই,আমার কথাও তাই।
    **আর টিউনারকে ধন্যবাদ টিউনের জন্য তবে সামনে আরো ভাল ও মান সম্মত টিউনের আশায় রইলাম।

    Level 0

    মিথু ভাই কি কথা বললেন, না হেসে থাকতে পারলাম না। কমেন্ট না করেও থাকতে পারলাম না! 😀 😛

    Level 0

    হে হে হে,আহা ভাই কেন টাইম নষ্ট করলেন,এর থেকে বরং একটা টিউন করে আমার কথার উত্তর দিতেন 😉
    আর ভাই,"আমার নাম মিঠু। মিঠু,মিঠু,আমার নাম মিঠু" 😉

নীলদাত, ভাই ভাল হলে "ভাল" আর খারাপ হলে "খারাপ" বলেন আর সেটাও বুঝিয়ে বলেন আপনি যত মাষ্টার আমি তত না হতে পারি কিন্তু মাষ্টারের যদি থাকে এই ব্যবহার,ব্যবহার বংশের পরিচয়,তো আপনার পরিচয় পেয়ে গেলাম,যে আপনি কোন বংশের সন্তান।

ধন্যবাদ

ভুল সবারই হয় । আমার মতে , টেকটিউনসের সবাই বন্ধু, একটা পরিবারের মতই থাকা উচিত্‍ ।

    Level 0

    ভাই,কোনো ভুল মাফ করার আগে ভেবে নেয়া উচিত যে,তা মাফ করা যায় কিনা। ভুল কখন হয়? একটা মানুষ যে কাজ করে সেটা যদি আগে আর কেউকে করতে না দেখে,তখনই তার ভুল হয়,কারণ যেহেতু সে আগে এটা দেখেনি,তাই জানেও না যে,এটা একটা ভুল। কিন্তু টিটিতে এ ধরনের টিউন করার কাজ তো আর নতুন নয়,আগেও হয়ে এসেছে,এবং এটা সবাই দেখেছেও,এবং বুঝতেও পেরেছে এটা একটা ভুল। তারপরেও যখন এই ধরনের টিউন আসে তাকে তো একরোখা নাছোড়বান্দার মত কাজ ছাড়া আর কিছুই বলা যায়,আর ভুল তো বলা যায়ই না। সুতরাং,এক্ষেত্রে এগুলোকে ভুল বলে মাফ করা বা চুপ করে নীরব বসে থাকাটাই বোকামী। আমি যা বললাম,এটা নির্দিষ্ট এই টিউনকেই উদ্দেশ্য করে বলেছি তা না,যে কোনো ক্ষেত্রেই এই কথা প্রযোজ্য।

Level 0

বাশার ভাই, Windows7 এর বেলায় নিয়মটি কি হবে তা অনুগহ করে জানাবেন।

হতে পারে । জেনে শুনে বারবার ভুল করা তো অপরাধ । বাশার ভাই কারো বংশ তুলে কথা বলা ঠিক করেননি । সে তো ভুল নয় অপরাধ । আমি কোন ব্যক্তির পক্ষ নিয়ে বলছি না ,যা বলছি ভুলকে ক্ষমা করার পক্ষে, অপরাধ ক্ষমা করার পক্ষে নয় । আমি টেকটিউনসে নতুন সদস্য । এর আগের কমেন্টা আমার প্রথম কমেন্ট । ভুল করে আমার নামের কাংখিত বানান দিয়ে ছিলাম । এখন ঠিক করে নিলাম । এটাকে নিশ্চয়ই ক্ষমা করবেন সবাই

নীলদাঁত ভাই এটা কোন কমেন্ট করলেন !!!
আপনাদের মত লোকদের জন্য টেকটিউনস এর বদনাম হয়।

টেকটিউনস এর মডারেটর এর দৃষ্টি আকর্ষন করছি।

Level 0

এই পদ্ধতি উইন্ডোজ সেভেন এর বেলায় প্রযোয্য নয়।
উইন্ডোজ সেভেন এ করতে গেলে Start এ যান। তারপর বাম পাশের Menu এর একদম নিচে Search Programs & Files বক্স এ Task Scheduler লিখুন। যা চাচ্ছেন তা মনে হয় পেয়ে যাবেন।

Level 0

parvage ভাই ও বাশার ভাই ধন্যবাদ।

@ নীলদাঁত >>>

ভাই, "ভদ্রতা" নামে পৃথিবীতে একটা জিনিস আছে…

Level New

যাক নতুন কিছু শিখা গেল।Thanks to all.

windows 7 এ হয় না বলে দিতে পারতেন।
আর দয়া করে কেউ কোনো সফটওয়ার বা তত্ত্ব দিলে সেটা কন অপারেটিং সিস্টেম এ কাজ করবে সেটা বলে দেবেন ।please

windows 7 এ হয় না বলে দিতে পারতেন।
আর দয়া করে কেউ কোনো সফটওয়ার বা তত্ত্ব দিলে সেটা কোন অপারেটিং সিস্টেম এ কাজ করবে সেটা বলে দেবেন ।please