আসসালামুআলাইকুম,
আমি যানি না কেউ এই বিষয়টা লেখেছে কিনা তাহলে তার কাছে আমি ক্ষমা চাইতেছি। আর এই লেখাটা হত অনেকেই জানেন,কিন্তু আমার লেখা যারা না জানেন তাদের জন্য।
আপনি কম্পিউটার Off করে, কোথাও গেলে কেউ যদি গোপনে চালায় আপনি বাসায় না থাকার সময়,তাহলে আপনি বুঝতে পারবেন,কখন আপনার কম্পিউটার On/Off করেছে একেবারে টাইম সহ। এর জন্য যা করতে হবে। Start>Ran>schedlgu.txt>ok এবার দেখুন
আমি মোঃ আবুল বাশার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 318 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাইরে একু মজা করি, কেউ গেপনে চালালে টাইম টা না হয় জানা গেল তবে কে চালু করছে তাই তো জানতে পারলাম না। তাহলে যে চালু করছিল তার আর পালানোর দরকার কি তাই না……. যাইহোক স্বাগতম। এবং ২টি বিষয় টিউনে ঠিক করে দিন
১) টাইটেল-এ কখনও দাড়ি হয় না
২) জানেন বানানটি ভুল আছে
ধন্যবাদ আরও ভাল টিউন চাই