প্রসঙ্গ: Google Adsense নিয়ে সমস্যা

Adsense2005টেকটিউনস-এ এটাই আমার প্রথম টিউন। তাই টেকটিউনস এর সম্মানিত টিউনার দের সালাম জানিয়ে আমি আমার টিউনটি শুরু করছি। এবং সেই সাথে অভিনন্দন জানাচ্ছি টেকটিউনস এর পরিচালক ও এর র্নিমাতা বৃন্দকে যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে আমরা মাতৃ-ভাষায় প্রযুক্তিকে জানার সুন্দর একটি মাধ্যম পেয়েছি

প্রথমেই আমি আমার একটি সমস্যার কথা নিয়ে টিউন করছি।

আমি একজন নতুন Adsense (Google)  ব্যবহারকারী । তাই Adsense এর অনেক নিয়ম-কানুন আমার অজানা। আমি যতটুক শিখেছি তাতে আমি New Ads create  করে সাইটে Publish করতে পারি।

আমার সমস্যাটি হচ্ছে আমি আমার সাইটের একটি Page -এ ১১টি Ads create করে Publish করেছি কিন্তু পেজটি যখন ভিজিট করা হয় তখন শুধু ৩-৪টি Ads Show করে। আমি এই সমস্যাটি দূর করার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েই শেষ পর্যন্ত টিউন করতে বাধ্য হলাম। তাই কিভাবে আমি সবগুলো Ads কে একি পেজে শো করাতে পারি । এ ব্যপারে আমি টেকটিউনস-এর সম্মানিত বিশেষঙ্গ টেউনারদের মতামত কামনা করছি। আশ করি আপনার এ ব্যপারে অবশ্যই আমাকে সাহায্য করবেন।

আমার সাইটের লিংক: http://mylink.orgfree.com

Level 0

আমি MARUF AHMAD। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 379 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কোন কিছু বলবার মত নেই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Adsense ৩/৪ টা ads show করে তবে আপনি iframe use করে অনেক ads show করাতে পারেন । যেহেতু আপনি নতুন programmer.

আমি তোমাকে চিনছি কিন্তু। যা হোক তুমি একপেজে এত এড কেন দিছো? এক পেজে সর্বোচ্চ 3 টি কনটেন্ট এড 3টি লিংক এড এবং দুটো সার্চ ইঞ্জিন রাখা যাবে। এর বেশী করলে এডসেন্স বাতিল হবে।

Level 0

AdSense এর মাধ্যমে আপনি ৩টি এড ইউনিট এবং ৩টি লিংক ইউনিট শো করতে পারবেন । এর চেয়ে বেশি এড শো করলে পেজের সৌন্দর্য নস্ট হতে পারে… তাই গুগল এটি অনুমোদন করে না । … যেমন আপনি ১১টি এড শো করতে যাচ্ছিলেন ( মাশাল্লাহ ! )

Syafayat ভাই iframe জিনিসটা কি এটা কোথায় থেকে Download করব।

গুগলের কাজ এটা…এটা সমস্যা না….গুগলের TOS পরে দেখুন

সাকিল ভাই ধন্যবাদ । অামি অাসলে অাপনার সাইটা দেখেই এই রকম করতে গেছিলাম । অাপনার সাইটএ একসাথে অনেক Ads দেখ মনে করলাম অামিও দেই কিন্তু অামি এই ধরনের নিয়ম কানুন জানতাম না । ভাবছিলাম বেশী Ads দিলে বেশী earn করা যাবে।

অাপনাদের সকলকে ধন্যবাদ ।

@ Maruf Ahmad …. iframe কোন সফটওয়্যার নয়। এটা সাধারনত আপনি যে সফটওয়্যার দিয়ে ওয়েব সাইট ডেভেলপ্‌ করছেন তাতেই থাকার কথা। আর হ্যাঁ ওয়েব সাইট এর সৌন্দর্য রক্ষার্তে বেশি এক পেইজ এ বেশি এ্যাড্‌ না ইউজ্‌ করাই ভালো।

Link in World ভাই plz iframe সম্পর্কে একটু বিস্তারিত বুঝিয়ে বললে খুব উপকার হত..

আপনি কোন ওয়েব ডিজাইন এর জন্য কোন সফটওয়্যার ইউজ্‌ করেছেন এটা বললে ভালো হত। যায় হোক আপনি ইয়াহুতে আমার সাথে সরাসরি চ্যাট করে এই ব্যাপার এ জেনে নিতে পারেন।
ধন্যবাদ আপনাকে।

আমি Note pad++ and front page ব্যবহার করি।