টেকটিউনস-এ এটাই আমার প্রথম টিউন। তাই টেকটিউনস এর সম্মানিত টিউনার দের সালাম জানিয়ে আমি আমার টিউনটি শুরু করছি। এবং সেই সাথে অভিনন্দন জানাচ্ছি টেকটিউনস এর পরিচালক ও এর র্নিমাতা বৃন্দকে যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে আমরা মাতৃ-ভাষায় প্রযুক্তিকে জানার সুন্দর একটি মাধ্যম পেয়েছি
।
প্রথমেই আমি আমার একটি সমস্যার কথা নিয়ে টিউন করছি।
আমি একজন নতুন Adsense (Google) ব্যবহারকারী । তাই Adsense এর অনেক নিয়ম-কানুন আমার অজানা। আমি যতটুক শিখেছি তাতে আমি New Ads create করে সাইটে Publish করতে পারি।
আমার সমস্যাটি হচ্ছে আমি আমার সাইটের একটি Page -এ ১১টি Ads create করে Publish করেছি কিন্তু পেজটি যখন ভিজিট করা হয় তখন শুধু ৩-৪টি Ads Show করে। আমি এই সমস্যাটি দূর করার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েই শেষ পর্যন্ত টিউন করতে বাধ্য হলাম। তাই কিভাবে আমি সবগুলো Ads কে একি পেজে শো করাতে পারি । এ ব্যপারে আমি টেকটিউনস-এর সম্মানিত বিশেষঙ্গ টেউনারদের মতামত কামনা করছি। আশ করি আপনার এ ব্যপারে অবশ্যই আমাকে সাহায্য করবেন।
আমার সাইটের লিংক: http://mylink.orgfree.com
আমি MARUF AHMAD। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 379 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কোন কিছু বলবার মত নেই।
Adsense ৩/৪ টা ads show করে তবে আপনি iframe use করে অনেক ads show করাতে পারেন । যেহেতু আপনি নতুন programmer.