যখন নতুন কোন সফটওয়্যার এর খুজ পাই তখন ই লোভ সামলাতে না পেরে computer e install করে ফেলি।কিন্তু এমন অনেক সফটওয়্যার আছে যেখানে malware লুকে থাকতে পারে। আমাদের অজান্তে কম্পিউটার এ লুকে থাকে। এসব সফটওয়্যার কম্পিউটার এর জন্য ক্ষতিকর। এসব সফটওয়্যার খুজে বের করার জন্য আপানাকে যেতে হবে- Start থেকে RUN এ গিয়ে লিখতে হবে MRT তারপর enter চাপ দিন। যে window টি আসবে সেখান থেকে next e ক্লিক করতে হবে।তারপর আপনি ৩ টা অপশন পাবেন,সেখানে আপনি চাইলে ফুল কম্পিউটার স্ক্যান করতে পারেন অথবা গুরুত্তপুর্ন ফাইল গুলো।
আসা করি দেখলে সব বুজবেন। যারা জানেন না তাদের জন্য আমার প্রথম টিউন। ভুল হলে ক্ষমা করবেন।উপকার পেলে মন্তব্য করবেন।
N:B- এটা xp তে কাজ করে। অন্য windows এ কাজ করে কিনা আমার জানা নেই। চেষ্টা করে দেখতে পারেন।
আমি sajid85। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Windows 7 a kaj kore na…..