আপনার কম্পিউটার এ malicious software বা malware আছে কিনা দেখে নিন

যখন নতুন কোন সফটওয়্যার এর খুজ পাই তখন ই লোভ সামলাতে না পেরে computer e install করে ফেলি।কিন্তু এমন অনেক সফটওয়্যার আছে যেখানে malware লুকে থাকতে পারে। আমাদের অজান্তে কম্পিউটার এ লুকে থাকে। এসব সফটওয়্যার কম্পিউটার এর জন্য ক্ষতিকর। এসব সফটওয়্যার খুজে বের করার জন্য আপানাকে যেতে হবে- Start থেকে RUN এ গিয়ে লিখতে হবে MRT  তারপর enter চাপ দিন। যে window টি আসবে সেখান থেকে next e ক্লিক করতে হবে।তারপর আপনি ৩ টা অপশন পাবেন,সেখানে আপনি চাইলে ফুল কম্পিউটার স্ক্যান করতে পারেন অথবা গুরুত্তপুর্ন ফাইল গুলো।

আসা করি দেখলে সব বুজবেন। যারা জানেন না তাদের জন্য আমার প্রথম টিউন। ভুল হলে ক্ষমা করবেন।উপকার পেলে মন্তব্য করবেন।

N:B- এটা xp তে কাজ করে। অন্য windows এ কাজ করে কিনা আমার জানা নেই। চেষ্টা করে দেখতে পারেন।

Level 0

আমি sajid85। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Windows 7 a kaj kore na…..

    Level 0

    আপনি ভালো করে চেষ্টা করেন।আসা করি কাজ হবে।

Level 0

Windows 7 eo kaj kore… Thanks…

    Level 0

    মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ

    Windows 7 এ কাজ করে স্টার্ট গিয়ে MRT লিখে Search সব পেয়ে যাবেন |

*আসা করি দেখলে সব বুজবেন*
আসলে আপনি যখন টিউন করেছেন আরো বিস্তারিত ভাবে বুঝিয়ে টিউন করা দরকার ছিল,
আশা করি সামনের টিউন গুলুতে ব্যাপারটা খেয়াল রাখবেন।
টিটিতে আপনাকে স্বাগতম এবং টিউনের জন্য ধন্যবাদ।

    Level 0

    মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Level 0

yap….windows 7

excellent

Level 0

ভাই MRT লিখলেতো কোন কিচু হ্যনা…… আমার উইন্ডোজ এক্সপি

Level 0

কোন পিসি তে যদি MRT কাজ না করে তাহলে নিচের লিংক থেকে MRT download করে setup করে নিন।
http://www.microsoft.com/downloads/en/confirmation.aspx?FamilyId=AD724AE0-E72D-4F54-9AB3-75B8EB148356&displaylang=en&displaylang=en

Level 0

"আশা করি দেখলে সব বুঝবেন",তাহলে দেখান নাই কেন? এত তাড়া করে লিখে যে আপনি টিউনের এবং সাইটটিরও মান নষ্ট করছেন, এটা আপনি জানেন ? আশা করি আপডেট করে দেবেন।

    Level 0

    মন্তব্য করার জন্য ধন্যবাদ। ভাই,এখানে আরো কিছু বলার মত ছিলনা।তাই বলেছি দেখলে বুজবেন।

    Level 0

    কিছু বলার না থাকলেও দেখানোরতো ছিল। আপনি স্ক্রীনশট দিতে পারতেন।

টিটিতে আপনাকে স্বাগতম এবং টিউনের জন্য ধন্যবাদ।

ভাই কাজ হয়। কিন্তু এটা আগে ও ব্যবহার করেছি। তেমন কাজ করে বলে মনে হয় না। এর থেকে MALWAREBITES soft টা অনেক ভাল কাজ করে। সার্চ করে ডাউনলোড করে নিন। উপকার পাবেন আশা করি।

    Level 0

    মন্তব্য করার জন্য ধন্যবাদ। malwarebites সম্পর্কে আমার জানা ছিল। যাদের কাছে এধরনের সফটওয়্যার নাই তারা আসা করি উপকার পাবেন microsoft এর টা দিয়ে।

এখান থেকে MALWAREBYTES ডাউনলোড করে নিন- http://www.malwarebytes.org/

টিটিতে আপনাকে স্বাগতম

amar 7 a kam korce

daron jenes delen re bhai

চরম বিশুদ্ধ টিউন করছেন ভাই এক গোছা ধন্যবাদ

Level 0

চরম বিশুদ্ধ মন্তব্য করার জন্য আপানাকে ও ধন্যবাদ

Level 0

thank you vai………valo kajer jinis

উইন্ডোজ সেভেন এ অ কাজ ক

Windows 7 এ ও কাজ করে MRT command. কিন্তু তেমন কাজের কিছু না। Computer এ malware search করার জন্য malwarebytes (http://www.malwarebytes.org) অনেক বেশী উপযোগী টুল।