*****এক উইন্ডোজে একাধিক ডেক্সটপ *****এখন থেকে কম্পিউটার ব্যাবহার করুন আরো সহজ ও সুন্দর ভাবে

আমরা সাধারণত ডেক্সটপে বিভিন্ন প্রোগ্রাম এর শর্টকাট এবং বিভিন্ন ফাইল রেখে থাকি । ফলে আমাদের ডেক্সটপ কিছুদিনের মধ্যে প্রোগ্রাম ও ফাইল দ্বারা গিজগিজ করতে থাকে । যদি কেমন হত যে একটি ডেক্সটপ কেবল গান শুনা,ছবি দেখার জন্য সকল মাল্টিমিডিয়া সফটওয়্যার(শর্টকাট)থাকবে আবার আরেকটি ডেক্সটপ এ আমাদের অফিসিয়াল কাজকর্মের সফটওয়্যার থাকবে ,আরেকটি ডেক্সটপ এর মধ্যে কেবল গেম থাকবে এরুপ বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ডেক্সটপ থাকলে কেমন হত.........

এরকম একটি ডেক্সটপ এর মধ্যে একাধিক ডেক্সটপ থাকার প্রজুক্তিকে ভার্চুয়াল ডেক্সটপ বলে । ভার্চুয়াল ডেক্সটপ প্রজুক্তি সম্পন্ন সফটওয়্যার অনেক আছে তবে তার মধ্যে dexpot সফটওয়্যারেই সবচেয়ে ভাল । তাই আজকে আমরা dexpot হাত ধরে গুরে আসব ভার্চুয়াল ডেক্সটপ এর জগৎ থেকে .........

তবে এর আগে দেখে আসি ভার্চুয়াল ডেক্সটপ এর জগৎ এ Dexpot কেন রাজা

  • এর মাধ্যমে ২০ টি ভার্চুয়াল ডেক্সটপ তৈরি করা যায় এবং খুব সহজেই সুইচ করা যায় ।
  • প্রত্যেক ডেক্সটপের স্বতন্ত্র নাম ,আইকন ,ফাইলস ,শর্টকাটস,ওয়ালপেপার ,স্ক্রীন রেজোলিউশান ,রানিং অ্যাপ্লিকেশান উইন্ডোজ এর transparency , ইত্তাদি এর ব্যাবস্থা রয়েছে ।
  • এই সফটওয়্যার এর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো যা আমার কাছে সবচেয়ে প্রিয় তা হলো full-screen preview ও windows catalogue (নিচে এ নিয়ে আলোচনা করা হয়েছে)।
  • এছাড়া রয়েছে আরো আরো সুবিধা যা অন্য  গুলোর মধ্যে নেই।

প্রথমে  চলুন dexpot কে একটু পরখ  করে নেই   ............

#প্রথমে এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করি এবং ইন্সটল করি ।

#এবার ডেক্সটপ ম্যানেজার ওপেন করি ।

#এখন আমাদের ইন্টারনেট এ ব্যবহৃত সফটওয়্যার গুলো সিলেক্ট করে ডেক্সটপ ২ এ ছেরে দেই অর্থাৎ ড্রাগ অ্যান্ড ড্রপ করি

#এভাবে আমরা আমাদের গেম ও মাল্টিমিডিয়া সফটওয়্যার গুলি যথাক্রমে ডেক্সটপ ৩ ও ডেক্সটপ ৪ এ ড্রাগ অ্যান্ড ড্রপ করি

@@আপনাদের বুঝতে অসুবিধা হলে এ ভিডিও টা  দেখুন ।

***গোছাগাছি তো হয়ে গেল এবার চলুন সাজগোজ করি ***

#প্রথমে configure desktop এ যাই

#এখান থেকে আপনি প্রতিটি ডেক্সটপ এর জন্য নাম,resolution,ম্যানেজার আইকন ইত্তাদি পরিবর্তন করতে পারবেন ।

#এবার প্রতিটি ডেক্সটপ এর ব্যাকগ্রাউন্ড এর জন্য আলাদা আলাদা ওয়ালপেপার দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড ট্যাব এ ক্লিক করুন ।

#এখান থেকে খুব সহজেই আপনি প্রতিটি ডেক্সটপ এর জন্য আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন ।

***চলুন দেখি এবার Dexpot এর সৌন্দর্য ***

#এখন full screen preview তে ক্লিক করুন এবং দেখুন মজা

#এখন আপনি যে ভার্চুয়াল ডেক্সটপ এ যেতে চান তার উপর খালি ক্লিক করুন।

## প্রাথমিকভাবে dexpot এ ডিফল্ট ভাবে ৪ টি ভার্চুয়াল ডেক্সটপ রয়েছে ,আপনি ইচ্ছে করলে তা বাড়িয়ে ২০ টি পর্যন্ত করতে পারেন। নিচে তা চিত্রের মাধ্যমে দেখানো হলো

##অনেক সময় এরকম হতে পারে যে ডেক্সটপ ১ এ একটি প্রোগ্রাম /সফটওয়্যার রান করছে কিন্তু তা আপনার দরকার ডেক্সটপ ২ তে তখন কি করবেন চলুন তা দেখিনি

আজ এই পর্যন্ত , dexpot এর অনেকগুলো ফিচার থেকে উল্লেখযোগ্য গুলো তুলে ধরার চেষ্টা করলাম ।

টিউনটি আপনাদের কাছে কিরকম লাগলো তা জানাতে ভুলবেননা কিন্তু..........................................

Level 0

আমি faruq100। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 350 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    হুম , ব্যাবহার করে দেখুন আরো দারুন লাগবে……।

Level 0

জোসসসসসস……….

উবুন্টুতে এইগুলান ডিফল্ট ভাবেই আছে 🙂

    উইন্ডোজ ৮ এ ভার্চুয়াল ডেক্সটপ আছে !!!!!!!!!!!!!!!

    Level 0

    উবুন্টুর পুরোনো ভার্সনে (8.10-9.10) ১৫*১৫=২২৫ টা ডেস্কটপ দেওয়া যায়।

ভাই অনেক কষ্ট করলেন।ধন্যবাদ।

    ভাইয়া আপনার কাজে আসলে আমার কষ্ট সার্থক হবে !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Level 0

ডাউনলোড লিঙ্ক কই? আমি পাইতেসি না। এক্তু কস্ত করে দিবেন?

Level New

জাক্কাস হয়েছে। আপনার কষ্টের ফলটা আমার প্রিয়তে রেখে দিলাম। তবে ধন্যবাদ না দিলে হয় না। এর জন্য আনলিমিটেড ধন্যবাদ।

অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ।

এটা কি win 7 এ কাজ করে নাকি শুধু xp এর জন্য ?

Level 2

মোটামুটি

খুব খুব ভাল হইসে…।।
প্রিয় তে রাখলাম।
http://emraan—hashmi.blogspot.com/

    প্রিয় তে রাখার জন্য আপনাকে ধন্যবাদ ……………………………

Arrange by(win xp) অথবা Sort by(win 7) করলে তো সব আগের মত হয়ে যাচ্ছে:( । উপায়?

ভালোই হইসে টিউনটা… কিন্ত র‍্যাম যে গিজগিজ করে… 🙁

    তাড়াতাড়ি সিস্টেম আপগ্রেড করুন।

    উইন্ডোজ ৮ আসলে কি করবেন !!!!!!!!!!!!!!!!!!!!!!!

    আর আপনাকে ধন্যবাদ কমেন্টস এর জন্য ………………………………

অনেক সুন্দর টিউন,
ধন্যবাদ টিউনের জন্য।

pc slow হবে না তো। আমার র‍্যাম ০১ জিবি প্রোসেসর ২.৫ গিগা হার্জ। জানালে খুশি হব। ধন্যবাদ…

    নারে ভাই pc slow হবে না , নিশ্চিন্তে ব্যাবহার করুন !!!!!!!!!!!!!!!!!!!!!!!!

বোকা ছেলে কবে থেকে সোজা হলা। ধন্যবাদ…………………………………১০০% ।

ফাটাফটি টিউন 😀

ধন্যবাদ ভাই, সুন্দর