এখন ফোল্ডার আইকোন বাদ দিয়ে আপনার ছবি আইকোন হিসাবে ব্যবহার করুন

প্রথমে আপনার ছবি বাছাই করুন এর পর আপনার ছবিটি পেইন্ট এর মাধ্যমে আপনার ছবি দিন ছবিটি থাকবে bmp Format করে Save করুন এর পর ছবিটি কাট/কপি করে C: Drive>Windows> System32> Past করুন এবার আপনি নতুন ফোল্ডার করে কার Properties> Customize>Change logo>   Browser>এখন আপনার ছবি যে নাম দিয়ে ছিলেন সেটা খুজুন এবং সিলেক্ট করে Ok>Apply> ok এবার দেখুন আপনার ছবি আইকন হয়ে গেছে। ধন্যবাদ ভালথাকবেন । আর আমার জন্য দোয়া করবেন। ভাল লাগলে কমেন্ট করবেন। আল্লাহাফেজ।

Level 0

আমি মোঃ আবুল বাশার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 318 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ধন্যবাদ শেয়ার করার জন্য। খুব ভাল হয়েছে।

Level 0

জটিল হইছে।ধন্যবাদ শেয়ার করার জন্য।

ভাল টিউন।এই ধরনের ছোটখাট টিউনগুলোর জন্য বিভাগ হিসেবে টিপস এন্ড ট্রিকস না দিয়ে মাইক্রোটিউন বিভাগ দিন।

    নিশাচর নাইম ভাই, পরামর্শ দেয়ার জন্য ধন্যবাদ

Level 0

বাশার ভাই, আমি বাছাই করে পিন্ট অপশনে গেলে xps ফরমটে ছবি আসে (অন্য কোন ফরমেট আসে না) ,কিভাবে bmp ফরমটে ছবি সেভ করব তা অনুগ্রহ করে জানাবেন।

Level 0

Thank you apnar sundor post ar joono. Sorry vai eng. lekhar jono ami Ovi suite diye net chalai kinto ajke win 7 x86 setup deyar por ovi suite diye net connect korte gele bole "Modem may be used by another application…" keu ki akto sahajo korte parben kibhabe thik korbo. Ar age aro kor ar hoyni . Ami ovi suite uninstall o reinstall kore dekhisi modem driver o reinstall koresi kintu kisui hosena doy kore keu akto sahajo korben pls.

ছোট তবে কাজের টিউন। ধন্যবাদ বাশার ভাই।

good

Level 0

ধন্যবাদ।আপনার টিউন কে সেরা মাইক্র টিউন হিসেবে পুরষ্কার দেয়া হলো।এই নিন।হাহাহা

Level 0

আমার কাজ হচ্ছে না। একটু সাহায্য করবেন?

Win 7, 32bit,
.BMP করে pest করেছি তবুও list এ পাচ্ছিনা।

ভাল টিপস,
ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 0

valo laglo-tobe My coputer ar icon chance kora jabe ki

Level 0

বাশার ভাই, ধন্যবাদ টিউনের জন্য

Level 0

আমার যতটুকু মনে আছে তাতে মনে হয় এর আগেও এইরকম একটা পোস্ট লেখা হইছে। তারপরও বলব সুন্দর হইছে।

Level 2

আপনার স্বপ্ন পূরনে ই-কমার্স বিজনেস Luxury-Ventures এখন বাংলাদেশে মাসে
12,000$ হাজার ডলার আয় করুন
More Details Visit
http://bdlvcinfo.blogspot.com/

আমাকে উস্যাহিত করার জন্য আপনাদের ও ধন্যবাদ

Level 2

ধন্যবাদ শেয়ার করার জন্য।

ব্রাউজার থেকে ছবি খুছেঁ পাইনা ।সমস্যাটা কি ?

    এন জন্য আপনি একটা সহজ বুদ্ধি দেখতে পারেন তাতে হয় কিনা দেখেন না হলেও যানান। আপনি ছবি টা Save করার সময় আপনার নাম দিয়ে Save করুন এবং খেয়াল রাখুন bmp Format এ Save করতে হবে। তার পর আগের নিয়মে System32 এ পেষ্ট করে ব্রাউজার এ গিয়ে File Name এর জাগায় আপনার দেয়া নামটা লিখুন এবার দেখুন নিচে আপনার নাম টা শো করেছে সেই নাম টা সিলেক্ট করে ওপেন করুন এবং পরের ধাপ গুলো অনুসরন করুন। ধন্যবাদ

চমৎকার..! 🙂

Level 0

মাইক্র টিউন হিসেবে অসাধারন, ধন্যবাদ।

Level 0

অনেক অনেক ধন্যবাদ।

Level 0

Moja, ami ei jinish ta chinta korechhilam, je pic die folder icon dea gele khub bhalo hoto, ekhon dekhi thik e possible, onnek thnx bro amar shopno ta shofol krar jonno,lol oshonkho thnx shundor tune tar jonno

    হুম আপনার স্বপ্ন সত্যি করতে পরে আমিও ধন্য। ভাল থাকবেন।

Level 0

অসাধারণ! ধন্যবাদ শেয়ার করার জন্য।

ভাই ছবি ফাটবেনা তো?

    সেটা আপনার ছবির উপর নির্ভর করবে। ধন্যবাদ ভাল থাকবেন।