শুক্রবারের উপহার টাস্ক ম্যানেজারকে ফিরিয়ে আনুন!!!

অনেকদিন ধরে একটা সমস্যায় ভুগছিলাম! যার কোন প্রতিকার আমি পাচ্ছিলাম না। কাল রাতে সমস্যা টার সমাধান পেলাম গুগোল কাকার কাছ থেকে। ভাবলাম আমার মত বিপদে যদি কেউ পড়ে থাকেন তাহলে তার অবশ্যই কাজে লাগবে। তো আর না কথা বলে কাজের কথায় আসি। সমস্যা টার নাম হল-Task Manager Has Been Disable By Your Administrator.

ভাইরাসের কারণে অনেক সময় আমাদের কম্পিউটারের টাস্ক ম্যানেজার Disable হয়ে যায়। ফলে টাস্ক চালু করতে গেলে Task Manager Has Been Disable By Your Administrator বার্তা প্রদর্শন করে। বিভিন্ন ভাবে টাস্ক ম্যানেজার Enable করতে পারেন। সব পদ্ধতি গুলোর মধ্যে সবচেয়ে সোজা পদ্ধতিটি দুটি আমি আপনাদের কাছে উপস্থাপন করলাম:

পদ্ধতি ১:

১. প্রথমে একটি নোটপ্যাড ওপেন করুন।
২. নিচের কোডগুলো কপিপেস্ট করুন।
৩. Windows Registry Editor Version 5.00
[HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System]
“DisableTaskMgr”=dword:00000000
৪. এবার এই ফাইলটিকে TME.reg নামে সেভ করুন।
৫. সেভ করা হয়ে গেলে TME.reg ফাইল টি চালু করুন।

আপনার টাস্ক ম্যানেজার সক্রিয় হয়ে গেছে।

পদ্ধতি ২:

১. Start> Run.
২. gpedit.msc লিখে ok করুন।
৩. এবার User Configuration>
৪. Administrative Templates>
৫. System> Ctrl+Alt+Del Options থেকে Remove Task Manager এর উপরে মাউস রেখে ডাবল ক্লিক কুন।
৬. এবার Disable অথবা Not Configure অপশন সিলেক্ট করে ওকে করুন।
৭. দেখুন টাস্ক ম্যানেজার সক্রিয় হয়ে গেছে।

পোস্টটি প্রথম এখানে প্রকাশিত। আর ভাল লাগলে আমার ফেসবুক পেজে একটা লাইক ভোট দিয়েন।

Level 3

আমি সুমন হালদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 356 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

thanks vaia, ami kisudin holo ai problem a vugsilam.but aaj ker tune a smadhan pelam.

Level 0

ভাই আমি একটা সমস্যায় পরছি।কয়েকটা ফাইল একসাথে কপি করে এক ড্রাইভ থেকে আরেক ড্রাইভ এ পেস্ট করতে গেলে উইন্ডোজ এক্সপ্লোরার বন্ধ হয়ে যায়। ভাবসিলাম ভাইরাস।পিসি সেটাপ দিসি।অ্যান্টিভাইরাস ও আসে অরিজিনাল। এখন প্রব্লেমটা কি সেটাই বুজতেসি না।কেউ যদি সমাধান দিতেন।

Level 0

control penel theke sftwr uninstall korte parchi na.plz help me.

আরে ভাই আরো আগে বলেন নাই কেন?
আমি ত এই সমস্যায় ২ মাস ধরে ভুগতেছি।
আমার খুব কাজে লাগছে।
অগণিত ধন্যবাদ।

কাজের টিউন