ব্যান্ড হওয়া এডসেন্স পাবলিশারদের পুনরায় এডসেন্স একাউন্ট খুলার কিছু টিপস্‌

বহুদিন পর আজ লিখতে বসেছি। সবাই কেমন আছেন? নিশ্চই ভাল আছেন। আমিও ভালই আছি। যাই হোক, কথা না বাড়িয়ে আমি আমার আজকের লেখা শুরু করছি।

গত ২৬ শে মার্চ ২০১১- রাতটি বাংলাদেশের এডসেন্স ধারীদের জন্য ছিল একটি কালো রাত। ঐ রাতে আমার জানা মতে প্রায় ১০০+ এডসেন্স এর একাউন্ট ব্যান্ড হয়। আমার নিজের-ও একটা একাউন্ট ব্যান্ড হয় প্রায় আমার ৯৭২+ ডলার সহ। যার ভিতর ৪২৬ ডলারের চেক পরবর্তি মাসে ৩ তারিখে (০৩ এপ্রিল ২০১১) চেক পাই। সবমিলিয়ে প্রায় আমার ৫০০+ ডলার ধরা খাই। পরবর্তিতে আমি দুই-দুইটা একাউন্ট পাই। প্রথমটি পাই ০২ এপ্রিল এবং দ্বিতীয়টি পাই ০৮ এপ্রিল এ। কিন্তু সেই একাউন্ট গুলো দুই/একদিন যেতে না যেতেই আবার ব্যান্ড হয়ে যায়।

ব্যান্ড হবার কারন দেখায় যে- "এই নামে আরো একটি একাউন্ট আছে যেটা নাকি এডসেন্স এর ট্রামস্‌ এন্ড কন্ডিশন বিরোধিতা করায় ব্যান্ড হয়েছে। তাই বর্তমান একাউন্টিও ব্যান্ড করা হল।"

এখন কথা হল নতুন একাউন্ট ব্যান্ড হলে কিভাবে পুনরায় এডসেন্স এ আবেদন করতে হবে এবং যেটা কিনা টিকে থাকবে ঠিক প্রথমটার মত।

প্রথমেই আমি ধন্যবাদ জানাই আমাদের সবার পরিচিত শকিল ভাইকে, তার কিছু উপদেশ ও আমার প্ররিশ্রমের মাধ্যমে আমি আমার ৩য় এডসেন্স টি টিকাতে পেরেছি। এখন আমি আমার সেই সব টিপস্‌ গুলো আপনাদের সবার সাথে শেয়ার করব।

এডসেন্সে-এ এপ্লাই করার আগে যেই সব দিকগুলো খেয়াল রাখবেন তা হলঃ

  • প্রথমেই নতুন করে ওপারেটিং সিস্টেমটি (উইন্ডোজ) রি-ইনিস্টল করে নিন।
  • আই.পিঃ পারলে আপনি আপনার আই.পি. নাম্বারটি চেঞ্জ করে নিন। না পারলে তেমন সমস্যা হবে না। আমি নিজেও করি নাই। তবে ওভার কনফিডেন্ট এর জন্য করতে পারেন।
  • নামঃ অনেকে বলে এক নামে একাধিক একাউন্ট করা যায় না। আসলে কথাটা একদম ভুল। কারন পৃথিবীতে একই নামে লাখ লাখ লোক আছে। তাই নামে কোন সমস্যা নাই আপনি নিশ্চিন্তায় আপনার আগের নাম ব্যবহার করতে পারবেন।
  • ঠিকানাঃ অবশ্যই ঠিকানা পরিবর্তন করে দিবেন। আগে যেই ঠিকানা ব্যবহার করেছেন সেই ঠিকানা না ব্যবহার করাই উত্তম হবে। একদম নিরুপায় হলে আগের টার সাথে ঠিকানার আগ-পিছ করে পরিবর্তন করে নিন। যেমনঃ প্রমটায় ছিল এইরকম (১৫/৭ যাত্রাবাড়ি, ডেমরা, ঢাকা) নতুন করে এইভাবে দিতে পারেন (যাত্রাবাড়ি ১৫/৭, ডেমরা, ঢাকা) এই ভাবে কিছুটা পরিবর্তন করে দিন।
  • মোবাই নাম্বারঃ অব্যশই মোবাইল নাম্বার পরিবর্তন করে দিবেন।
  • ব্রাউজারঃ অবশ্যই আপনি আপনার সকল ব্রাউজার রি-ইনিস্টল করে নিন। পোর্টেবল ব্রাউজার থাকলে তার সকল ক্যাশ ও কুকিজ ডিলিট করে নিন।
  • পুরাতন সাইটে এডস্‌ ব্যবহারঃ আপনি আপনার সকল পুরাতন সাইটে এডসেন্স এর এডস্‌ ব্যবহার করতে পারবেন। তবে আপনার যেই সাইটে এডসেন্স সরাসরি সাইট ব্যান্ড করে দিছে সেটাতে ব্যবহার করবেন না।

লেখাটি প্রথম আমার বাংলা http://earntricks.com/ ব্লগে প্রকাশিত হয়েছে

Level 0

আমি ব্লগার মাসুদুর রশীদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 189 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্লগিং করছি সেই ২০০৮ থেকে। বর্তমানে ডেভসটিম এর কো-ফাউন্ডার ও সি.এফ.ও পদে কর্মরত আছি। বাংলা ব্লগিংয়ের প্রতি অসম্ভব ভালবাসা থেকেই আর্ন ট্রিক্স.কম ব্লগটি তৈরী করা। আর্ন ট্রিক্স ব্লগের প্রধান উদ্দেশ্য হল, সবার মাঝে ওয়েব এন্টারপ্রিনারশিপ মনোভাব তৈরী করা ও নতুনদের সঠিক গাইডলাইন দেওয়া। আমাকে ফেসবুকে পাবেন এখানে । টুইটারে অনুসরণ...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চরম টিউন হইছে-রে মাসুদ।
আসলে এই ব্যাপার টা খুবই সংবেদনশীল।
ধন্যবাদ শেয়ার করার জন্য।

    আসলেই ব্যাপারটা সংবেদনশীল। যারা এই ঝামেলায় পড়ছে তারা যানে যে এডসেন্স কি?

কিছু প্রশ্ন ছিল, যেমনঃ-

১। আগের ইমেল আইডি দিয়ে করা যাবে কিনা?
২। ব্যাংক একাউন্ট আগেরটা ব্যবহার করা যাবে কিনা?
৩। আপনি বলেছেন আপনি আপনার তৃতীয় একাউন্টটি বাঁচাতে পেরেছেন। প্রশ্ন হলো কোথায় গিয়ে আবাদেন করতে হবে পুরানো একাউন্টের জন্য আবাদেন করতে হলে? দয়া করে লিংকটির ঠিকানা দেবেন।

আর শেষে আপনাকে ধন্যবাদ সুন্দর টিউনটি করার জন্য।

    ধন্যবাদ ভাই আপনার মতামতের জন্য। আমি আপনার প্রশ্ন দেখে কিছুটা হতাশ
    উত্তরঃ
    ১. না। নতুন মেইল একাউন্ট করতে হবে।
    ২. হ্যা আগের ব্যাংক একাউন্ট-ই ব্যবহার করতে পারবেন।
    ৩. কোথায় গিয়ে আবেদন করতে হবে এই প্রশ্নেই আমি হতাশ। ভাই একাউন্ট করার জন্য আপনাকে adsense.com এ গিয়ে পুনরায় একাউন্ট করতে হবে। তবে তার আগে চেক করে নিবেন যে উপরের উল্লেখিত শর্ত গুলো যেন ফুল ফিল হয়।

Thanks…………………………………………………
Very useful.

ভাই ব্যান্ড না ব্যান হবে। খুবই কাজের টিউন। সবার কাজে লাগবে। প্রিয়তে রাখলাম।

    Level 0

    আমারো একি প্রশ্ন।আমার করার আগে আপনি করে ফেল্লেন।হাহাহা।

    Bann. Banned.

    ব্যান, ব্যান্ড।হিহিহি।

    ধন্যবাদ ভুলটি সুধরে দেবার জন্য।

Level 0

ভাইরে…।আমার দুঃখের কথা আর কি বল্বো।২বছর এর পুরানো অ্যাকাউন্ট বন্ধ করে দিল,এই মাসে।খুব কষ্ট পাইসি।কারন ৯৫$ ছিলো।এর পর আরো ২টা অ্যাকাউন্ট খুল্লাম।কোনো লাভ হল না।আপনার মতই যথারিতি বন্ধ করে দিল।

    উপরুক্ত নিয়ম নীতি মেনে একাউন্ট খুলুন আশা করি আবার একাউন্ট পেয়ে যাবেন

Level 0

……… এখন কি নতুন একাউন্ট খুলতে হলে top level domain লাগে??? ব্লগস্পট দিয়ে হবে না??

    Level 0

    না।আমার টা Approve করেনি।

    টপ লেভেল ডোমিন হলে ভাল হয়। তবে যে ব্লগস্পটে একদমই দেয় না এ কথাটা ভুল। অনেক ভাল মানের ব্লগ হলে পেয়ে যেতে পারেন এডসেন্স একাউন্ট।

    আমার এই ব্লগ তা করবে??? http://www.easiest-online-earn.blogspot.com

কেউ গুগল এডসেন্স একাউন্ট চাইলে এই নাম্বারে যোগাযোগ করুন ….8801922296369

    আসল ব্যাপার টা আপনিই বলুন তবে @ BUY

    আসল ব্যাপারটা কি ভাই তাহলে? দয়াকরে সবার সাথে শেয়ার করুন।

সুন্দর হইছে। ভাই আপনি ডেমরায় কই থাকেন?

আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভাল আছেন।
আমি একজন নতুন ব্লগার। আমি আমার ব্লগা এ গুগল অ্যাডসেন্স ব্যাবহার করতে, গুগল এর কাছে আবেদন করলেন সেটা হচ্চে না. আমার মেল ১টা মেল করছে. কারো জানা থাকলে একটু হেলপ করেবন।
all4freeedownload.blogspot.com