বহুদিন পর আজ লিখতে বসেছি। সবাই কেমন আছেন? নিশ্চই ভাল আছেন। আমিও ভালই আছি। যাই হোক, কথা না বাড়িয়ে আমি আমার আজকের লেখা শুরু করছি।
গত ২৬ শে মার্চ ২০১১- রাতটি বাংলাদেশের এডসেন্স ধারীদের জন্য ছিল একটি কালো রাত। ঐ রাতে আমার জানা মতে প্রায় ১০০+ এডসেন্স এর একাউন্ট ব্যান্ড হয়। আমার নিজের-ও একটা একাউন্ট ব্যান্ড হয় প্রায় আমার ৯৭২+ ডলার সহ। যার ভিতর ৪২৬ ডলারের চেক পরবর্তি মাসে ৩ তারিখে (০৩ এপ্রিল ২০১১) চেক পাই। সবমিলিয়ে প্রায় আমার ৫০০+ ডলার ধরা খাই। পরবর্তিতে আমি দুই-দুইটা একাউন্ট পাই। প্রথমটি পাই ০২ এপ্রিল এবং দ্বিতীয়টি পাই ০৮ এপ্রিল এ। কিন্তু সেই একাউন্ট গুলো দুই/একদিন যেতে না যেতেই আবার ব্যান্ড হয়ে যায়।
ব্যান্ড হবার কারন দেখায় যে- "এই নামে আরো একটি একাউন্ট আছে যেটা নাকি এডসেন্স এর ট্রামস্ এন্ড কন্ডিশন বিরোধিতা করায় ব্যান্ড হয়েছে। তাই বর্তমান একাউন্টিও ব্যান্ড করা হল।"
এখন কথা হল নতুন একাউন্ট ব্যান্ড হলে কিভাবে পুনরায় এডসেন্স এ আবেদন করতে হবে এবং যেটা কিনা টিকে থাকবে ঠিক প্রথমটার মত।
প্রথমেই আমি ধন্যবাদ জানাই আমাদের সবার পরিচিত শকিল ভাইকে, তার কিছু উপদেশ ও আমার প্ররিশ্রমের মাধ্যমে আমি আমার ৩য় এডসেন্স টি টিকাতে পেরেছি। এখন আমি আমার সেই সব টিপস্ গুলো আপনাদের সবার সাথে শেয়ার করব।
এডসেন্সে-এ এপ্লাই করার আগে যেই সব দিকগুলো খেয়াল রাখবেন তা হলঃ
লেখাটি প্রথম আমার বাংলা http://earntricks.com/ ব্লগে প্রকাশিত হয়েছে
আমি ব্লগার মাসুদুর রশীদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 189 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্লগিং করছি সেই ২০০৮ থেকে। বর্তমানে ডেভসটিম এর কো-ফাউন্ডার ও সি.এফ.ও পদে কর্মরত আছি। বাংলা ব্লগিংয়ের প্রতি অসম্ভব ভালবাসা থেকেই আর্ন ট্রিক্স.কম ব্লগটি তৈরী করা। আর্ন ট্রিক্স ব্লগের প্রধান উদ্দেশ্য হল, সবার মাঝে ওয়েব এন্টারপ্রিনারশিপ মনোভাব তৈরী করা ও নতুনদের সঠিক গাইডলাইন দেওয়া। আমাকে ফেসবুকে পাবেন এখানে । টুইটারে অনুসরণ...
চরম টিউন হইছে-রে মাসুদ।
আসলে এই ব্যাপার টা খুবই সংবেদনশীল।
ধন্যবাদ শেয়ার করার জন্য।