হোয়াটসঅ্যাপ এর যাত্রার পর থেকেই এটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে থাকে। এমনকি, অন্যান্য ম্যাসেজিং অ্যাপ বাদ দিয়ে হোয়াটসঅ্যাপ-ই মানুষের ডিফল্ট মেসেজিং অ্যাপে পরিণত হয়েছে। পরস্পরের যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপকে একটি সহজ উপায় ও বলা যায়। Whatsapp-এ রয়েছে সহজ ইউজার ইন্টারফেস এবং end-to-end এনক্রিপশন সিস্টেম, যার মাধ্যমে তথ্যের গোপনীয়তা রক্ষা পায়। তবে এতো এতো সুবিধার পরেও, অন্যান্য সকল প্রযুক্তির মতই হোয়াটসঅ্যাপেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে।
হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ করতে হলে, অবশ্যই সেই ব্যক্তির মোবাইল নাম্বার নিজের ফোনের Contact List এ সেভ করতে হয়। স্বাভাবিকভাবে আমরা যখন কোন একজন ব্যক্তিকে হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ করি, তখন তার মোবাইল নম্বর আমাদের ফোনে সংরক্ষণ করি। এক্ষেত্রে এই বিষয়টি আমাদের কাছে অতটা বিরক্তিকর কিংবা ঝামেলা মনে হয় না। কিন্তু, আপনার ক্ষেত্রে এই পরিস্থিতি ভিন্নও হতে পারে। আমাদের অনেক সময় বেশ কয়েকটি নম্বরে ধারাবাহিকভাবে মেসেজ পাঠানোর প্রয়োজন হয়। এক্ষেত্রে সেসব নাম্বারগুলো ধারাবাহিকভাবে কন্টাক লিস্টে সংরক্ষণ করা অনেক সময়সাপেক্ষ ব্যাপার।
হোয়াটসঅ্যাপে কারো সাথে চ্যাটিং করার জন্য তার মোবাইল নম্বর সংরক্ষণ করার সমস্যাটি নিয়ে হোয়াটসঅ্যাপ পরবর্তীতে কাজ করেছে। তারা এই সমস্যাটির সমাধান নিয়ে এসেছে এবং এটিকে বলা হয় "ক্লিক টু চ্যাট"। হোয়াটস্যাপ এর এই "ক্লিক টু চ্যাট" ফিচারটির মাধ্যমে, কারো নাম্বার ফোনে সংরক্ষণ না করেই তার কাছে মেসেজ বা চ্যাটিং করা যায়। এই ফিচারটি সে সব লোকদের জন্য অনেক বেশি উপকারী, যাদের অনেক লোকের সাথে মেসেজিং করতে হয়। বিশেষ করে, বিভিন্ন মার্কেটিং এর সাথে জড়িত লোকজন, সামাজিক কর্মী অথবা এই জাতীয় লোকদের জন্য, যারা চান যে লোকেরা তাদের সাথে খুব সহজে যোগাযোগ করুক। এক্ষেত্রে কেউ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চাইলে, তাকে নাম্বার শেয়ার করার প্রয়োজন পড়ে না।
এজন্য আপনি শুধুমাত্র একটি লিংক তৈরি করে সেটি সোশ্যাল মিডিয়াতে Post করলেই হবে। আর কেউ যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আপনার সাথে যোগাযোগ করতে চায়, তাহলে সেই লিংক এ ক্লিক করে সহজেই এটি করতে পারবে। আপনারও যদি এরকমভাবে অনেক কাস্টমার কিংবা ব্যক্তির মাঝে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করার প্রয়োজন পড়ে, তবে আপনি এই পদ্ধতি বেছে নিতে পারেন। আপনি আপনার ফোন নাম্বারের জন্য একটি হোয়াটসঅ্যাপ লিংক তৈরি করতে পারেন এবং সেটি তাদের মাঝে শেয়ার করতে পারেন। যেসব সাইট গুলো থেকে কেউ আপনার সাথে যোগাযোগ করবে।
আজকে আমি কয়েকটি ওয়েবসাইটের তালিকা তৈরি করেছি, যেটি হোয়াটসঅ্যাপে কারো নাম্বার সংরক্ষণ না করে ক্লিক টু চ্যাটকে সহজ করে তোলে। এছাড়াও, এসব ওয়েবসাইটের মাধ্যমে আপনার মোবাইলে অসংরক্ষিত নম্বরগুলোতে Whatsapp থেকে সরাসরি মেসেজ পাঠানোর পাশাপাশি কাস্টমাইজ মেসেজ ও তৈরি করতে পারবেন। এই ফিচারটি তখনই কাজে লাগে, যখন আপনাকে একই জিনিস অনেক লোকের কাছে পাঠানোর প্রয়োজন পড়ে এবং যাদের নাম্বার আপনার ফোনের সংরক্ষিত নেই।
আজকের এই টিউনে ৫ টি ওয়েবসাইট নিয়ে আলোচনা করা হয়েছে, যেগুলোর মাধ্যমে আপনি কোন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর মোবাইল নাম্বার সেভ না করেই তাকে সরাসরি মেসেজ করতে পারবেন। এক্ষেত্রে সেই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর ফোন নাম্বার মোবাইলে সংরক্ষণ করতে হবে না।
Chat API হল একটি বিনামূল্যের হোয়াটসঅ্যাপ লিংক জেনারেটর ওয়েবসাইট। এই ওয়েবসাইটটি আপনার জন্য একটি হোয়াটসঅ্যাপ মেসেজ লিংক তৈরি করে, যাতে আপনার কাস্টমাইজ করা মেসেজটি থাকে এবং অপরপ্রান্তের ব্যক্তির WhatsApp নাম্বার থাকে। কোন ব্যক্তির মোবাইল নাম্বার আপনার ফোনে সেভ না করে; তাকে হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ করার জন্য, এখানে আপনাকে শুধু তার ফোন নাম্বার লিখতে হবে। এছাড়া আপনি যদি তাকে নির্দিষ্ট মেসেজ পাঠাতে চান, তাহলে এখানে টেক্সট মেসেজ টাইপ করার ও অপশন আছে। যেখানে আপনি আপনার ইচ্ছামত কথা লিখতে পারেন।
তারপর এখানে থাকা "Create link" বাটনে ক্লিক করুন এবং তখন ওয়েবসাইটটি আপনার জন্য নিচে একটি লিঙ্ক তৈরি করবে। এবার সেই লিংক এ ক্লিক করলে, আপনার লিখিত নাম্বারটিতে কাস্টমাইজড মেসেজ পাঠানো হবে। আপনাকে যদি একাধিক ব্যক্তি বা অনেক ব্যক্তিকে একই মেসেজ পাঠানোর দরকার পড়ে এবং তাদের ফোন নাম্বার আপনি যদি সংরক্ষণ করতে না চান, তাহলে এখানে আপনার সেই নির্দিষ্ট টেক্সট টি লিখে শুধু নাম্বার পরিবর্তন করে দিলেই হবে। তবে, আপনাকে অবশ্যই কান্ট্রি কোডসহ নাম্বার লিখতে হবে।
আর আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপের লিংক তৈরি করতে চান, তাহলে সেই লিংকটি কে শর্ট করে নিতে পারেন। কেননা, এখানে তৈরি হওয়া লিংকটির দৈর্ঘ্য অনেক বেশি এবং অনেক Details যুক্ত হয়। যেখানে লিংক এর মাঝে আপনার মোবাইল নাম্বার খুঁজে পাওয়া যাবে। তাই, সোশ্যাল মিডিয়ায় কিংবা অন্যান্য প্লাটফর্মে আপনার লিংক শেয়ার করার আগে, সেটিকে Link Shortner দিয়ে ছোট করে নিতে পারেন।
অফিসিয়াল ওয়েবসাইট @ Chat API
Walink হলো আরো একটি ফ্রি হোয়াটসঅ্যাপ লিংক জেনারেটর ওয়েবসাইট। যে ওয়েবসাইটটি আপনাকে অপরপ্রান্তের রিসিভারের ব্যক্তির ফোন নাম্বার সেভ না করেই হোয়াটসঅ্যাপে টেক্সট মেসেজ পাঠাতে সাহায্য করবে। এই ওয়েবসাইটে প্রবেশ করে, অপরপ্রান্তের ব্যক্তির মোবাইল নাম্বারের কান্ট্রি কোড সিলেক্ট করে তার নাম্বারটি লিখুন। এরপর তার জন্য একটি কাস্টম মেসেজ লিখুন এবং তারপর "Generate my wey.link" বাটনে ক্লিক করুন।
এরপর আপনার জন্য একটি হোয়াটসঅ্যাপ লিংক তৈরি হবে, যেটিতে ক্লিক করে আপনি ব্রাউজারে প্রবেশ করতে পারেন এবং সেই ব্যক্তিকে Text message করতে পারেন। অথবা আপনার প্রয়োজনে সেই লিংকটি কাউকে শেয়ার করতে পারেন। Chat API ওয়েবসাইট থেকে Walink ওয়েবসাইটের অতিরিক্ত সুবিধা হল; এটিতে নাম্বার লেখার জন্য ম্যানুয়ালি কান্ট্রি কোড লিখতে হয় না। ওয়ালিঙ্ক সাইটে ফোন নাম্বার লেখার জন্য আপনি প্রথমে কান্ট্রি কোড সিলেক্ট করতে পারবেন। এছাড়া, আপনি নিচে আপনার Custom Message এর Preview ও দেখতে পারবেন।
অফিসিয়াল ওয়েবসাইট @ Walink
সরাসরি ফোন নাম্বার সংরক্ষণ না করে হোয়াটসঅ্যাপে কাউকে টেক্সট মেসেজ করার জন্য Join.Chat আরও একটি বিকল্প অপশন হতে পারে। অন্যান্য সকল ওয়েবসাইট এর মত এটির প্রক্রিয়া ও একই। আপনি যাকে মেসেজ পাঠাতে চান, এখানে তার নম্বরটি লিখুন এবং যে মেসেজটি করতে চান, সেটি লিখুন। তারপর এখানে নিচে থাকা "Generate link" বাটনে ক্লিক করে আপনার হোয়াটসঅ্যাপ চ্যাট লিংক তৈরি করুন। এবার সেই লিংকটিতে ক্লিক করে ব্রাউজারে WhatsApp ওপেন করুন এবং তার সাথে মেসেজিং শুরু করুন।
এই ওয়েবসাইটে সেই ব্যক্তির হোয়াটসঅ্যাপ লিংক তৈরি হবার পাশাপাশি একটি QR কোড ও তৈরি হবে। যার ফলে, আপনি অন্য মোবাইল থেকে এটি স্ক্যান করেও সেই লিংকে প্রবেশ করতে পারবেন এবং তার সাথে চ্যাটিং করতে পারবেন।
অফিসিয়াল ওয়েবসাইট @ Join.Chat
হোয়াটসঅ্যাপের লিংক জেনারেটরের তালিকায় এর পরেই আসে Whatso এর নাম। এখান থেকে আপনার নাম্বার দিয়ে একটি লিংক তৈরি করুন, যেটির মাধ্যমে খুব সহজেই যেকেউ আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে। এক্ষেত্রে তাদেরকে আপনার নাম্বার মোবাইলে Save করতে হবে না, কারণ হোয়াটসঅ্যাপের সেই লিঙ্কে ক্লিক করলেই তাদের কাজ হবে।
এছাড়াও, আপনি যদি চান যে, কেউ প্রথমে আপনাকে একটি নির্দিষ্ট মেসেজ করুক, তাহলে এই টুলটি ব্যবহার করে সেটি সেট করতে পারেন। এজন্য আপনি এখানে একটি টেক্সট লিখে দিন এবং তারপর "Get link" অপশনে ক্লিক করুন। এখানে আপনি যে কাস্টম মেসেজটি লিখে লিংক তৈরি করবেন; সেই লিঙ্কে ক্লিক করে আপনাকে কেউ ম্যাসেজ দিতে চাইলে, সেই ব্যক্তি মেসেজ অপশনে লেখাটি দেখতে পাবে। এরপর সে ব্যক্তি চাইলে, প্রথমে আপনাকে সেই মেসেজটিই সেন্ড করতে পারে।
অফিসিয়াল ওয়েবসাইট @ Whatso
নম্বর সংরক্ষণ ব্যতীত হোয়াটসঅ্যাপে মেসেজ দেবার ওয়েবসাইটের তালিকার মধ্যে Number to WhatsApp অন্যতম সহজ একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটের ইউজার ইন্টারফেস অনেক বেশি সহজ। এই ওয়েবসাইটে শুধুমাত্র অপরপ্রান্তের ব্যক্তি বা রিসিভারের নাম্বার এবং আপনার মেসেজটি দেয়ার অপশন রয়েছে। আপনি একটি নাম্বার এবং আপনার মেসেজটি দিয়ে "Submit" বাটনে ক্লিক করলেই একটি লিঙ্ক তৈরি হয়ে যাবে এবং সরাসরি আপনি ব্রাউজার থেকে অথবা অ্যাপ থেকে তাকে মেসেজ দিতে পারবেন।
আপনি চাইলে, আপনার নিজের নাম্বার এখানে দিয়ে একটি লিংক তৈরি করতে পারেন এবং সেটি যেকোনো জায়গায় শেয়ার করতে পারেন। এতে কোন ব্যক্তি সেই লিঙ্কে ক্লিক করে আপনার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে, কোন নাম্বার সংরক্ষণ করা ব্যতীত।
অফিসিয়াল ওয়েবসাইট @ NumbertoWhatsApp
এই ওয়েবসাইট গুলো কোন বিশিষ্ট ব্যক্তি, কনটেন্ট ক্রিয়েটর এবং মার্কেটিং সেক্টরের লোকদের জন্য অনেক বেশি সহায়ক হতে পারে। যারা প্রতিদিন অনেক নতুন নতুন গ্রাহক বা লোকদের সাথে ডিল করে থাকে, তাদের জন্য এসব টুল সত্যিই অনেক কাজের। এসব টুল বা ওয়েবসাইট ব্যবহার করে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারের জন্য একটি লিঙ্ক তৈরি করতে পারেন এবং তারপর সেটি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারে। এক্ষেত্রে, সেসব সাইটগুলো থেকে আপনার লিঙ্কে ক্লিক করে খুব সহজেই তারা আপনার সাথে যোগাযোগ করতে পারবে।
এজন্য আপনার শেয়ার করা লিংকটিতে কেবল লোকদের ক্লিক করতে হবে এবং তাহলে Whatsapp-এ কথোপকথনের পেজটি খুলবে। যেখানে তারা আপনার মোবাইল নাম্বার সংরক্ষণ না করেই আপনাকে টেক্সট করতে পারবে। আজকের এই তালিকাতে দেখানো পাঁচটি ওয়েবসাইট ই বিনামূল্যে ব্যবহার করা যায় এবং সবগুলোর ইউজার ইন্টারফেস অনেক সহজ। তবে, এগুলোর মধ্যে থেকে NumbertoWhatsApp সবচেয়ে সহজ। এই ওয়েবসাইটের হোমপেজে শুধু মাত্র দুইটি বক্স রয়েছে, যেখানে একটি ফোন নাম্বারের জন্য এবং অন্যটি কাস্টমাইজ মেসেজ লেখার জন্য। এরকম সহজ প্রকৃতির ইউজার ইন্টারফেস এর জন্য আমি NumbertoWhatsApp ওয়েবসাইটকে বেশি পছন্দ করেছি। তবে এই তালিকাতে দেখানো সবগুলো টুলের ব্যবহারই অত্যন্ত সহজ। আপনি চাইলে এগুলোর মধ্য থেকে যেকোন একটি ব্যবহার করতে পারেন।
আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)