আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ? আমি ভাল আছি । আজ আপনাদের সাথে গনিতের একটি বিষয় শেয়ার করব । জ্যামিতির একটি উপপাদ্য আছে - '' ত্রিভুজের তিন কোনের সমষ্টি দুই সমকোণের সমান ।'' আজ আমারা এটা প্রমাণ করব তবে গতানুগতিক বইয়ের প্রমাণের মত নয় । একটু অন্য রকমভাবে । তাহলে চলুন দেখি -
এখানে A কোণ হচ্ছে প্রথম ত্রিভুজের A কোন যা কাগজ ভাঁজ করার ফলে এখানে এসেছে । তেমনি B ও C কোনদ্বয় আগের ত্রিভুজের B ও C কোণ যা কাগজ ভাঁজ করার ফলে এখানে মিলেছে ।
এখানে প্রথম ত্রিভুজের তিনটি কোন একসাথে মিলিত হয়েছে ।
সুতরাং ত্রিভুজের তিন কোনের সমষ্টি দুই সমকোণের সমান ।
অনুরোধ : নিশাচর নাইম ভাইয়ের ব্লগ তৈরির টিউটোরিয়াল দেখে দেখে আমি নিজে একটি ব্লগ তৈরি করেছি । আপনারা একটু দেখে বলূন কেমন হয়েছে আর কি কি করলে আর ভাল হবে সে ব্যাপারে পরামর্শ দিন । আমার ব্লগ শিক্ষার আলো ।
আমি ছাত্র ও শিক্ষক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 1010 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তুমি যদি শিক্ষিত হও,অশিক্ষিতকে আলো দেবে। না পারলে তুমি অহংকার করবেনা,তুমি দূর্ব্যবহার করবেনা,বিনয়ের সঙ্গে কথা বলবে,তুমি শিক্ষিত বলেই এ তোমার অতিরিক্ত দায়।
ভালো হয়েছে…
পীথাগোরাসের উপপাদ্যটি দেখুন, এরকম…
http://9sep9.files.wordpress.com/2010/12/pythagoras.gif