কেমন আছেন সবাই? পরীক্ষা শেষ হয়েও হচ্ছে না। পরীক্ষা শেষ না হতেই কোচিং নিয়ে দোড়াদৌড়া শুরু হয়ে গেছে। মনে হচ্ছে জীবন শুধু পড়া-শুনার জন্য।
আজকাল কম্পিউটার মানেই LCD বা LED মনিটর। বিশাল দেহ বিশিষ্ট CRT মনিটর কেউ কিনে না বললেই চলে। তো আপনি যে LCD মনিটর কিনছেন তা কি ঠিক আছে? ডেড পিক্সেল আছে কিনা নিশ্চিত হচ্ছেন কি করে?
বা কারও কাছ থেকে পুরাতন LCD মনিটর কিনার সময় মনিটর ঠিক আছে কিনা তা চেক করাটাই বুদ্ধিমানের কাজ হবে। কিভাবে চেক করবেন? সেটা জানানোর জন্যই আমার এই টিউন।
IsMyLcdOK নামের অসাধারন সফটওয়্যারের মাধ্যমে খুব সহজেই চেক করে নিতে পারবেন আপনার মনিটর ঠিক আছে কিনা। ছোট এই ফ্রী সফটওয়্যারের মাধ্যমে চেক করতে পারবেন ডেড পিক্সেল,স্টাক পিক্সেল বা ক্ষতিগ্রস্থ পিক্সেল আছে কিনা।
কেমন হতে পারে ডেড পিক্সেল? নমুনা দেখুন।
প্রথমে সফটওয়্যার রান করুন। নিচের মতো দেখতে পাবেন।
তারপর সিরিয়ালে 1,2,3 চেপে White test, Black test, Red test ইত্যদি পরীক্ষা করতে পারবেন। যদি চান অটোমেটিক সব টেস্ট হোক তাহলে F5 চেপে ENTER চাপুন। তাহলে একে একে সব টেস্ট দেখতে পারবেন।
ডেড পিক্সেল না থাকলেতো ভালই। থাকলে দেখতে পাবেন নিচের মতো।
এই সফটওয়্যার শুধু চেক করবে কিন্তু ঠিক করতে পারবে না। এখন কথা হলো ডেড পিক্সেল ঠিক করার উপায় কি? হ্যা উপায় আছে। তবে সেটা নিয়ে না হয় অন্য আরেক দিন বলবো।
IsMyLcdOK 1.31 (32 বিট)
IsMyLcdOK 1.31 (64 বিট)
সাইজ মাত্র ৯ কেবি। ইন্সটলের কোন প্রয়োজন নেই।
আশা করি আপনাদের কাজে লেগেছে।
ধন্যবাদ সবাইকে।
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!
ওই মিয়া ! আমি কি আপনার কাছে পিক্সেল চেক করার সফট্ওয়ার চাইছি?? 😛 পিক্সেল ঠিক করারটা আগে দেন। নইলে খবর আছে 😀