ফায়ারফক্স ৪ অথবা কমেটবার্ড ৪ এ আইডিএম এক্সটেন্সান/আইডিএম দিয়ে ডাউনলোড সংক্রান্ত সমস্যা?? সমাধান এখানে..!!!!

আশা করি সকলেই ভালো আছেন, আজকে আপনাদের সাথে একটি ক্রিটিকাল সমস্যার সমাধান নিয়ে আলোচনা করবো। প্রায় সবাই জানেন যে কিছুদিন আগে ফায়ারফক্স এবং কমেটবার্ড তাদের ব্রাউজার এর ভার্সন ৪ বের করেছে, এগুলো পুর্ববর্তি ভার্সনের তুলনায় অনেক ফাস্ট। কিন্তু যে সমস্যাটি দেখা গিয়েছে তা হল বিভিন্ন এক্সটেন্সান নিয়ে। আমাদের বেশিরভাগ দরকারি এক্সটেন্সান এই ভার্সন সাপোর্ট করেনা মানে এই ভার্সনের সাথে আপডেট করা হয়নি। তাই অনেকে Firefox 4 কিছুদিন ইউজ করে আগের ভার্সনে ফেরত গেছেন। আইডিএম  আমরা প্রায় সবাই ই ইউজ করি, ডাউনলোড ম্যানেজার হিসাবে এটাই পপুলার এবং বেস্ট। এটি দিয়ে ডাউনলোড করতে ব্রাউজারে একটি এক্সটেন্সান "IDM CC" এর প্রয়োজন হয়। এই এক্সটেন্সানটি এখন পর্যন্ত আপডেট করা হইনি তাই এটি ফায়ারফক্স অথবা কমেটবার্ড ৪ কমপ্লিটেবল নয়। তাই ফায়ারফক্স ৪ অথবা কমেটবার্ড ৪ ইউজাররা আইডিএম টোটালি ইউজ করতে পারছেন না। অনেকের পুর্ববর্তী ভার্সনের ফেরত যাবার এটাও অন্যতম একটা কারন। আমার ধারনা আপনারা অনেকেই আইডিএম সংক্রান্ত এই সমস্যার সম্মুখীন হয়ে থাকবেন। আমি নিজেও এর শিকার। তাই নেটে অনেক খুজে একটি সহজ সমাধান পেলাম তাই আপনাদের সাথে এই শেয়ার করা।

সমাধান

১. প্রথমে নিচের লিঙ্ক থেকে একটি এক্সটেন্সান ব্রাউজারে ইন্সটল করুন।

CLICK HERE

২. তারপর ব্রাউজার রিস্টার্ট করুন।

৩. এরপর "Tools" এ যান তারপর "Add-ons"

৪. এরপর FlashGot এর "Option" ক্লিক করুন।

৫. General মেনু থেকে  চিত্রের মত করে "Internet Download Manager" সিলেক্ট করুন।

৬. এবার পেজ এর যে কোন স্থানে রাইট ক্লিক করে ঠিক চিত্রের মত সেটিং করে নিন।

৭. এখন যে কোন ফাইল ডাউনলোড করতে গেলে উপরের মত উইন্ডো আসবে, Ok করুন।

৮. আইডিএম দিয়ে ডাউনলোড শুরু হবে, সেই আগের স্পীডে....!!!!!!

সুতরাং এনজয় করুন ফায়ারফক্স ৪ এবং আইডিএম একইসাথে।

ছোট এই টিউনটি যথাসম্ভব গুছিয়ে করার চেষ্টা করেছি।কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং একটা অনুরোধ, ভাল মন্দ যে কোন ধরনের কমেন্ট এবং সমালোচনা বেশি বেশি করবেন,যার ফলে এই টিউনের ভুল গুলো আমার চোখে পরবে এবং নেক্সট টিউনে সেগুলো শুধরে নেওয়ার চেস্টা করবো ফলে ভবিষ্যতে আরও ভাল টিউন আপনাদের উপহার দিতে পারব।

ভাল থাকবেন।ধন্যবাদ সবাই কে।

আকাশ

আমার আগের টিউন গুলি দেখতে এখানে ক্লিক করুন

Level 0

আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    আপনারটা আমি সেদিনই কাজে লাগিয়েছি। সেজন্য অনেক ধন্যবাদ।

    একেবারেই আমার টিউনের মত লিখেছেন। যেমন

    "তাই অনেকে Firefox 4 কিছুদিন ইউজ করে আগের ভার্সনে ফেরত গেছেন।"

    "এটি দিয়ে ডাউনলোড করতে ব্রাউজারে একটি এক্সটেন্সান "IDM CC" এর প্রয়োজন হয়"

    ইত্যাদি।

    এত কষ্ট না করে IDM CC এর নতুন ভার্শন ইন্সটল দিলেই হত। আর "এই এক্সটেন্সানটি এখন পর্যন্ত আপডেট করা হইনি তাই এটি ফায়ারফক্স অথবা কমেটবার্ড ৪ কমপ্লিটেবল নয়।" এটা কে বলল? "নেটে অনেক খুজে" সমাধান পেলেন। অথচ টেকটিউনের হোমপেজে আমার টিউন আছে, আমার আগের টিউন দেখলেই সমাধান পেয়ে যেতেন।

    যাই হোক, ভালো থাকেন।

    @শাওন, আপনি কি বলতে চান যে আমি আপনার লেখা কপি করেছি?? কিছু লেখা হয়তো আপনার টিউনের মত হতে পারে বাট আপনার টিউনটি আমার চোখে পড়েনি,আর আমি টিউন করি সম্পুর্ন আমার নিজের ভাষায়। কিছু মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। IDM CC 7.5.2 এর ব্যাপারটি আজকেই জানলাম কিন্তু এটি অফিসিয়ালি আপডেটেড নয়, ম্যানুয়ালি ইন্সটল করা লাগে। আমি আমার ক্ষেত্রে হওয়া সমস্যা এবং সমাধান শেয়ার করেছি মাত্র। যাই হোক, রাস্তা আছে অনেক গুলাই, গন্তব্য কিন্তু একটাই। শুধু কাজ হলেই হয় এখন যে, যেই প্রসেস ইউজ করে সেটা তার ব্যাপার। ধন্যবাদ।

    নাহ সেটা না। আগে অন্তত সার্চ দিয়ে দেখে নেওয়া উচিত যে এরকম টিউন আগে হয়েছে কিনা। নতুন অ্যাড-অনটি ম্যানুয়ালি ইন্সটল করা লাগেনা। আইডিএম এর ৬.** এর ভার্সনগুলা ইন্সটল দিলে এমনিতেই এটা ফায়ারফক্স এ ইন্টিগ্রেট হয়ে যায়। মজিলার অ্যাড-অন এর সাইট এ আইডিএম এর রিভিউ দেখুন এখানে https://addons.mozilla.org/en-us/firefox/addon/idm-cc/reviews/

    যাই হোক, ভালো থাকুন 🙂

    @শাওন, আরে আমি তো বললাম যে IDM CC এর নতুন ভার্শন সম্পর্কে আজকে জানলাম, রিভিউ পেজটা আগে দেখা হয়নি, আর আমি টিউন করার আগে কখনোই সার্চ দিয়ে দেখিনা যে সেটার উপর আগে কোন টিউন হয়েছে কিনা, আমার টিউনিং নীতি বলতে পারেন, তাতে যে যাই মনে করুক আমার কিছু আসে যায় না। আমি টিউন করি আমার নিজস্ব ইউনিক স্টাইলে, সেজন্যই হয়তো আপনাদের মনে কিছুটা হলেও জায়গা করে নিতে পেরেছি। রিটিউন নিয়ে অনেকে মাথা ঘামালেও আমি মোটেও ঘামাই না। কারন আমি মনে প্রাণে বিশ্বাস করি যে দুটি টিউনের সাবজেক্ট এক হলেও "উপস্থাপনা" দুটি টিউনের মাঝে ব্যাপক পার্থক্য গড়ে দেয়। আমি আমার মনের কথা গুলো আপনার সাথে শেয়ার করলাম, তাই প্লীজ এটাকে অন্যভাবে দেখবেন না। আর এখানে যে হয়েছে সেটা কোন ব্যাপারই না, 😀 😀 :D। আবারও ধন্যবাদ, ভালো থাকবেন।

    হু ভাই। টিটি এর নীতিমালায় আছে যে রিটিউন করা যাবে।

    🙂

ভালো টিউন।

বরাবরের মতই অনেক গুছিয়ে লিখেছেন। এবং অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে

    অনেক ধন্যবাদ অমিত ভাই, 😀

আরে আকাশ ভাই যে, ভালো আছেন । একই কাজ বিভিন্নভাবে করা যেতে পারে । দুটোর মধ্যে পদ্ধতিগত দিক আলাদা হওয়া সত্ত্বেও – কোন ধরনের লোক এটাকে নিয়ে বির্তক করতে পারে !! যেহেতু উদ্দেশ্য একই সেহেতু দুই একটি কথা মিলে যেতেই পারে – আর সেজন্যই এটি তার থেকে কপি-পেষ্ট হয়ে গেল / রি-টিউন হয়ে গেল !! 😯 – সত্যিই এরা অনেক মহাজ্ঞানী লোক !! 😯 – এরা অনেক বুঝে !! 😯 এর ভবের সবচেয়ে বড় জ্ঞানী হয়ে বোধহয় …… !! 😆 আপনি কি বলেন আকাশ ভাই ? আর এসব কিছু বস্তু থাকবেই – যাদের স্বভাব মানুষদের পায়ে কামড়ে বেড়ানো !! :mrgreen: ঐ যে কথায় বলে না – "কোন বস্তুর মধ্যে যদি সেই গুণ না থাকে, তবে তাকে বস্তু বলা যায় না" – তো এরা হচ্ছে সেই ধরনের পায়ে কামড় দেয়া বস্তু ….. !! 😆 যাইহোক আকাশ ভাই ঐ ধরনের বস্তুর কথা গায়ে মাখবেন না – এতে নিজের গায়েই দাগ লেগে যাবে – আপনি আপনার কাজ চালিয়ে যান – আমরা প্রযুক্তিদের পছন্দ করি ঐসব কামড়ে বেড়ানো বস্তুদের নয় ।

    ধন্যবাদ তরঙ্গ ভাই, আমি ভালো আছি, আসলে ভাই আমি ব্যাক্তিগত ভাবে বিতর্ক পছন্দ করি না, নিতান্ত অতীব দরকার না হলে কারো সাথে ঝামেলায় জড়াইনা। তাই আমি কিছুই বলব না, ওই যে বললাম, যে যাই মনে করুক, ভাবুক বা বলুক আমার কিছু আসে যায় না, আমি সবসময় আমার নিজস্ব গতিতে চলতে পছন্দ করি।

    ঠিকই বলেছেন । আমিও আপনার সাথে একমত । কামড় দেওয়াটা ওদেরই সাজে – মানুষের নয় ।

সমাধান দেওয়ার জন্য ধন্যবাদ আকাশ ভাই 😀

    ধন্যবাদ ইশতিয়াক।

জানতাম না জানলাম

    ধন্যবাদ মিজান ভাই।

ধন্যবাদ আপনাকে

    আপনাকেও অনেক ধন্যবাদ .. 🙂

ধন্যবাদ চপল ভাই, আপনার ব্লগটি দেখলাম, সুন্দর।