অনেকদিন আগে একটা টিউন করেছিলাম ড্রপবক্স নিয়ে। টেকটিউনসের সাড়া জাগানো টিউনগুলোর মধ্যে অন্যতম টিউন ছিল এটি। অনেকেই ড্রপবক্স ব্যবহার করে উপকৃত হয়েছেন এবং হচ্ছেন।
তবে মজার ব্যপার হল একই টপিক নিয়ে আবারও টিউন করতে বসেছি। আর তার কারণ একটাই, যে কারণে ড্রপবক্সের জন্ম হয়েছিল সেই সীমাকে ছাড়িয়ে ড্রপবক্স আরো অন্যান্য কাজে ব্যবহৃত হচ্ছে। তাহলে আসুন টিউনার বন্ধুরা দেখে নয়া যাক সেই সমস্ত এক্সট্রা ফিচারগুলো -
আমরা সবাই জানি, একটি স্ট্রং পাসওয়ার্ডের বৈশিষ্ট্য হচ্ছে -
ক. লম্বা
খ. জটিল এবং
গ. আলাদা আলাদা সার্ভিসে আলাদা পাসওয়ার্ড ব্যবহার করা।
কিন্তু সমস্যা হল এই সব আলাদা আলাদা স্ট্রং পাসওয়ার্ড রেডী করা এবং মনে রাখা একটা ঝামেলার ব্যাপার বটে। বাড়ী - অফিস বাড়ী - অফিস করতে করতে ল্যাপটপ আর কম্পিউটারে পাসওয়ার্ডের ছড়াছড়ি তে কিছু হুশ রাখা সম্ভব না। তবে এই সমস্ত পাসওয়ার্ডকে আর্কাইভ আকারে রাখতে রয়েছে একটি চমৎকার সফটওয়্যার হল ‘কী পাস'। এই সফটওয়্যারটি আপনি আপনার ইউএসবি স্টিকে অথবা পিসিতে রাখতে পারবেন। কিন্ত ব্যাপার হল আপনাকে শুধু এইটুকুই করতে হবে যে, আপনার কীপাস এর যে আর্কাইভ রয়েছে তাকে শুধু আপানার ড্রপবক্সে সেভ করে রাখতে হবে। তাতেই আপনার সমস্ত পাসওয়ার্ডের যত চেজ্ঞ হবে তা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে।
এইখানেও একটা চমক রয়েছে ড্রপবক্সে। আপনি চাইলে ড্রপবক্সের কিছু সিম্পল ট্রিকের সাহায্যে আপনি আপনার হারিয়ে যাওয়া / চুরি যাওয়া ল্যাপটপ পুনুরুদ্ধার করতে পারবেন। আপনাকে যা করতে হবে, তা হল আপনাকে আপনার ল্যাপটপে কী লগার ইন্সটল করে রাখতে হবে। কী লগার কি জিনিস তা আর নতুন করে বললাম না। কারণ শাকিল ভাইয়ের একটা টিউনে অনেকেই কী লগার নিয়ে বিস্তর আলাপ করেছেন। ব্যাস, এই সিম্পল ট্রিক টুকু কিন্তু অনেক ভাইটাল হতে পারে। কারণ আপনার কী লগার এর আর্কাইভের ব্যাকআপ থাকবে ড্রপবক্সের শেয়ারিং ফোল্ডারে। তাই সেই চোর যদি আপনার ল্যাপটপ ব্যবহার করা শুরু করে তখন আপনি সহজেই আরেক পিসি থেকে তার সমস্ত কর্মকান্ড ট্র্যাক করতে পারবেন। যেমন - তার মেইল এ্যাড্রেস, ফেসবুক / মাইস্পেস এ্যাকাউন্ট ইত্যাদী থেকে তার পার্সোনাল ডিটেইলস পাওয়া সম্ভব।
আশা করি হয়ত ড্রপব্কস কোনদিন আপনাদেরও কাজে আসবে।
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
বস টিউন হয়েছে টিনটিন ভাই…………।