আপনার ড্রপবক্সকে ব্যবহার করুন আরেকটু বিস্তরভাবে

অনেকদিন আগে একটা টিউন করেছিলাম ড্রপবক্স নিয়ে। টেকটিউনসের সাড়া জাগানো টিউনগুলোর মধ্যে অন্যতম টিউন ছিল এটি। অনেকেই ড্রপবক্স ব্যবহার করে উপকৃত হয়েছেন এবং হচ্ছেন।

dropbox-review-2.jpg

তবে মজার ব্যপার হল একই টপিক নিয়ে আবারও টিউন করতে বসেছি। আর তার কারণ একটাই, যে কারণে ড্রপবক্সের জন্ম হয়েছিল সেই সীমাকে ছাড়িয়ে ড্রপবক্স আরো অন্যান্য কাজে ব্যবহৃত হচ্ছে। তাহলে আসুন টিউনার বন্ধুরা দেখে নয়া যাক সেই সমস্ত এক্সট্রা ফিচারগুলো -

পাসওয়ার্ড সংরক্ষনে

আমরা সবাই জানি, একটি স্ট্রং পাসওয়ার্ডের বৈশিষ্ট্য হচ্ছে -

ক. লম্বা

খ. জটিল এবং

গ. আলাদা আলাদা সার্ভিসে আলাদা পাসওয়ার্ড ব্যবহার করা।

dropbox1001_sm.png

কিন্তু সমস্যা হল এই সব আলাদা আলাদা স্ট্রং পাসওয়ার্ড রেডী করা এবং মনে রাখা একটা ঝামেলার ব্যাপার বটে। বাড়ী - অফিস বাড়ী - অফিস করতে করতে ল্যাপটপ আর কম্পিউটারে পাসওয়ার্ডের ছড়াছড়ি তে কিছু হুশ রাখা সম্ভব না। তবে এই সমস্ত পাসওয়ার্ডকে আর্কাইভ আকারে রাখতে রয়েছে একটি চমৎকার সফটওয়্যার হল ‘কী পাস'। এই সফটওয়্যারটি আপনি আপনার ইউএসবি স্টিকে অথবা পিসিতে রাখতে পারবেন। কিন্ত ব্যাপার হল আপনাকে শুধু এইটুকুই করতে হবে যে, আপনার কীপাস এর যে আর্কাইভ রয়েছে তাকে শুধু আপানার ড্রপবক্সে সেভ করে রাখতে হবে। তাতেই আপনার সমস্ত পাসওয়ার্ডের যত চেজ্ঞ হবে তা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে।

dropbox1002_sm.png

হারিয়ে যাওয়া / চুরি যাওয়া ল্যাপটপ পুনুরুদ্ধারে

notebook_thief.png

এইখানেও একটা চমক রয়েছে ড্রপবক্সে। আপনি চাইলে ড্রপবক্সের কিছু সিম্পল ট্রিকের সাহায্যে আপনি আপনার  হারিয়ে যাওয়া / চুরি যাওয়া ল্যাপটপ পুনুরুদ্ধার করতে পারবেন। আপনাকে যা করতে হবে, তা হল আপনাকে আপনার ল্যাপটপে কী লগার ইন্সটল করে রাখতে হবে। কী লগার কি জিনিস তা আর নতুন করে বললাম না। কারণ শাকিল ভাইয়ের একটা টিউনে অনেকেই কী লগার নিয়ে বিস্তর আলাপ করেছেন। ব্যাস, এই সিম্পল ট্রিক টুকু কিন্তু অনেক ভাইটাল হতে পারে। কারণ আপনার কী লগার এর আর্কাইভের ব্যাকআপ থাকবে ড্রপবক্সের শেয়ারিং ফোল্ডারে। তাই সেই চোর যদি আপনার ল্যাপটপ ব্যবহার করা শুরু করে তখন আপনি সহজেই আরেক পিসি থেকে তার সমস্ত কর্মকান্ড ট্র্যাক করতে পারবেন। যেমন  - তার মেইল এ্যাড্রেস, ফেসবুক / মাইস্পেস এ্যাকাউন্ট ইত্যাদী থেকে তার পার্সোনাল ডিটেইলস পাওয়া সম্ভব।

আশা করি হয়ত ড্রপব্কস কোনদিন আপনাদেরও কাজে আসবে।

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বস টিউন হয়েছে টিনটিন ভাই…………।

টিনটিন ভাই দারুন। ভাই আমার মতে লগইন করে কমেন্ট দেওয়ার ফলে আগের চাইতে জনপ্রিয়তা কমেছে। আর ইচ্ছে করলেই তো যে কেউ তার টিউনে কমেন্ট দেয়া, না দেয়া এবং ডিলেট এই বিষয়গুলো নিয়ন্ত্রন করতে পারে সুতরাং লগইন করে কমেন্ট করার কি দরকার? আর চেনা জানা কেউ টিউনের দূর্বলতা বা ভুলগুলো ধরতে চায়না তাতে নিজেকে শুধরানোর সুযোগ কম থাকে। আশা করি আপনি, মেহেদী ভাই এবং টেকটিউন সংশ্লিষ্ট সবাই ভেবে দেখবেন।

Level 2

@ টিনটিন, শাকিল ও টেকটিউনসঃ
টিউনটি ভাল হয়েছে। তবে আরো একটু বিস্তারিত লিখলে আরও ভাল হতো।

লগ ইন না করে মন্তব্য দেয়ার একটি খারাপ দিক ছিল, অনেকেই ছদ্ম নামে লাগামহীন মন্তব্য করতো। মঈন ভাই এ ব্যাপারে প্রথম প্রস্তাব করলে আমিও তা সমর্থন করি।
এখন দেখছি, এরও খারাপ দিক আছে। যেমন, মন্তব্য করার জন্য লগ ইন বাধ্যতামূলক হওয়ায় অনেকে টিউন করার ইচ্ছা না থাকলেও শুধু মন্তব্য করার জন্যে ছদ্ম নামে রেজিষ্ট্রেশান করছেন। আবার অনেকের মন্তব্য থাকা স্বত্ত্বেও শুধু রেজেষ্ট্রেশানের ঝামেলায় মন্তব্য করছেন না। পরিচিতর টিউনাররা অনেক সময় ব্যক্তিগত দ্বন্দের ভয়ে মন্তব্য করতে বিরত থাকেন। সুতরাং সব মিলিয়ে এখন মনে হচ্ছে, ভিজিটরদেরকেও মন্তব্য করার সুযোগ দেয়াই ভাল।

Level 0

কেউকি বলতে পারবেন nokia সেটকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে নিতে (সেটটি কেনার সময় যে setting ছিল) কোন কোড ব্যবহার করা হয়।
দয়া করে কেউ জানালে খুবই উপকৃত হবে। বিশেষ করে nseries সেটগুলোর জন্য।

Level 0

সকল টেকি ভাইদের বলছি।
লগইন করে মন্ত্যব্য দেয়াই ভালো।
এতে যার যার ব্যাক্তিপরিচয় ও মানবিক গুনাবলি আমরা সহজেই চিন্হিত করতে পারি।
এতে করে খারাপ মন্তব্য দেয়া প্রায় 80% কমে এসেছে বলে আমি ব্যাক্তিগত ভাবে মনে করি।
তাই টেকটিউন কে বলছি লগইন করে মন্ত্যব্য দেয়াই ভালো। কারন আমরা নিজেরাই একটা সময় এটি নিয়ে আলোচনা করেছি।

Really gr8

টিনটিন ভাই দারুন……..

Level 0

নিয়মিত ব্যবহার করে চলেছি। অফিসের ও বাসার পিসি সিনক্রোনাইজড থাকছে।

ভালো লাগলো।