অ্যান্ড্রয়েড অ্যাপের Ranking চেক করার দুর্দান্ত ও সেরা ৭ টি ওয়েবসাইট

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন
Level 7
২য় বর্ষ, বগুড়া আজিজুল হক কলেজ, গাইবান্ধা

বর্তমানে বাজারের বিভিন্ন ওয়েবসাইটে বেশ কিছু জনপ্রিয় অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন রয়েছে। আপনি কি জানতে ইচ্ছুক যে বাজারের কোন কোন আপ্লিকেশন জনপ্রিয়তার শীর্ষে রয়েছে বা কোন কোন ওয়েবসাইট অ্যাপ্লিকেশন গুলোর Ranking তালিকা প্রদান করে?

যদি জানতে ইচ্ছুক হন তাহলে, আজ আমি আপনাদের সামনে শীর্ষ সাতটি ওয়েবসাইট নিয়ে আলোচনা করবো, যেগুলো ব্যবহার করে আপনি জনপ্রিয় অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন গুলোকে সহজেই চেক করে নিতে পারবেন। অর্থাৎ, বর্তমান সময়ের জনপ্রিয় অ্যাপ গুলো বাছাই করে নিতে পারবেন।

যখন আপনি কোন অ্যান্ড্রয়েড অ্যাপ খোঁজার জন্য গুগল প্লে স্টোরে অনুসন্ধান করেন, তখন প্রায় ১০০ টির মতো একই ধরনের অ্যাপ সামনে দেখা যায়। তো, এসব অ্যাপের মধ্য থেকে আপনি কিভাবে বুঝবেন যে, কোন অ্যাপটি কাজের এবং কোনটি কাজের না অর্থাৎ অ্যাপের ভালোমন্দ বিচার কিভাবে করবেন?

এক্ষেত্রে আপনার কাছে দুটি উপায় আছে। একটি হলো নিজে ডাউনলোড করে ব্যবহার করে দেখা, যা অনেকটাই সময় সাপেক্ষ বিষয়। আরেকটি হলো, অন্যের মতামত এবং কিছু স্মার্ট টেকনিক ব্যবহার করে ডাউনলোডের পূর্বেই জনপ্রিয় বা কাজের অ্যাপ্লিকেশন টিকে নিশ্চিত করে ডাউনলোড করা এবং ব্যবহার করা।

তো, আমরা নিশ্চয় দ্বিতীয় উপায়টি অবলম্বন করতে বেশি আগ্রহ দেখাব। কেননা, প্রথম বিষয়টি অবশ্যই সময় সাপেক্ষ বিষয় হবে। তবে, কোন অ্যাপ সম্পর্কে বিস্তারিতভাবে জানার জন্য আমাদের কিছু টুলের সহযোগিতা নিতে হবে। এক্ষেত্রে বিভিন্ন Ranking তালিকার ওয়েবসাইট আমাদের এই কাজে সহযোগিতা করবে। আর এখানেই আসলে Ranking তালিকার আসল কাজ বোঝা যায়।

কোন অ্যাপ্লিকেশন সার্চের পর, যে অ্যাপ্লিকেশন টির অবস্থান সবার উপরে থাকে, সাধারণত সেটি জনপ্রিয় ও কাজের অ্যাপ হয়ে থাকে। কারণ বিভিন্ন জনের ব্যবহৃত মতামত, কার্যকারিতা ইত্যাদি যাচাই করেই কোন অ্যাপকে উচ্চ অবস্থানে বসানো হয়।

বেশ কিছু জনপ্রিয় ওয়েবসাইট আছে, যেসব ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অ্যাপের Ranking তালিকা প্রদান করে এবং যার মাধ্যমে জনপ্রিয় ও কার্যকরী অ্যাপ নির্ধারণ করা ব্যবহারকারীর জন্য সহজ হয়। কোন অ্যাপটি আসলে জনপ্রিয় বা কাজের তা ঠিক করতে এসব ওয়েবসাইট গুলো সহযোগিতা করতে পারে।

এসব ওয়েবসাইট গুলো কোন একটি অ্যাপের ব্যবহারকারীর সংখ্যা, ডাউনলোড সংখ্যা, রিভিউ, জনপ্রিয়তা এবং আরো কিছু তথ্য দিয়ে থাকে। এরকম আরো কিছু সংখ্যা যেমন-গুণমান সংখ্যা ও আরো কতিপয় অর্থ বিশ্লেষণ করে এমন সংখ্যা দ্বারা জনপ্রিয় অ্যাপকে ব্যবহার না করেই চেনা যায়।

তো চলুন, আজকে আমরা জেনে নেই শীর্ষ সাতটি ওয়েবসাইট যেগুলো বাজারের সেরা অ্যান্ড্রয়েড অ্যাপ খোঁজা এবং অ্যান্ড্রয়েড অ্যাপের Ranking পরীক্ষা করার জন্য কার্যকরী।

1. AndroidRank

AndroidRank পরিসংখ্যান এর মতো করে তথ্য উপস্থাপন করে থাকে। অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের বৃদ্ধি বা উন্নতি অনুযায়ী অ্যাপ্লিকেশন গুলোকে Ranking করে তালিকায় উপস্থাপন করে। বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে নানা ধরনের অ্যাপ্লিকেশন গুলিকে সুবিন্যস্ত ভাবে সাজায় এই ওয়েবসাইটটি।

এই ওয়েবসাইটে অ্যাপ্লিকেশনের Ranking তালিকাটা ব্যাপক। এই ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন গুলো Ranking করা হয় সর্বশেষ পাওয়া তথ্য অনু্যায়ী। অর্থাৎ, কোন অ্যাপের তথ্য তাৎক্ষণিক পরিবর্তনের সাথে সাথে, সেটির তথ্য ও হালনাগাদ করে থাকে এই ওয়েবসাইট।

এই ওয়েবসাইটি তাদের পেজে থাকা অ্যাপ্লিকেশনের গুলোর রেটিং প্রদর্শন করে থাকে। এছাড়াও, এই ওয়েবসাইটটিতে অ্যাপ্লিকেশনটির ডাউনলোড এবং ব্যবহারকারী বৃদ্ধি, গড় রেটিং, ইন্সটল এবং প্রাপ্ত মোট রেটিং ইত্যাদি সংখ্যা ওয়েবপেইজ এ প্রদর্শিত হয়। ফলে কার্যকরী অ্যাপ্লিকেশন খুব সহজেই বেছে নেওয়া যায়।

AndroidRank ও আপনাকে আপনার অ্যাপ্লিকেশন গুলোকে বিভিন্ন ক্যাটাগরির উপর ভিত্তি করে আলাদা করতে দেয়। গুগল প্লে স্টোরে থাকা সবগুলো Category এর অধিকাংশই এখানে দেখতে পাওয়া যায়। এখানে থাকা অ্যাপ গুলোর মধ্য থেকে সহজেই বিনামূল্যে পাওয়া অ্যাপ্লিকেশনকে ফিল্টার ব্যবহার করে আলাদা করতে পারবেন।

এই সুবিধা গুলো ছাড়াও, এই ওয়েবসাইটটিও অ্যাপ্লিকেশন Ranking তালিকার জন্য CSV ফাইল ডাউনলোডের অনুমতি দিয়ে থাকে। যার মাধ্যমে, পরবর্তীতে আপনি কোন অ্যাপের তথ্য অফলাইনেও এনালাইসিস করতে পারবেন। এবং আপনি যদি চান, অ্যাপ্লিকেশন ডেভলোপারদের Ranking যাচাই করতে, তাহলে এই ওয়েবসাইটের সাইডবারে সে সুযোগটিও আছে। এটাকে এই ওয়েবসাইটের একটা প্লাস পয়েন্ট হিসেবে বিবেচনা করা যায়।

আপনি বিনামূল্যে, AndroidRank ওয়েবসাইটে কোন অ্যাপের বিষয়ে খুব সহজেই বিভিন্ন ক্যাটাগরি ভিত্তিক তথ্য দেখতে পারবেন। অর্থাৎ, এই ওয়েবসাইটটি পেমেন্ট ছাড়াও ব্যবহার করার অনুমোদন দেওয়া হয়েছে। আপনি এই ওয়েবসাইট এর তালিকায় নতুন অ্যাপ্লিকেশনও যুক্ত করতে পারবেন। এতে নতুন অ্যাপ অ্যাড করার পারমিশন ও দেওয়া আছে।

AndroidRank

অফিসিয়াল ওয়েবসাইট @ AndroidRank

2. Similarweb

অ্যান্ড্রয়েড অ্যাপ এর Rank যাচাই করার জন্য Similarweb অন্যতম একটি ওয়েবসাইট। যে ওয়েবসাইটের অন্যতম ফিচার হল, আপনি কোন অ্যাপের বর্তমান ব্যবহারকারীর সংখ্যা, বর্তমানে অ্যাপটির মোট ইন্সটল সংখ্যা এবং দেশভিত্তিক ব্যবহারকারীর হিসাবগুলো দেখতে পাবেন। যা আপনাকে কোন অ্যাপ সম্পর্কে বিস্তারিত ভাবে জানার সুযোগ করে দিবে।

অনেক বিষয়বস্তুর ওপর বিশ্লেষণ করে এই ওয়েবসাইটটি কোন একটি অ্যাপ এর Rank প্রদান করে। আপনি এই ওয়েবসাইটের অ্যাপ গুলোকে বিভিন্ন ভাবে ফিল্টারিং করতে পারেন এবং যার মাধ্যমে কোন অ্যাপের ডিটেলস খুঁজতে পারবেন। এর মধ্যে যেমন: অ্যাপটির category এবং দেশ-ভেদে সেটির value বা মূল্য খোঁজা যাবে। এছাড়াও, Similarweb ওয়েবসাইট কোন অ্যাপের ব্যবহারকারীর Ranking দেখানোর পাশাপাশি, এটি অ্যাপ্লিকেশনটির স্টোরের ও Rank দেখায়। অর্থাৎ, কোন অ্যাপ স্টোরে সেই অ্যাপটির Rank কত, তা আলাদা আলাদা ভাবে দেখা যায়।

এছাড়াও, Similarweb এর মাধ্যমে আপনি কোন অ্যাপের প্রতিদিনের Ranking এর পরিবর্তন দেখতে পারবেন। অর্থাৎ, কোন অ্যাপটি পূর্বের তুলনায় কতটা Ranking হারালো বা বেশি Rank পেল, তা যাচাই করতে পারবেন। যার মাধ্যমে, আপনার জন্য শীর্ষ অ্যাপ্লিকেশন গুলো খুঁজে নেওয়া সহজ হবে। মজার ব্যাপার হলো, Ranking যাচাই করার জন্য Similarweb ওয়েবসাইটটি একদম ফ্রি। এমনকি, এই ওয়েবসাইটে থাকা বেসিক ফিচারগুলো অ্যাকসেস করার জন্য আপনাকে রেজিস্ট্রেশন ও করতে হবে না।

Similarweb

অফিসিয়াল ওয়েবসাইট @ Similarweb

3. SensorTower

SensorTower খবর ও অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন এর জন্য Ranking প্রদান করে থাকে। এই ওয়েবসাইট নিজের বিশ্লেষণ অনুযায়ী কোন অ্যাপ্লিকেশনকে Ranking প্রদান করে না। সব বাহ্যিক মতামত বিশ্লেষণ করে অ্যাপ্লিকেশন গুলোকে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করে থাকে। বিভিন্ন দেশের অ্যাপের গুগল প্লে স্টোর Ranking এই ওয়েবসাইট প্রদর্শন করে। ফলে, জনপ্রিয় অ্যাপ্লিকেশন গুলোকে বেছে নেওয়া সহজ হয়। এই ওয়েবসাইটে নানা ধরনের ফিল্টারিং পদ্ধতি প্রয়োগ করে নিজ প্রয়োজন মতে অনুসন্ধান ফলাফল অপ্টিমাইজ করে নেওয়া যায়।

SensorTower নামক এই ওয়েবসাইটে নানা ক্যাটাগরির জন্য Ranking বেছে নেওয়ার সুযোগ রয়েছে। তাই এখানে বিভিন্ন ক্যাটাগরির জনপ্রিয় অ্যাপ্লিকেশন গুলোকে সহজেই চেনা যায়।

এমনকি, SensorTower এর একটি প্রদত্ত অ্যাপ্লিকেশন এর জন্য একটি কাস্টমস মূল্য সীমা দেয়া যায়। ফলে অ্যাপ্লিকেশন গুলোর মনোনীত মূল্য সীমার একটি তালিকা তৈরি করা যায়। এবং সাধ্য মুল্যের মধ্যে প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন খুঁজে পাওয়া যায়। এতে করে ব্যবহারকারীর অ্যাপ্লিকেশন ব্যবহারে খরচা কত সে সম্পর্কে ধারণা চলে আসে।

এই ওয়েবসাইটে কোন নির্দিষ্ট তারিখের অ্যাপ Ranking যাচাই করতে আপনি কাস্টম তারিখ ও সিলেক্ট করতে পারবেন। অর্থাৎ, কোন অ্যাপের জন্য আপনার পছন্দমত তারিখের Ranking দেখতে পারবেন। ফলে, এই ওয়েবসাইটটিতে অতীতের কোন নিদিষ্ট তারিখের জন্য সর্বোচ্চ Ranking কৃত অ্যাপ্লিকেশন টিও খুঁজে বের করা যায়।

এই সাইটটিও আপনাকে যেকোনো তালিকা থেকে CSV (CSV-comma-separated values) ফাইল ডাউনলোড করতে দেয়। যা আপনাকে একাধিক অ্যাপ এর বিষয়ে এনালাইসিস করতে সহযোগিতা করবে। কিন্তু, আপনি যদি উন্নত দক্ষতা অর্জন করতে চান, তাহলে আপনি স্টোর বুদ্ধি ওপেন করবেন যা আপনাকে অ্যাপ্লিকেশন এর ইনকাম Ranking দেখাবে। যা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন কোন অ্যাপ্লিকেশন কি রকম সফল হয়েছে অর্থাৎ অ্যাপ্লিকেশনটি বেশি আয় করছে না কম আয় করছে তা জানতে পারবেন।

SensorTower

অফিসিয়াল ওয়েবসাইট @ SensorTower

4. TapTap

TapTap হচ্ছে অ্যান্ড্রয়েড গেম Ranking এ গেমারদের জন্য উৎস্বর্গকৃত সহায়ক একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন হিসেবে গেম এর সংখ্যাই অধিক। প্রতি সপ্তাহে নতুন নতুন গেম এখানে প্রকাশিত হয়। আর প্রত্যেকটা গেম খেলে দেখা সহজ নয়। কারণ গেম অ্যাপ্লিকেশনটির ডাউনলোড আকার এবং গেমটি খোঁজ করতে প্রয়োজনীয় সময় হাতে না থাকা।

TapTap অ্যান্ড্রয়েড গেম গুলোর ব্যক্তিগত রিভিউ বর্ণনা করে। এছাড়াও গেম গুলোর Ranking করে এবং সেটির Description বা বর্ণনা প্রদান করে। এই ওয়েবসাইটে, আপনি কোন অ্যাপের Ranking কে ফিল্টার করতে পারেন নির্দিষ্ট দেশের উপর ভিত্তি করে। অর্থাৎ, ফিল্টারিং করে দেখতে পারেন, বর্তমানে কোন দেশে কোন গেমটি জনপ্রিয়।

কোন গেম সবচেয়ে বেশি বিক্রি হয়েছে তার ভিত্তিতেও গেম গুলোকে আলাদা করতে পারবেন। কোন গেমটি সর্বাধিক খেলা হচ্ছে তার ভিত্তিতে গেম আলাদা করা যাবে সহজেই। এছাড়াও গেম গুলোকে ফিল্টার করার আরো অনেক পদ্ধতি রয়েছে এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের কাছেও আছে শক্তিশালী অ্যালগরিদম বা সমস্যা সমাধান পদ্ধতি, যা ব্যবহার করে যেকোনো সমস্যার সমাধান খুঁজে বের করা যায়। ব্যবহারকারীর রিভিউ থেকে তথ্য সংগ্রহ করে এবং অন্যান্য বিশ্লেষণ এর সহযোগিতায় Ranking তালিকা প্রদান করা হয় এই ওয়েবসাইটে।

TapTap

অফিসিয়াল ওয়েবসাইট @ TapTap

5. AppBrain

AppBrain ওয়েবসাইটটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন Ranking যাচাই করা আরো অধিকতর সহজ করেছে। এখান থেকে আপনি সহজেই কাজের অ্যাপটি বেছে নিতে পারবেন। এটার যৎসামান্য ইন্টারফেস আপনাকে অ্যাপ্লিকেশন ক্যাটাগরি সহজভাবে নির্বাচন করতে সাহায্য করবে। আপনার প্রয়োজন অনুযায়ী তালিকা গুলোকে আলাদা করতে চাইলে করতে পারবেন খুব সহজেই।

Google play থেকে সংগৃহীত তথ্য অনুযায়ী অ্যাপ্লিকেশন গুলোকে Ranking করে তালিকায় উপস্থাপন করা হয়েছে। আপনি যে দেশেই থাকুন না কেন অ্যাপ্লিকেশন Ranking দেখতে কোন সমস্যা হবে না। আপনি এই তালিকা গুলোর জন্য একটা পরিমিতি অর্থাৎ প্যারামিটার নির্ধারিত করতে পারেন। উদাহরণ হিসাবে যদি বলি, মাসের সেরা অ্যাপ্লিকেশন এর জন্য একটা প্যারামিটার নির্ধারণ করা যায়। এছাড়াও বিনামূল্য এবং প্রদত্ত অ্যাপ্লিকেশন Ranking এর জন্য একটা প্যারামিটার নির্ধারণ করা যায়। এছাড়াও আরো অনেক কিছুতেই আপনি প্যারামিটার ব্যবহার করতে পারবেন।

AppBrain এর আছে একটি উন্নত বৈশিষ্ট্য, যা অ্যাপ বিলিং অ্যাপস নামে পরিচিত। ইহা এই ওয়েবসাইট টিকে আরো আকর্ষণীয় করেছে। ইহা একটি অ্যাপের মাঝে পাওয়া অ্যাপ বিলিং এর সাথে একটি Ranking তালিকা প্রদান করে থাকে। যেকোন অ্যাপ্লিকেশন তালিকার জন্য আপনি CSV ফাইল ডাউনলোড করতে পারেন খুব সহজেই।

এই ওয়েবসাইটটি এর বড় প্রধান বৈশিষ্ট্যগুলো বিনামূল্যে প্রদান করে থাকে। অর্থাৎ, এই ওয়েবসাইটে থাকা প্রধান ফিচার গুলো ব্যবহার করার জন্য আপনাকে পেমেন্ট করতে হবে না। তবে, এই অ্যাপের আরো উন্নত ফিচার গুলো ব্যবহারের জন্য আপনাকে প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনে নিতে হবে। যেমন- অ্যাপ্লিকেশন এর বিস্তারিত ফিল্টারিং এ প্রিমিয়াম সংস্করণ এর প্রয়োজন পরে। তবে, বিনামূল্যের সংস্করণটি ব্যবহারের ক্ষেত্রে আপনি বেশ কয়েকটি লিমিটের আওতাভুক্ত হবেন। উদাহরণস্বরূপ -কোন অ্যাপ এর ব্যাপারে বিস্তৃত Ranking উপাত্ত জানার জন্য আপনার প্রিমিয়াম অ্যাকসেসের প্রয়োজন পড়বে, কারণ তা আপনি বিনামূল্যের ভার্সনে পাবেন না।

AppBrain

অফিসিয়াল ওয়েবসাইট @ AppBrain

6. data.ai

ইন্টারনেট জগতের ওয়েবসাইট গুলোর মধ্যে data.ai ও একটি বিস্তৃত ওয়েবসাইট, যা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন গুলোর Ranking প্রদান করে থাকে। আপনি এখানে সেরা অ্যাপ্লিকেশন গুলো দেখতে পারবেন, যা স্টোর Ranking এর উপর নির্ভর করে এই তালিকায় সাজানো হয়েছে। এছাড়াও এই ওয়েবসাইটে, কোন অ্যাপের ডাউনলোড সংখ্যা, বিক্রয়লব্ধ আয় এবং সক্রিয় ব্যবহার কারীর সংখ্যার উপর ভিত্তি করে তালিকাতে অ্যাপ্লিকেশন গুলোকে অবস্থান দেওয়া হয়েছে। একটা নির্দিষ্ট Ranking তালিকা পাওয়ার জন্য আপনি কোন একটি নির্দিষ্ট ক্যাটাগরি নির্বাচন করতে পারেন অথবা কোন দেশ অনুসারে সেই অ্যাপের ডাটা ফিল্টার করে খুঁজে পেতে পারেন।

data.ai সেরা ১০০ টি অ্যাপ্লিকেশন এর তালিকায় প্রদর্শন করিয়ে থাকে। এখান থেকে আপনি আপনার পছন্দের অ্যাপ্লিকেশনটি নামিয়ে নিতে পারবেন। data.ai ওয়েবসাইটটিতে ব্যক্তি বা ব্যবহারকারীর রিভিউ থেকে পাওয়া উপাত্ত বিশ্লেষণ করে অ্যাপ্লিকেশন গুলোর Ranking করা হয়ে থাকে।

এছাড়াও সেই অ্যাপটির স্টোর Ranking বনাম data.ai Ranking এর তথ্য গুলো এখানে আপনি খুব সহজেই দেখতে পারবেন। এছাড়াও এই ওয়েবসাইটটি বর্তমান তথ্যের উপর ভিত্তি করে ভবিষ্যতের পরিসংখ্যান দাঁড় করায় এবং যার মাধ্যমে দেখা যায় যে, ভবিষ্যতে এই অ্যাপটির গ্রহণযোগ্যতার বৃদ্ধি হবে না হ্রাস হবে। গ্রহণযোগ্যতার বৃদ্ধি বৈশিষ্ট্যটি অ্যাপ্লিকেশনটির সাথে ব্যবহারকারীর মিথস্ক্রিয়া দেখায় অর্থাৎ অ্যাপ্লিকেশনটি সম্পর্কে ব্যবহার কারীর আচার-আচরণ দেখিয়ে থাকে।

বেশ কিছু সীমাবদ্ধতার আওতাধীন data.ai এর বিনামূল্য সংস্করণটি। অর্থাৎ, এখানে বিনামূল্যে তেমন কিছু ব্যবহার এর সুযোগ নেই। আপনি চাইলেই প্রিমিয়াম সংস্করণটির সাবস্ক্রিপশন করে নিতে পারেন। ফলস্বরূপ, আপনি পাবেন কাস্টমস ডেটা রেঞ্জের মতো উন্নত বৈশিষ্ট্য গুলোতে সীমাহীন প্রবেশ অধিকার। ফলে, আপনার কাজ হবে আরো সহজ ও সাবলীল। এছাড়াও প্রিমিয়াম সংস্করণে সম্পূর্ন তালিকা ও উন্নত প্রতিবেদন তৈরির সুযোগ রয়েছে।

data.ai

অফিসিয়াল ওয়েবসাইট @ data.ai

7. Google Play Store

Google Play এর কাছে আছে একটা উন্নত অ্যালগরিদম অর্থাৎ যে কোন সমস্যা সহজেই সমাধানের ধারাবাহিক এক বিশেষ পদ্ধতি। Google play তে অ্যাপ্লিকেশন গুলোকে বৈশিষ্ট্য এর ভিত্তিতে আলাদা করা যায়। এখানে প্রতিটি অ্যাপ্লিকেশনকে এর জনপ্রিয়তা, ডাউনলোড সংখ্যা, ব্যবহারকারীর রিভিউ এবং আরো বিভিন্ন মেট্রিকস সংখ্যা দেওয়া আছে যার মাধ্যমে বিশ্লেষণ করে অ্যাপ্লিকেশন এর তালিকা তৈরি করা হয়। এই বিশ্লেষণীয় উপাত্ত গুলো বিভিন্ন বিভাগের সাথে গিয়ে যুক্ত হয় এবং অ্যাপ্লিকেশন গুলোর Ranking তালিকা তৈরিতে সহায়ক উপাত্ত হিসেবে কাজ করে।

আপনি এখান থেকে সেরা অর্থ প্রদান অ্যাপ গুলোর Ranking নির্ণয় করতে পারবেন। সেরা বিনামূল্যের অ্যাপ গুলোর Ranking এখানে যাচাই করা যাবে। সেরা আর্থিক অ্যাপ গুলোর জন্য Ranking যাচাই করতে Google play এর ওয়েবসাইট ব্যবহার করা যাবে। এই ওয়েবসাইটে কিছুক্ষণ পর পর Ranking গুলো হালনাগাদ করা হয় অর্থাৎ খুব দ্রুত Ranking তালিকার পরিবর্তন পেইজ এ নিয়ে আসা হয়।

আপনি খুব সহজেই তালিকা থেকে বিনামূল্যের অ্যাপ গুলোকে আলাদা করে নিতে পারবেন। এখান থেকে অর্থ প্রদত্ত অ্যাপ্লিকেশন গুলোও বেছে নেয়া খুব সহজ। তবে গুগল প্লে স্টোরে বিনামূল্যের অ্যাপ এর সংখ্যা বেশি অর্থ প্রদত্ত অ্যাপ্লিকেশন এর তুলনায়। আর এখানে বিনামূল্যের অ্যাপের জনপ্রিয়তাও একটু বেশি।

অ্যাপ্লিকেশনের Ranking যাচাই করতে Google Play সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে। এই টিউনের অন্যান্য ওয়েবসাইট এর তুলনায় Google Play হয়তো একটি দুর্বল প্রকৃতির ওয়েবসাইট। তবে এই ওয়েবসাইট এখনো মাত্রাতিরিক্ত ব্যবহারকারী রয়েছে এবং ইহা ক্রমাগতই বাড়ছে।

Google play Store

অফিসিয়াল ওয়েবসাইট @ Google play Store

এই তালিকাগুলো ব্যবহার করে সেরা অ্যাপ্লিকেশন ডাউনলোড ও ইনস্টল করুন

সেরা অ্যাপ্লিকেশন খোঁজার জন্য Ranking তালিকা হচ্ছে দক্ষ নির্ণায়ক। অর্থাৎ কোন অ্যাপ্লিকেশনটি কাজের তা তালিকায় ক্রমান্বয়ে সাজানোই মূলত Ranking। কোন ওয়েবসাইটের Ranking তালিকা থেকে আমরা সহজেই জনপ্রিয় অ্যাপ্লিকেশনটি বেছে নিতে পারি। এটা কোন অ্যাপ্লিকেশন এর পর্যালোচনা করে দেখার প্রয়োজনীয়তা দূর করে অর্থাৎ যাচাই করার প্রয়োজনীয়তা দূর করে। কারণ Ranking আগে থেকেই পর্যালোচনার ফলে পাওয়া তথ্য গুলো ও পরীক্ষা করার পরের ফলাফল গুলো ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় উপস্থাপন করে। Ranking তালিকার অ্যাপ্লিকেশন গুলোর গুনগত মানের উল্লেখ ও পাওয়া যায় ওয়েবসাইট গুলোতে।

কিছু কিছু ওয়েবসাইট উপরে উল্লেখিত মৌলিক ফিচার প্রদান করে থাকে। তবে আরো কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলোতে আরো উন্নত ফিচার অফার করছে। অধিকাংশ ওয়েবসাইট গুলোর Ranking তালিকা বিনামূল্যে ব্যবহার করা যায়। তবে আবার কোন কোন ওয়েবসাইট আছে যেগুলোর উন্নত ফিচার গুলো ব্যবহার করতে অগ্রিম পেমেন্ট করতে হয়। বর্তমানে পেমেন্ট মেথড ওয়েবসাইট এর সংখ্যা দিন দিন বাড়ছে। অর্থাৎ পেমেন্ট ছাড়া উন্নত ফিচার ফ্রিতে পাওয়া প্রায় দুর্লভ হয়ে পরেছে।

তো বন্ধুরা এই ছিলো আজকের টিউন। আশাকরি ভালো লেগেছে। টিউন সম্পর্কে কোনো মন্তব্য থাকলে টিউমেন্ট করে আমাকে জানাবেন। আমার টিউন সবার প্রথমেই দেখতে চাইলে আমাকে অবশ্যই ফলো করবেন। টিউনটি ভালো লাগলে জোসস দিতে দ্বিধা করবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোন এক টিউনে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

Level 7

আমি মো তানজিন প্রধান। ২য় বর্ষ, বগুড়া আজিজুল হক কলেজ, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 91 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।

কখনো কখনো হারিয়ে যাই চিন্তার আসরে, কখনোবা ভালোবাসি শিখতে, কখনোবা ভালোবাসি শিখাতে, হয়তো চিন্তাগুলো একদিন হারিয়ে যাবে ব্যাস্ততার ভীরে। তারপর ব্যাস্ততার ঘোর নিয়েই একদিন চলে যাব কবরে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস