আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। বরাবরেই মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে। চলুন শুরু করা যাক,
যাদের ইউটিউবে চ্যানেল আছে এবং ভিডিও নিয়ে কাজ করে তারা প্রায়ই ইউটিউবে আপলোড করা ভিডিও ডাউনলোড করতে চায়। আমরা জানি ইউটিউব থেকে ফ্রি ভিডিও ডাউনলোড করা যায়। আমরা হয়তো এটা জানি না যে ভিডিও গুলো ডাউনলোড হয় সেগুলো কমপ্রেস করা থাকে। কিন্তু আপনি চাইলে অরিজিনাল ভিডিও কিন্তু ডাউনলোড করে ফেলতে পারবেন, শুধু ডাউনলোড না, আপনি সেটা সেভ করে ফেলতে পারবেন গুগল ড্রাইভে। একই সাথে ভিডিও গুলো Facebook, Vimeo এর মত প্ল্যাটফর্ম গুলোতেও মুভ করা যাবে।
অনেকে হয়তো Google Takeout টুলের সাথে পরিচিত l এটা দিয়ে গুগল একাউন্টের সকল ডেটা এক্সপোর্ট করে ডাউনলোড করা যায়। এই টুল দিয়ে আপনি এখন চাইলে আপলোড করা ভিডিও এর অরিজিনাল ফাইলও ডাউনলোড করতে পারবেন এবং এটি গুগল ক্লাউডেও সেভ করতে পারবেন। আগে শুধু মাত্র ইমেইলে লিংক পাঠানো যতো এখন সেখানে গুগল ক্লাউড যুক্ত হয়েছে।
আপনি ইউটিউব এর Creator Studio থেকেও MP4 ফরমেটে ভিডিও ডাউনলোড করতে পারেন সেক্ষেত্রে আপনাকে ভিডিও গুলো আলাদা আলাদা ডাউনলোড করতে হবে এবং ভিডিও গুলো প্রসেসড ভিডিও হবে অরিজিনাল হবে না
চলুন দেখে নেয়া যাক কিভাবে Google Takeout টুলের মাধ্যমে আপলোড করা অরিজিনাল ভিডিও ডাউনলোড করে নেয়া যায়।
ধাপ ১
প্রথমে Google Takeout পেজটি ওপেন করুন। নিচের মত পেজ দেখতে পাবেন এখান থেকে YouTube এ চেক দিয়ে Next এ ক্লিক করুন।
ধাপ ২
এবার Delivery Method থেকে ” Add to Cloud Drive ” সিলেক্ট করুন। আগে Google Takeout সকল ডাউনলোড লিংক ইমেইলে সেন্ড করতো কিন্তু এখন আপনি সেটা ক্লাউড ড্রাইভে সেভ করতে পারবেন যা আগের চেয়ে অনেক সহজ এবং দ্রুত হয়। আপনার পিসিতে যদি Google Drive sync টুলটি থাকে তাহলে এটি সরাসরি পিসিতে ডাউনলোড হয়ে যাবে।
ধাপ ৩
ফাইল এবং সাইজ অনুযায়ী প্রসেস এর সময় ভিন্ন ভিন্ন হতে পারে। আপনি চাইলে পেজটি ক্লোজ করেও দিতে পারেন। কাজ সম্পন্ন হলে আপনাকে ইমেইলের মাধ্যমেই জানানো হবে।
ধাপ ৪
কাজ শেষ হলে ভিডিও গুলো Zip ফরমেটে সেভ হবে। ভিডিও ডেসক্রিপশন ও প্লেলিস্টের জন্য আপনি আলাদা JSON ফাইলও পাবেন।
আগে যেখানে শুধু মাত্র ইমেইলে ফাইলের লিংক পাওয়া যেতো এখন সেখানে সরাসরি ড্রাইভে মুভ করার সুবিধা যুক্ত হয়েছে। যা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বেশ সুবিধাজনক বলে মনে হচ্ছে।
তো আজকে এ পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।
খুব ভালো ছিল আর্টিকেলটি। ধন্যবাদ।