অরিজিনাল নর্টন-এর ভার্সনগুলো পেলে বোধ হয় খুব খুশি লাগবে সবার। হ্যাঁ...আমি আপনাদেরকে ৩মাসের ব্যবহার যোগ্য অরিজিনাল নর্টন এন্টিভাইরাসের সন্ধান দেবো।
ক্রাক করা এন্টিভাইরাস আসলে নিরাপদ নয়। যারা একটু বিজ্ঞ তারা সেটা ভালো করেই জানেন। তাই আমি নিজেই ক্রাক করা এন্টিভাইরাস ব্যবহার করি না।
পাঠক ও টিউনার ভাইদের জ্ঞাতার্থে বলতে চাই একরকম ক্ষমা চেয়ে নিচ্ছি এই জন্যে যে, স্কিনসট না দেবার জন্য। আসলে স্কিনসট বোধ হয় দরকার নেই কারণ এটা সেটআপ করা খুবই সহজ যেকোন ট্রায়াল ভার্সন সফটওয়্যারের মতো। তো নিয়ে নিন আপনার পাপ্য এন্টিভাইরাসগুলো। আর দুটো এন্টিভাইরাস মিলে মোট ৬ মাসের জন্য নিশ্চিন্ত থাকুন। ইচ্ছে করলে ওগুলো বার বার আনইন্সল করে আবার সেটআপ দিতে পারবেন।
আমার জানামতে, এন্টিভাইরাসগুলো পিসিকে কখনো স্লো করবে না। আমি নিজিই দুটো ব্যবহার করেছি। তো সে ব্যপারে সম্পূর্ণ নিশ্চিন্ত থাকতে পারেন।
বিঃদ্রঃ আমার কাছে একবছরের মেয়াদি ক্যাসপারস্কি এন্টিভাইরাস আছে অরিজিনালটা কিন্তু এখন লিংকটা দিতে পারছি না বলে দুঃখিত। কারণ আমি নিজেই ওটা ব্যবহার করিনি। তবে সেটা অরিজিনাল। আগামীতে ওটাও দেবো ইনশাল্লাহ্।
টিউনের ভুলভ্রান্তিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। মন্তব্য অবশ্যই কাম্য। সবাইকে ধন্যবাদ।
লিংকটা নিচে দেয়া হলোঃ
আমি ঘুম কাতুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Ask my friend
খুব ভাল টিউন
যাদের kaspersky nod32 এর কি দরকার তারা https://www.facebook.com/pages/Antiviruskey/167523523306203 facebook এর এই পেজটি দেখতে পারেন