অরিজিনাল নর্টন ৩৬০ ও ইন্টারনেট সিকিউরিটি কারো লাগবে ভাই???

অরিজিনাল নর্টন-এর ভার্সনগুলো পেলে বোধ হয় খুব খুশি লাগবে সবার। হ্যাঁ...আমি আপনাদেরকে ৩মাসের ব্যবহার যোগ্য অরিজিনাল নর্টন এন্টিভাইরাসের সন্ধান দেবো।

ক্রাক করা এন্টিভাইরাস আসলে নিরাপদ নয়। যারা একটু বিজ্ঞ তারা সেটা ভালো করেই জানেন। তাই আমি নিজেই ক্রাক করা এন্টিভাইরাস ব্যবহার করি না।

পাঠক ও টিউনার ভাইদের জ্ঞাতার্থে বলতে চাই একরকম ক্ষমা চেয়ে নিচ্ছি এই জন্যে যে, স্কিনসট না দেবার জন্য। আসলে স্কিনসট বোধ হয় দরকার নেই কারণ এটা সেটআপ করা খুবই সহজ যেকোন ট্রায়াল ভার্সন সফটওয়্যারের মতো। তো নিয়ে নিন আপনার পাপ‌্য এন্টিভাইরাসগুলো। আর দুটো এন্টিভাইরাস মিলে মোট ৬ মাসের জন্য নিশ্চিন্ত থাকুন। ইচ্ছে করলে ওগুলো বার বার আনইন্সল করে আবার সেটআপ দিতে পারবেন।

আমার জানামতে, এন্টিভাইরাসগুলো পিসিকে কখনো স্লো করবে না। আমি নিজিই দুটো ব্যবহার করেছি। তো সে ব্যপারে সম্পূর্ণ নিশ্চিন্ত থাকতে পারেন।

বিঃদ্রঃ আমার কাছে একবছরের মেয়াদি ক্যাসপারস্কি এন্টিভাইরাস আছে অরিজিনালটা কিন্তু এখন লিংকটা দিতে পারছি না বলে দুঃখিত। কারণ আমি নিজেই ওটা ব্যবহার করিনি। তবে সেটা অরিজিনাল। আগামীতে ওটাও দেবো ইনশাল্লাহ্।

টিউনের ভুলভ্রান্তিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। মন্তব্য অবশ্যই কাম্য। সবাইকে ধন্যবাদ।

লিংকটা নিচে দেয়া হলোঃ

http://buy-static.norton.com/prod/html/partner/msft_EN.html?page=1582AIndexPage&client=Symantec&sid=37771&cid=273172&CUR=840&DSP=&PGRP=0&ABCODE=&CACHE_ID=273172

Level New

আমি ঘুম কাতুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Ask my friend


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ভাল টিউন

যাদের kaspersky nod32 এর কি দরকার তারা https://www.facebook.com/pages/Antiviruskey/167523523306203 facebook এর এই পেজটি দেখতে পারেন

Level 0

পি সিকে অনেক slow করে ফেলে।

    ভাই পিসিকে কিভাবে স্লো করে জানি না। আমি নিজেইতো ব্যবহার করি। উল্লেখ্য যে, আমি ইউন্ডোজ ৭ হোম পিমিয়াম ইউজ করি ভাই। আমারটাতো স্লো হয় নাই। আর যদি তবুও সন্দেহ থাকে তাহলে দয়া করে নটনএর ওয়েবসাইটে গিয়ে কম্পারিজেনগুলো দেখে নিন। তারপর বলুন। মুখস্ত কথা বলবেন না ভাই। ধন্যবাদ।

আসলে কোন এন্টিভাইরাস ভাল আমাকে বলবেন? আমি কিন্তু টাকা দিতে পারব না।

    রব ভাই আপনাকে ধন্যবাদ। আসলে যে, কোন এন্টিভাইরাসটি ভাল তা বলা মুসকিল। আমি নিজেও মাঝে মাঝে নিজেকে জিজ্ঞাস করি এখনো। ব্যপারটা এরকম, ধরুন আমাকে বললে বলবো হয়তো নটন, আরেকজন বলবে ম্যাকাফি কিংবা ক্যাসপারস্কি। ব্যাপারটা হলো আপনি যেটা ব্যবহার করে নিরাপদ মনে করেন সেটাই ভাল। আমি আমার পিসি'র জীবনে যতগুলো এন্টিভাইরাস ব্যবহার করেছি সবগুলোই ভাল মনে হয়েছে। একেকটা একেকদিক দিয়ে বিশেষ বৈশিষ্টসম্পন্ন। আর যারা এন্টিভাইরাস তৈরী করেন খোদ তারাই বলেন যে, কোন এন্টিভাইরাসই পুরোপুরি নিরাপত্তা দিতে সক্ষম নয়। সুতরাং এবার বুঝোন। আমার মনে হয় আপনার উত্তরটা বোধ হয় পেয়ে গেছেন। না হলে বিশেষজ্ঞদের সরণাপন্ন হতে পারেন কিংবা টিউনে কাউকে জিজ্ঞাস করতে পারেন। ধন্যবাদ।

ঘুমে কাতুর ভাই কি দিলেন , DOWNLOAD LINK কেজ করে না তো ।

ধন্যবাদ দরকারি পোস্টের জন্য। আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি সেটা হল norton এবং kasparsky এর আপডেট ফাইল আলাদা ভাবে কিভাবে নামানো যায় এবং কিভাবে(অফলাইনে) ইউজ করা যায়।