কিভাবে Telegram Chat Theme পরিবর্তন করবেন

Level 4
ওয়ার্ড কাউন্সিলর, ১নং ভোলাহাট ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ

আসসালামুআলাইকুম বন্ধুরা। সবাই কেমন আছেন? আশাকরি ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় ভালো আছি। বন্ধুরা অনেকদিন ধরে আপনার জন্য আমার নতুন কোন টিউন নিয়ে আসতে পারেননি।

যাইহোক সুপ্রিয় পাঠকগণ, সকল ব্যস্ততা কাটিয়ে আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আমার আরও একটি নতুন টিউন নিয়ে। বন্ধুরা, আজকের টিউনের টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে আজকের টিউনটি কি সম্পর্কিত হতে চলেছে?

বন্ধুরা, আপনারা অনেকেই টেলিগ্রাম ব্যবহার করেন। আপনারা জানেন টেলিগ্রাম অ্যাপ মেসেঞ্জার এর মতই। তো বন্ধুরা আপনারা মেসেঞ্জার অ্যাপ এ ডার্ক মোড করা শিখেছেন কিংবা আপনার যেকোনো থিম পরিবর্তন করতে পারেন। কিন্তু যেহেতু টেলিগ্রাম অ্যাপ সচরাচর কেউ ব্যবহার করেন না, তাই এখানে আপনারা থিম পরিবর্তন করার কথা ভাবেন নি কিংবা আপনারা অনেকেই জানেন না যে, কিভাবে মেসেঞ্জার এর মত টেলিগ্রাম অ্যাপ এর থিম পরিবর্তন করা যায়।

তো বন্ধুরা আমি মূলত এ জন্যই আমার এই টিউনটি করতে চলেছি। আমার এই টিউনে আমি আপনাদের পুরো প্রক্রিয়াটি দেখিয়ে দেবো যে, কিভাবে আপনারা আপনার টেলিগ্রাম অ্যাপ এর থিম পরিবর্তন করবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

টেলিগ্রাম অ্যাপ এর চ্যাট থিম পরিবর্তন করার পুরো প্রক্রিয়া :

১. এর জন্য প্রথমত আপনি আপনার টেলিগ্রাম অ্যাপ এর মধ্যে প্রবেশ করবেন এবং প্রথমে উপরে দেখতে পাবেন menu অপশন রয়েছে। সেই মেনু অপশনে প্রথমত ক্লিক করবেন।

২. তারপর সেখানে আপনারা কিছু অপশন পেয়ে যাবেন এবং সেখানে আপনি সেটিং নামের একটি অপশন দেখতে পাবেন। সেটিং অপশনে ক্লিক করবেন।

৩. সেটিংস অপশনে ক্লিক করার পর আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। সেখান থেকে আপনি আপনার যাবতীয় সেটিং গুলো চেঞ্জ করতে পারবেন। আর আপনি যদি আপনার চ্যাট থিম পরিবর্তন করতে চান তাহলে প্রথমত সেখান থেকে চ্যাট সেটিংস নামের অপশন এ ক্লিক করবেন।

৪. তারপর সেখানে আপনি আপনার চ্যাটিং এর যাবতীয় পরিবর্তন করতে পারবেন। যেমন: আপনি আপনার কথোপকথন গুলোর লেখা ছোট বড় করতে পারবেন এবং সেগুলোর স্থান ঠিক কোরতে পারবেন অর্থাৎ আপনি সেই কনভারসেশন গুলো কে কোথায় রাখতে চান, কোন সাইডে সেটি সিলেক্ট করতে পারবেন, আপনি আপনার কনভারসেশন থিম পরিবর্তন করতে পারবেন। থিম পরিবর্তন করার জন্য আপনি সেখানে একটি অপশন দেখতে পাবেন যেখানে লিখা থাকবে কালার থিম।

৫. ঐখানে আপনি অনেকগুলো থিম দেখতে পাবেন এগুলোর মধ্যে থেকে আপনি যেকোনো থিম সিলেক্ট করতে পারবেন। যদি আপনি আপনার থিমকে ডার্ক মোড করতে চান তাহলে সেখানে ডার্ক মোড নামের একটি অপশন দেখতে পাবেন। ওই অপশনে ক্লিক করলে আপনার কথোপকথন থিমটি ডার্ক  মোডে হয়ে যাবে।

এছাড়াও আপনি আপনার ঐ থিমে আপনার ছবিও লাগাতে পারবেন। যাইহোক আপনারা যদি ছবি না লাগাতে চান তাহলে ডার্ক মোড করে রাখতে পারেন। এতে করে আপনার টেলিগ্রাম অ্যাপটির সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং কথোপকথন থিম পরিবর্তন হয়ে যাবে।

তো বন্ধুরা আশাকরি বুঝতে পেরেছেন যে, কিভাবে আপনারা আপনাদের টেলিগ্রাম অ্যাপ এর কথোপকথন থিম পরিবর্তন করবেন। যদি না বুঝতে পেরে থাকেন এবং কোন জায়গায় যদি আপনাদের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে টিউমেন্ট করবেন। আমি আপনাদের টিউমেন্ট এ সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব।

আশাকরি এ টিউনটি আপনাদের ভাল লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সকলে ভাল থাকুন, সুস্থ থাকুন এবং টেকটিউনসের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।

Level 4

আমি মো: আহাসানুল কবির। ওয়ার্ড কাউন্সিলর, ১নং ভোলাহাট ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 6 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Seriously!
এই সামান্য বিষয় টিউন করা লাগে!
আরে আংকেল, যদি TG তে Custom Theme কিভাবে তৈরী করা লাগে, বিষয় নিয়ে টিউন করতেন, তাহলে প্রতিটা TG user উপকৃত হতো।

প্রিয় ট্রাসটেড টিউনার,

আপনার টিউনটি ‘ট্রাসটেড টিউন’ হিসেবে বিবেচিত হলো না এবং ‘টেকটিউনস ক্যাশ’ প্রসেস হলো না।

কারণ:

আপনার টিউনটির টিউন টপিক Up to the Mark কোয়ালিটির, এক্সক্লুসিভ, ইউজার এনগেজিং, ইন্টারেস্টিং টিউন টপিক নিয়ে টিউন করা হয়নি।

টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে আপনাকে Up to the Mark কোয়ালিটির, এক্সক্লুসিভ, ইউজার এনগেজিং, ইন্টারেস্টিং টিউন টপিক নিয়ে টিউন করতে হয়।

করণীয়:

আপনি আরও বেশি নতুন নতুন এক্সক্লুসিভ, ইউজার এনগেজিং টপিক নিয়ে স্টার্ডি ও রিসার্চ করুন এবং আপনার পরবর্তি টিউনের টপিক হিসেবে এক্সক্লুসিভ, ইউজার এনগেজিং টপিক এর উপর টিউন করুন।

আপনার পরবর্তি টিউনের টিউন টপিক Up to the Mark কোয়ালিটির, এক্সক্লুসিভ, ইউজার এনগেজিং, ইন্টারেস্টিং টিউন টপিক নিয়ে টিউন করা না হলে, সে টিউনের জন্য টেকটিউনস ক্যাশ প্রসেস হবে না এবং আপনার পরবর্তি টিউনের টিউন টপিক বারংবার Up to the Mark না হলে আপনার ট্রাসটেড টিউনারশীপ সাসপেন্ড হবে।

কোন ‘টিউন টপিক’ ও ‘টিউন’, ‘টেকটিউনস ট্রাস্টেড টিউন’ হিসেবে গণ্য হবে আর কোন ‘টিউন টপিক’ ও ‘টিউন’, ‘টেকটিউনস ট্রাস্টেড টিউন’ হিসেবে গণ্য হবে না, তা, ‘টেকটিউনস কন্টেন্ট অপস’ এর সিদ্ধান্তই চূরান্ত হিসেবে বিবেচিত হয়।

আপনার পরবর্তী টিউন, নির্দেশিত এই গাইডলাইন মেনে টিউন করুন।