আসসালামুআলাইকুম বন্ধুরা। সবাই কেমন আছেন? আশাকরি ভাল আছেন। আমি আবারো আপনাদের জন্য নিয়ে চলে এসেছে আমার আরও একটি নতুন টিউন। আজকের টিউনের টাইটেল এবং থাম্বনেল দেখেই তো বুঝে গেছেন আজকের টিউনটি কি সম্পর্কিত হতে চলেছে। আজকের টিউনে আমি আপনাদের একটি বিশেষ ট্রিক শিখিয়ে দেবো অর্থাৎ আপনারা যে মেসেজ অ্যাপটি ব্যবহার করেন সে অ্যাপের ব্যাকগ্রাউন্ড আপনার কিভাবে চেঞ্জ করবেন সেটি আমি আজকের টিউনে আপনাদের শিখিয়ে দেবো। আজকের টিউনটি পড়ার পর আপনি নিজেই আপনার মেসেজ অ্যাপ এর ব্যাকগ্রাউন্ড একেবারে নিখুঁত ভাবে পরিবর্তন করতে পারবেন নিচের স্ক্রীনশটএর মত করে।
তো বন্ধুরা আপনারা স্কিনশর্টটি দেখেই তো বুঝে গেছেন আজকের টিউনটি পড়ার পর আপনি আপনার মেসেজ অ্যাপ থেকে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। তো এর জন্য আমার পুরো আর্টিকেলটি পড়তে থাকুন এবং পড়া শেষে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। তো বন্ধুরা অনেক কথা বলে ফেললাম। চলুন শুরু করা যাক।
১. এর জন্য প্রথমত আপনাকে আপনার মেসেজ অ্যাপ টিতে প্রবেশ করতে হবে এবং প্রথম এই অ্যাপটি ওপেন করার পর আপনি উপরে দেখতে পাবেন মেনু অপশন আছে। প্রথমত মেনু অপশন এ ক্লিক করবেন।
২. মেনু অপশন এ ক্লিক করার পর আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন। সেখান থেকে আপনি সেটিংস অপশনটি সিলেক্ট করে নেবেন।
৩. সেটিং অপশনে ক্লিক করার পর আপনার সামনে আরও একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। সেখান থেকে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন এর মধ্যে আপনি একটি অপশন দেখতে পাবেন যেটাতে লেখা থাকবে ব্যাকগ্রাউন্ড। আপনি সেই ব্যাকগ্রাউন্ড লিখায় ক্লিক করবেন।
৪. সেখানে ক্লিক করার পর আপনি আপনার ইচ্ছামত ভাবে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন। আপনি চাইলে আপনার গ্যালারি থেকে ও সেখানে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন। এর জন্য আপনি নিচে দেখতে পাবেন গ্যালারি আইকন থাকবে। প্রথমত গ্যালারি আইকনে ক্লিক করবেন।
৫. Galleryআইকনে ক্লিক করার পর আপনার গ্যালারিতে সেখানে ওপেন হয়ে যাবে। আপনি যে ছবিটি সেখানে যুক্ত করতে চান সেই ছবিটি আপনি সেখানে সিলেক্ট করবেন।
৬. আপনি সেখান থেকে আপনার ইচ্ছা মত ছবি সেট করে নেওয়ার পর আপনাকে সেখানে আপনার ছবিটি একটু ক্রপ করতে হবে। এজন্য আপনি আপনার ছবিটিকে প্রয়োজন মতো ক্রপ করে নেবেন। তারপর আপনি নিচে দেখতে পাবেন লেখা থাকবে ওকে নামের একটি অপশন। সেখানে ক্লিক করবেন।
৭. তারপর আপনি দুইটি অপশন দেখতে পাবেন একটি লেখা থাকবে cancel এবং আরেকটিতে দেখে থাকবেন done। আপনি done লেখায় ক্লিক করবেন।
৮. এরপর খুব সহজেই আপনার মেসেজ এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে।
তো বন্ধুরা আশাকরি এই টিউনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং সুন্দর একটা টিউমেন্ট করে দেবেন।
যদি এ টিউনটি সম্পর্কে আপনাদের কোন প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে টিউমেন্ট করবেন আমি আপনাদের প্রতিটি টিউমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এবং টেকটিউনসের সাথে থাকেন। আসসালা মুয়ালাইকুম।
আমি মো: আহাসানুল কবির। ওয়ার্ড কাউন্সিলর, ১নং ভোলাহাট ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 6 টিউনারকে ফলো করি।
নির্দেশনা [০১]
প্রিয় টিউনার,
আপনার টিউনটি ‘টেকটিউনস ট্রাস্টেড টিউন’ এর জন্য প্রসেস হতে পারছে না।
কারণ:
টিউন থাম্বনেইলে যোগ করা ইমেইজ হিসেবে, (গুগল ইমেইজে সার্চ করে) কপিরাইটেড ইমেইজ যোগ করা হয়েছে। টিউন থাম্বনেইলে যোগ করা ইমেইজ হিসেবে কোন ধরনের কপিরাইটেড ইমেইজ যোগ করা যায় না।
আপনাকে অ্যাসাইন করা টিউন থাম্বনেইল টেমপ্লেট গাইডলাইন অনুযায়ী, টিউন থাম্বনেইলের ইমেজ, ‘টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন’ অনুযায়ী, গাইডলাইনে উল্লেখিত সোর্স থেকে সংগ্রহ করা কপিরাইটেড মুক্ত, টিউনের সাথে প্রাসঙ্গিক/মানানসই/আকর্ষণীয় হতে হয়।
করণীয়:
আপনাকে অ্যাসাইন করা টিউন থাম্বনেইল টেমপ্লেট গাইডলাইন অনুযায়ী, টিউন থাম্বনেইলের ইমেজ, ‘টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন’ অনুযায়ী, গাইডলাইনে উল্লেখিত সোর্স থেকে সংগ্রহ করে, কপিরাইটেড মুক্ত, টিউনের সাথে প্রাসঙ্গিক/মানানসই/আকর্ষণীয় ইমেইজ যোগ করে নতুন টিউন থাম্বনেইল তৈরি করুন ও টিউনের টিউন থাম্বনেইল হিসেবে সেট করুন।
খেয়াল করুন: আপনার এই টিউন সংশোধনের জন্য আপনাকে সর্বোচ্চ ৫ বার নির্দেশনা দেওয়া হবে। এই ৫ বার নির্দেশনার মধ্যে আপনি যদি টিউন সঠিক ভাবে ও নির্ভুল ভাবে সংশোধনে ব্যর্থ হোন তবে এই টিউন টি ‘টেকটিউনস ট্রাসটেড টিউন’ এর জন্য প্রসেস হবে না এবং ‘টেকটিউনস ট্রাসটেড টিউন’ এর জন্য বাতিল হবে। নির্দেশনার ক্রমিক নম্বর নির্দেশনার শুরুতে নির্দেশনা [০১], নির্দেশনা [০২] এভাবে দেওয়া থাকে।
উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।
খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউনে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস কন্টেন্ট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।