মেমরি কার্ড, পেন ড্রাইভ ফরম্যাট নিচ্ছে না? জেনে নিন ইউএসবি ডিস্ক ফরম্যাটের এক হালি উপায়

বিভিন্ন কারনে ইউএসবি ডিস্ক (ফ্ল্যাশ ডিস্ক) ফরম্যাট দেয়ার প্রয়োজন পড়ে। কিন্তু অনেক সময় ভাইরাস বা অন্য কারনে ইউএসবি ডিস্ক (পেন ড্রাইভ, মেমরি কার্ড ইত্যাদি) ফরম্যাট নিতে চায় না। তবে নিচের পদ্ধতিগুলোর যে কোন একটি অ্যাপ্লাই করলে ইউএসবি ডিস্ক সহজেই ফরম্যাট হবে।

১) কমান্ড প্রম্পট ব্যবহার করেঃ

এটি পেন ড্রাইভ/ মেমরি কার্ড ফরম্যাট করার সবচেয়ে কার্যকরী পদ্ধতি।

এক্ষেত্রে, যা করতে হবেঃ

  • প্রথমে Start থেকে Run এ গিয়ে "cmd" লেখাটি টাইপ করে এন্টার দিন।
  • যে উইন্ডোটি আসবে সেখানে লিখুন " Format K: "। লক্ষ্য করুন ইউএসবি ডিস্কটি K ড্রাইভ হিসেবে কাজ করছে বলে "Format K:" লেখা হয়েছে।
  • এন্টার দিন।
  • একটি উইন্ডো আসবে। এখানে "Y/N" চাইলে "Y" টাইপ করে এন্টার দিয়ে ডিস্কটি পুনরায় নরমালি ফরম্যাট দিয়ে দেখুন ফরম্যাট নিচ্ছে।

২) এনটিএফএস ফরম্যাটঃ

পেন ড্রাইভ/ মেমরি কার্ডকে সাধারনত Fat 32 ফাইল অবস্থায় ফরম্যাট করা হয়। তবে Fat 32 এ সমস্যা হলে ডিস্কটিকে  NTFS এ ফরম্যাট করা যায়।

এজন্য My Computer থেকে পেন ড্রাইভ/ মেমরি কার্ড এর উপর ডান বাটন ক্লিক করে Properties> Hardware এ গিয়ে পেন ড্রাইভ/ মেমরি কার্ডটি নির্বাচন করতে হবে।

এরপর Properties> Policies থেকে Optimize for performance নির্বাচন করে ok ক্লিক করতে হবে।

৩) উইন্ডোজের ডিস্ক ম্যানেজমেন্ট বা ডস ফরম্যাট ব্যবহার করেঃ

এক্ষেত্রে Start থেকে Control Panel এ গিয়ে Administrative Tools এ দুই বার ক্লিক করতে হবে। তারপর Computer Management এ দুই বার ক্লিক করতে হবে। এখন বাঁ পাশ থেকে Disk Management এ ক্লিক করলে ডান পাশে পেনড্রাইভ/ মেমরি কার্ডসহ সব কটি ড্রাইভের লিস্ট দেখাবে। সেখান থেকে পেন ড্রাইভ/ মেমরি কার্ড এর উপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে ফরম্যাট করলে পেনড্রাইভ ফরম্যাট হবে।

৪) সফটওয়্যার ব্যবহার করেঃ

উপরের কোন পদ্ধতিতে ইউএসবি ডিস্ক ফরম্যাট না হলে HP USB Disk Storage Format Tool সফটওয়্যারটি ব্যবহার করে দেখতে পারেন। এই টুল দিয়ে ইউএসবি ডিস্ককে ডস স্টার্টআপ ডিস্কও বানানো যাবে। সফটওয়্যারটির ব্যবহার খুবই সহজ। মাত্র ২ মেগাবাইটের সফটওয়্যারটি নিচের কোন লিঙ্ক থেকে ডাউনলোড করে নিজেই ব্যবহার করে দেখুন।

ডাউনলোড

http://www.mediafire.com/?x2yt2fgyzo2

http://www.mediafire.com/?pe92wwlo9mppzzw#1

http://freeandfreeware.blogspot.com/2010/08/hp-usb-disk-storage-format-tool.html

ভাল থাকবেন আর ভাল ভাল কমেন্ট করবেন। ধন্যবাদ।

Level 0

আমি বিকন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফেসবুকে আমি----- http://www.facebook.com/profile.php?id=100000687055447


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

স্ক্রিনশট টা কেটে শুধুমাত্র কমান্ড প্রম্পটের অংশটুকু দিন। টিউন ভালো হয়েছে 🙂

2 number tips টা জানতাম না। সুন্দর টিউন। ধন্যবাদ।

    ধন্যবাদ আপনাকেও।

Thanks to share

একটাও তো কাজ করতেছে না। কি করবো ???

Level New

very good

ভাই, একটাও কাজ করে না। আমি উপরের সব কাজ করেয়াছি। এটা একটু দেখেন :
https://www.techtunes.io/help-ask/tune-id/63421/

    এদের মধ্যে একটিও যদি কাজ না করে তাহলে বুঝতে হবে পেন ড্রাইভ এর একটা নির্দিষ্ট অংশ স্থায়ী ভাবে নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে পেন ড্রাইভটি যে কোম্পানির সেই কম্পানির ওয়েবসাইট এ গিয়ে ট্রাই করে দেখতে পারেন। তবে, কমান্ড প্রমট ব্যবহার করেছি কিন্তু কাজ হয়নি এরকম কোন ঘটনা আজ পর্যন্ত আমার জীবনে ঘটেনি। ধন্যবাদ।

    ভাইয়া আপনার মাথার উপের লিখতে হল । আপনি কোন দিন মনে হয় গান ডাউনলোডের কাজ করেন নি। যারা করেছে তারা জানে মেমরি কোনটা ভাল হয় আর কোটা ভাল হয় না । আপনার কাছে গেছে হয় তো যে মেমরি সহজে ফরম্যাট নায় সে রকম মেমরি। এই জন্যই আপনার জীবনে হয়তো আজ পর্যন্ত ঘটেনি।

    শিমুল ভাইয়া, আপনার কমেন্ট দেখে মনে হচ্ছে, আপনি হচ্ছেন গান ডাউনলোড এর পণ্ডিত দাদু। তো পণ্ডিত ভাইয়া, আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, যেসব মেমোরি কার্ড ভাইরাস বা অন্য কোন কারনে নরমালি ফরম্যাট নেয় না, মুলত সেগুলোর জন্যই এই টিউন। "যে যাবার চলে যায় বেধে কি রাখা যায়। তো যে যাবার চলে যায়। সে আর ভাল হয় না।"
    ধন্যবাদ, মন্তব্য করার জন্য।

    বিকন ভাই, আমি ফেরত পাওয়ার আশা ছেড়ে দিয়েছি ……..! কমান্ড প্রমট তা কাজ করে না এটা সত্য!
    আর ৩ পদ্ধতিতে তো নামই নাই। কোন টুল ও কাজ করে না। সব একই কথা বলে!………………………………………….
    ধন্যবাদ………………।

ধন্যবাদ

    ধন্যবাদ সবাইকে।

pen-driver system file নষ্ট হয়ে গেলে pen-driver format নিবে না সেক্ষেত্রে system file সহ format দেয় এই রকম soft লাগেব।

ভাই এ সব আমি জানি কিন্তু সব মেমরি বা পেন ড্রাইভ এতে কাজ করে না। যে যাবার চলে যায় বেধে কি রাখা যায়। তো যে যাবার চলে যায়। সে আর ভাল হয় না । যেমন সেদিন আমার কাছে একটি মেমরি নিয়ে আসে মেমরি টা ১ জিবি. শো করছে সই ১ জিবি. । কিন্তু কোন মতে সে মেমরি ফ্যারমাট নায়না।

ভাই এগুলো করে হচ্ছে না। অন্য বুদ্ধি আছে?

    আপাতত আমার জানা নেই।

খুব ভাল হয়েছে ধন্যবাদ।

Level 0

timu is mad

আমার কাজে লেগেছে । ধন্যবাদ বিকন ভাইক ।

cmd ও কাজে আসে নাই…:(

bhaia many many thanks…post ta amar onek help korsa

Level 0

আপনার ৩ নম্বর পদ্ধতি একটু বড় । এর জন্য My Computer -এ রাইট ক্লিক > Manage এ ক্লিক > Disk Management -এ ক্লিক করে সহজে যেকোন Disk Drive ফরমেট করা যায় ।