কিভাবে জানবেন আপনার ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন

কেমন আছেন সবাই? আশাকরি ভাল আছেন। আমার আজকের এই টিউনের মাধ্যমে গুরুত্বপূর্ণ একটি কথা শেয়ার করতে চাই। বর্তমানে অবৈধ বা আনঅফিসিয়াল মোবাইল গুলো বন্ধ হয়ে যাবে এমন একটি কথা শোনা যাচ্ছে। যদিও আনঅফিসিয়াল ফোন গুলো সহজে বন্ধ হবে না। এর কয়েকটি বিকল্প রয়েছে।

আমার আজকের এই টিউনের মাধ্যমে দেখাবো কিভাবে আপনি জানতে পারবেন আপনার মোবাইলটি বৈধ বা অফিশিয়াল কিনা। আপনার ফোনটি যদি অফিশিয়াল হয়ে থাকে তাহলে চিন্তার কোন কারণ নেই। আবার আপনার ফোনটি যদি আনঅফিসিয়াল হয়ে থাকে এবং এটি ৩০ জুন ২০২১ এর আগের কোন ফোন হয়ে থাকে তাহলেও আপনার চিন্তার কোন কারণ নেই। কারণ ৩০ জুনের আগের সকল মোবাইল অটোমেটিক ভাবে অফিশিয়াল হয়ে যাবে। ১লা জুলাই, ২০২১ এর পরে কেনা আনঅফিসিয়াল মোবাইল নিলে বা  বিদেশ থেকে পাঠানো মোবাইলের অফিসিয়াল করার ব্যাপারে কিছু নিয়ম রয়েছে।

আর বেশি কথা না বাড়িয়ে বলে নিই কিভাবে আপনি যাচাই করে নিবেন আপনার মোবাইলটি বৈধ কিনা। এর জন্য প্রথমে আপনার ফোনের IMEI নাম্বার টি বের করুন। আপনি আপনার ফোন থেকে *#06# ডায়াল করলেই আপনার IMEI নাম্বার টি পেয়ে যাবেন। এবার আপনার মোবাইল থেকে ম্যাসেজ অপশনে যান। মেসেজ অপশনে KYD  লিখে স্পেস দিয়ে আপনার IMEI নাম্বার টি দিয়ে দিন। এরপর 16002 নাম্বারে সেন্ড করুন। এটি সম্পুর্ন ফ্রি। তারপর আপনাকে একটি মেসেজ দিয়ে জানিয়ে দেয়া হবে আপনার মোবাইলটি BTRC এর  ডাটাবেসে আছে কি নাই। যদি ডাটাবেসে আপনার IMEI নাম্বার থাকে তাহলে আপনার ফোনটি অফিসিয়াল। আর যদি না থাকে তাহলে আপনার ফোনটি আনঅফিসিয়াল।

এভাবেই আপনি জানতে পারবেন আপনার ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। দারুন সব মোবাইল টিপস পেতে চাইলে আমাদের ব্লগ থেকে ঘুরে আসতে পারেন।

ব্লগ: SohozUpay - সহজ উপায়

Level 4

আমি রুদ্র অনিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন বলেছেন