নিজের নামে রিংটোন তৈরি করুন কোন ধরনের অ্যাপ ছাড়াই

নিজের নামে রিংটোন তৈরি করতে চান। তাহলে এই পোস্টটি দেখুন। এই টিউনে দেখানো হয়েছে কিভাবে আপনি নিজের নাম দিয়ে রিংটোন বানাবেন। সম্পূর্ণ বাংলা ভাষাতে আপনি রিংটোন বানাতে পারবেন।

আপনি হয়তো খেয়াল করেছেন অনেকে তার নিজের নাম দিয়ে রিংটোন বানিয়ে নেয়। এবং এটি যখন তার মোবাইলে সেট করে নেয় তখন এটি সবার কাছে অনেক আকর্ষণীয় লাগে। আপনি চাইলে নিজেও একটি নিজের নাম দিয়ে বাংলা রিংটোন বানাতে পারবেন।

নিজের নাম দিয়ে রিংটোন বানানোর জন্য অনেক অনলাইন টুল রয়েছে। বেশিরভাগ টুলে আপনি ইংলিশ বা হিন্দিতে নিজের নামে রিংটোন বানাতে পারবেন। কিন্তু সবগুলো টুলে আপনি বাংলায় রিংটোন বানাতে পারবেন না। এই টিউনে আমি আপনাদেরকে যে অনলাইন পোল্টি দেখাবো অ্যাটল এর সাহায্যে আপনি বাংলা ইংরেজি হিন্দি সহ অন্যান্য ভাষায় নিজের নামে রিংটোন বানাতে পারবেন। আবার নিজের নাম দিয়ে রিংটোন তৈরি করার অনেক অ্যাপস আছে। আপনি চাইলে এই অ্যাপস গুলো ব্যবহার করতে পারেন।

যদি আপনি অনলাইন টুল ব্যবহার করেন তাহলে আপনাকে কোন অ্যাপস ব্যবহার করতে হবে না। নিজের নামে রিংটোন তৈরি করার জন্য আপনাকে প্রথমে গুগল এ গিয়ে FDMR NAME  RINGTONE লিখে সার্চ করতে হবে। তাহলে আপনি fdmr এর ওয়েবসাইট পেয়ে যাবেন। এই ওয়েব সাইটে যাওয়ার পর উপরে ডানপাশে দেখুন তিনটি দাগ আছে। এই তিনটি দাগ থেকে আপনি Name Ringtone সিলেক্ট করুন।

এটি সিলেক্ট করার পর আপনি একটি নতুন পেজ পাবেন। এই পেজের মধ্যে আপনাকে প্রথমে একটি বক্স দেওয়া থাকবে ভাষা সিলেক্ট করার জন্য। এখানে আপনি বাংলা বা অন্য কোন ভাষা সিলেক্ট করে দিন। তারপর বক্সে একটি মিউজিক সিলেক্ট করুন। তার নিচের বক্সের মধ্যে আপনার বা আপনার প্রিয়জনের নামটি দিয়ে দিন। এবার নিচে দেখুন একটি মেসেজ বক্স রয়েছে। এখান থেকে একটি মেসেজ সিলেক্ট করে দিন। এখানে যে মেসেজটি সিলেক্ট করবেন এটি দিয়েই আপনার রিংটোন তৈরি হবে। এবার ক্রিয়েট বাটনে ক্লিক করুন।

ক্রিয়েট বাটনে ক্লিক করার পর মুহূর্তের মধ্যে আপনার রিংটোনটি তৈরি হয়ে যাবে। তখন আপনি আপনার রিংটোনটি প্লে করে দেখার জন্য একটা অপশন পাবেন। আপনি চাইলে এটি প্লে করে দেখতে পারেন কেমন হলো? তারপর ডাউনলোড বাটনে ক্লিক করলে একটি ডাউনলোড হয়ে যাবে।

এভাবে আপনি কোন ধরনের ঝামেলা ছাড়া, কোন ধরনের অ্যাপ্স ব্যবহার করা ছাড়া আপনার নিজের নামে রিংটোন তৈরি করতে পারবেন। এমন আরও মজার টিপস পেতে আমাদের ওয়েবসাইটে ঘুরে আসতে পাররন।

আমাদের ব্লগ লিংক: সহজ উপায়

Level 4

আমি রুদ্র অনিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস