Potion AI – সহজেই ইমেইলে যুক্ত করুন পারসোনালাইজড ভিডিও

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত চলে এসেছি নতুন কোন টিউন নিয়ে। আজকের এই টিউনে আমরা দেখব কিভাবে ইমেইলে পারসোনালাইজড ভিডিও যুক্ত করে আপনার সেলস বা ইমেইল রিপ্লাই আগের চেয়ে বাড়িয়ে নেবেন।

আপনি বিভিন্ন ভাবেই কাস্টমার বেজ তৈরি করতে পারেন। বর্তমান বিশ্বে শক্তিশালী কাস্টমার বেজ তৈরি করার প্রথম পদক্ষেপ হতে পারে Cold Emailing। আমরা সবাই হয়তো জানি মার্কেটিং এর লক্ষ্যে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানে পূর্ব যোগাযোগ ছাড়া ইমেইল সেন্ড করাকে Cold Emailing বলে। Cold Emailing বিষয়টি মোটামুটি বোরিং একটা বিষয় হলেও এটিকে চমকপ্রদ করে তুলতে সাহায্য করবে Potion AI ক্রোম এক্সটেনশনটি।

Potion AI কী?

Potion একটি ক্রোম এক্সটেনশন যা আপনাকে পারসোনালাইজড ভিডিও তৈরিতে এবং সেগুলোকে ইমেইলে এড করতে সাহায্য করবে। এই সার্ভিসে ব্যবহৃত AI, ইমেইল আইডিতে উল্লিখিত আলাদা আলাদা নামের একই ভিডিও তৈরি করতে পারে। এতে করে আপনাকে মেইলে সংযুক্ত প্রতিটি ভিডিওতে আলাদা নাম রিপ্লেস করা নিয়ে চিন্তা করতে হবে না।

Potion একটি ফ্রি এক্সটেনশন যার মাধ্যমে আপনি Cold Emailing এর জন্য পারসোনালাইজড ভিডিও তৈরি করতে পারবেন। ইমেইলে ভিডিও যুক্ত করাতে আপনার সম্ভাব্য কাস্টমাররা প্রথম মেইলেই আগ্রহী হতে পারে। ফলাফল সরূপ ইমেইলে ক্লিকও বৃদ্ধি পেতে পারে।

Potion

ক্রোম এক্সটেনশন @ Potion

যেভাবে ব্যবহার করবেন

প্রথমে আপনাকে ক্রোম এক্সটেনশনটি ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে। ইন্সটল হয়ে গেলে সার্ভিসটি একটিভ করার জন্য আপনাকে Activation পেজে নিয়ে যাওয়া হবে।

Activate বাটনে ক্লিক করার সাথে সাথে পেজটি Gmail এ Redirect হবে এবং সেখানে Record বাটম পাবেন।

Record Video তে ক্লিক করে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন, সেক্ষেত্রে অবশ্য আপনার ব্রাউজারকে সেই পারমিশন দিতে হবে।

ভিডিওতে কি বলবেন এটা নিয়ে যদি টেনশনে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে বিভিন্ন টেম্পলেট এর ব্যবস্থা। শুরু মাত্র নিজের বিজনেস এর নাম সেখানে রিপ্লেস করে বসিয়ে নিন। ভিডিও রেকর্ড করা হয়ে গেলে আপনি এর একটি নাম দিন। ভিডিওটি স্বয়ংক্রিয়ভাবে ইমেইলে এড হয়ে যাবে।

এই সার্ভিসটির দারুণ ব্যাপার হল, কোন নির্দিষ্ট গ্রাহকের নাম বা প্রত্যাশিত ক্লায়েন্টের নাম দিয়ে ভিডিও রেকর্ড করা হলেও, Potion AI স্বয়ংক্রিয়ভাবে খসড়ায় সংশ্লিস্ট নামের সাথে এটিকে রিপ্লেস করবে।

আর এভাবেই আপনি Potion AI এর মাধ্যমে পারসোনালাইজড ভিডিও ইমেইল সেন্ড করতে পারবেন।

শেষ কথাঃ

Potion আপনাকে, আপনার বিজনেস এবং পটেনশিয়াল কাস্টমারদের জন্য দারুণ পারসোনালাইজড ভিডিও তৈরিতে সাহায্য করবে। ইমেইলে ভিডিও থাকাতে কাস্টমাররা আপনার সার্ভিস বা প্রোডাক্টের প্রতিবেশী আগ্রহী হবে।

আজকে এতটুকুই, পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস