আপনি সামান্য এই ফোল্ডারও বানাতে পারবেন না।

image
আপনার কম্পিউটার যদি মাইক্রোসফটের উইন্ডোজ ভিত্তিক হয়ে থাকে তাহলে “CON” নামে একটা ফোল্ডার বানান তো। কম্পিউটারের যে কোন জায়গায় বানান। এক মিনিট সময় দিলাম। ১ ২ ৩ ৪ ৫...৫৯
সময় শেষ।

অনেকেই বলে মাইক্রোসফটের পুরো টিম এই প্রশ্নের উত্তর জানে না। এটা আসলে ভ্রান্ত ধারণা। মাইক্রোসফট MS DOS সিস্টেম ডিভাইস ড্রাইভারের জন্য CON ও এরকম আরও কিছু নাম বরাদ্দ করে রেখেছে যা অন্য কোন কাজে ব্যবহার করা যায় না। আরও কিছু উদাহরণ নিচে রইল,
Names you cant use as Folder Name
MS DOS device drive
PRN System list device, usually a parallel port
AUX Auxiliary device, usually a serial port
CLOCK$ System real-time clock
NUL Bit-bucket device
A:-Z: Drive letters
COM1First serial communications port
LPT1 First parallel printer port
LPT2Second parallel printer port
LPT3Third parallel printer port
COM2 Second serial communications port
COM3 Third serial communications port
COM4 Fourth serial communications port
CON Keyboard and display
আপনি যদি এসব সংরক্ষিত নাম দিইয়ে কোন ফোল্ডার বানাতে বা রিনেম করতে চান তবে পারবেন না। তবে আপনি যদি নাছোর বান্দা হয়ে ওয়ার্ড বা নোটপ্যাডের কোন ফাইল এ নামে সেভ করতে চান তবে নিচের মেসেজটি পাবেন।
আপনি আপনার মোবাইলেও “CON” নামে কোন ফোল্ডার বানাতে বা রিনেম করতে পারবেন না। আরেকটা বিষয়, কেউ “CON<space> ” নামে ফল্ডার বানিয়ে আমাকে বোকার স্বর্গে পাঠাবেন না কিন্তু। clip_image001

Level 0

আমি Blogger O। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thanks Bro !!!

    Level 0

    আপনাকে স্বাগতম 🙂

হা হা হা কে বানাতে পারবে না??? সবাই পারবে এটা কোন বেপারই না। যান ভাইয়েরা এই লিঙ্কে যান এবং এই ফোল্ডার বানাইয়া পিসি ভর্তি করে ফেলেন। হা হা হা > http://www.bigganprojukti.com/post-id/8958

    Level 0

    আরে ভাই আপনি তো বস 😀

শুরুতে আপনাকে তো চালাক মনে করছিলাম আপনিতো দেখছি বোকার স্বর্গে বাস করছেন। আরে ভাই কন নামে ফোল্ডার বানাতে না পারলে
এখন শিখে নিন। প্রথমে আপনাকে যা করতে হবে তা হলো একটি ফোল্ডার করুন। এর পর Alt প্রেস করে 255/0160 লিখুন এর পর আপনি
con, nul, prn, aux, com1, com2, com3, com4, com5, com6, com7, com8, com9, lpt1, lpt2, lpt3, lpt4, lpt5, lpt6, lpt7, lpt8, lpt অথবা এর পরে আপনার যদি আরও কিছু জানা থাকে তাহলে তাই লিখুন তার পর দেখুন তো হয় কিনা? যদি আপননি বোকা না হয়ে
থাকেন তাহলে ঠিক পারবেন। ও হ্যা পারলে জানাবেন । আর না পারলে ও জানাবেন। আরে ভই এই সব ছোট খাটো বিষয় নিয়ে চ্যালেঞ্জ না
করাই ভালো । ধন্যবাদ।

    Level 0

    আরে ভাই আমি কখন বললাম আমি চালাক আমি তো বোকাই :D। আমি তো বরং ভেবেছিলাম আপনি চালাক , প্রথম দেখাতেই বুঝে যাবেন যে আমি বোকা। বুঝতে অনেক সময় নিয়েছেন। যা হোক আপনার পদ্ধতিটা আসলেই চমৎকার। 😀

    আর হা আপনি বলেছেন বোকা না হয়ে থাকলে ঠিকই পারব মজার ব্যাপার হল আমি বোকা হয়া সত্ত্বেও পেরেছি 🙂 এটা প্রমান করে আপনার এই থিউরিটা ভুল:) চ্যালেঞ্জ করা বোধ হয় ঠিক হয় নি। সামনে করবো না 😉

    সেভেনে এভাবে হয় না।

    Level 2

    মেহেদী হাসান নিয়াজ vai ar sathe akmot..

আমি তো এমনি পারছি মোবাইল দিয়ে।

Level New

লেখা ও কমেন্ট ২ টাই সুন্দর হইছে।লেখা ও কমেন্ট থেকে আনেক কিছু শিখলাম।ধন্যবাদ।

Level 0

অনেক কিছু শিখলাম ।