Play Store এর অ্যাপ SD Card এ ইন্সটল করুন

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন

বিসমিল্লাহির রহমানির রাহিম, বন্ধুরা সবাই কেমন আছেন? আশাকরি মহান প্রতিপালকের অশেষ মেহেরবানিতে সবাই নিজ নিজ স্থানে ভালো ও সুস্থ আছেন।

বন্ধুরা মনে করুন আমাদের কোন একটা সফটওয়্যার এর প্রয়োজন পড়ল। আমরা এই সফটওয়্যার এর প্রয়োজন মেটানোর জন্য সাধারণত গুগল প্লে-স্টোর থেকে সফটওয়্যার ডাউনলোড ও ইন্সটল করে থাকি। তাতে সমস্যা হয় কি ওই সফটওয়্যারটি আমরা আবার My File এ খুঁজে পাইনা। মনে করে কোন এক কারণে ওই সফটওয়্যার Uninstall হয়ে গেলো। এখন আবার ওই সফটওয়্যার এর প্রয়োজন এখন আবার ডাউনলোড করতে হবে। এখন আপনি একটু চিন্তা করে দেখেন আমরা যদি গুগল প্লে-স্টোর থেকে সরাসরি আমাদের মেমোরি কার্ডে ডাউনলোড করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের মেমোরি কার্ডে সব সময় থাকবে। বন্ধুরা আজকের এই টপিক খুব গুরুত্বপূর্ণ, তাই আমি আশাকরি আজকের এই টিউন পুরো পড়বেন ও দেখবেন। বন্ধুরা এখন আপনাদের দেখাব কিভাবে প্লে-স্টোর থেকে “যেকোন সফটওয়্যার ডাউনলোড বা ইন্সটল করার পর সেটি আপনার ফোনের মেমোরিতে নিবেন। ”

বন্ধুরা চলুন আর দেরি না করে মূল টপিকে চলে যাই।

বন্ধুরা এই কাজটি করার জন্য আপনাকে প্লে-স্টোর থেকে একটি সফটওয়্যার ইন্সটল করতে হবে।

১. প্রথমেই চলে যাবেন আপনার ফোনের গুগল প্লে স্টোরে।

২. এই সার্চ বারে সার্চ করতে হবে Apps backup লিখে।

৩. তারপরে এই সফটওয়্যার এর উপর ক্লিক করবেন।

৪. আপনার সামনে এই রকম একটি পেজ ওপেন হবে।

৫. এখান থেকে ক্লিক করে ইন্সটল করে নিবেন।
ইন্সটল করে ওপেন করে সেটিংস করে নিবেন।

ওপেন করার পর সুন্দর করে প্রত্যকটি স্টেপ ভাই স্টেপ বুঝে বুঝে সেটিংস করবেন। বন্ধুরা আর যদি উল্টো পাল্টো হয় তাহলে গুগলে বা আপনার Drive এ সেভ হতে পারে। সেক্ষেত্রে ও খারাপ না, কারণ আপনি সেখান থেকেও ইন্সটল করে নিতে পারবেন। তবে সেটি করার জন্য আপনার ফোনে অবশ্যই Gmail থাকতে হবে।

বন্ধুরা আশাকরি সবার ভালো লেগেছে, এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই টিউন দেখার ও পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোন টিউনে নতুন কোন বিষয় নিয়ে, ততক্ষণ সবাই নিজ নিজ স্থানে ভালো ও সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

Level 7

আমি মাহবুব আলম তারেক। Sonic টিউনার, টেকটিউনস, সিলেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 95 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

I am a Graphics Designer, and have worked on a few other Web Sites.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় ট্রাসটেড টিউনার,

আপনার টিউনটি ‘টেকটিউনস ক্যাশ’ এর জন্য প্রসেস হতে পারছে না।

কারণ:

টিউনের কন্টেন্ট এ বানান ভুল করা হয়েছে।

ভুল বানান গুলো: মানি

এরকম আরও অনেক বানান ভুল রয়েছে।

করণীয়:

টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে টিউনের টিউন থাম্বনেইলে, টিউনের শিরোনামে ও টিউনের কন্টেন্টে কোন প্রকার বানান ভুল থাকা যায় না। প্রতিটি টিউন প্রকাশের আগে অভ্র স্পেল দিয়ে টিউনের টিউন থাম্বনেইলের, টিউনের শিরোনামের ও টিউনের কন্টেন্টের বানান চেক করে, নিজে কয়েকবার রিভিশন দিয়ে নিশ্চিত হতে হয় যে টিউনে কোন প্রকার বানান ভুল নেই।

অভ্র স্পেল দিয়ে টিউনের টিউন থাম্বনেইলের, টিউনের শিরোনামের ও পুরো টিউনের কন্টেন্টের বানান চেক করুন, সেই সাথে নিজে কয়েকবার রিভিশন দিয়ে নিশ্চিত হোন যে টিউনে কোন প্রকার বানান ভুল নেই।

উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।

খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউনে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস কন্টেন্ট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।

প্রিয় ট্রাসটেড টিউনার,

আপনার টিউনটি ‘টেকটিউনস ক্যাশ’ এর জন্য প্রসেস হতে পারছে না।

কারণ:

টিউনে সঠিক ভাবে প্যারা করা হয়নি বা Paragraph Break যোগ করা হয়নি।

টেকটিউনস স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন অনুযায়ী টিউনে দুটি প্যারা এর মাঝে Single লাইন ব্রেক থাকতে হয় যেন পরপর দুটি প্যারা পরস্পর সংলগ্ন হয়ে না থাকে।

দুটি প্যারার মাঝখানে অবশ্যই Single লাইন ব্রেক থাকতে হয়। দুটি প্যারা এর মাঝে লাইন ব্রেক ছাড়া একটি প্যারা আরেকটি প্যারা এর সাথে সংলগ্ন অবস্থায় লেগে থাকা যায় না।

করণীয়:

টিউনে “যেকোন সফটওয়্যার ডাউনলোড বা ইন্সটল করার পর সেটি আপনার ফোনের মেমোরিতে নিবেন।” এরপর,

প্যারা করা হয়নি বা Paragraph Break যোগ করা হয়নি। যার ফলে একটি প্যারা আরেকটি প্যারা এর সাথে সংলগ্ন অবস্থায় লেগে রয়েছে। উল্লেখিত বাক্যের পর সঠিক ভাবে দুটি প্যারার মাঝখানে Single লাইন ব্রেক যোগ করুন যেন একটি প্যারা আরেকটি প্যারা এর সাথে সংলগ্ন অবস্থায় লেগে না থাকে।

এছাড়া পুরো টিউন ভালো করে চেক করুন। টেকটিউনস স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন অনুযায়ী টিউনে সঠিক ভাবে প্যারা বা Paragraph Break যোগ করা আছে কিনা। টিউনে দুটি প্যারা এর মাঝে Single লাইন ব্রেক যোগ করা হয়েছে কিনা যেন দুটি প্যারা পরস্পর সংলগ্ন হয়ে না থাকে।

যে যে প্যারা এর পর Single লাইন ব্রেক (Line Break) নেই সে সে প্যারা এর পর কিবোর্ড থেকে Enter চেপে Single লাইন ব্রেক (Line Break) যুক্ত করুন যেন একটি প্যারা আরেকটি প্যারা এর সাথে সংলগ্ন অবস্থায় লেগে না থাকে।

Single লাইন ব্রেক (Line Break) যোগ করার সময় খেয়াল রাখুন যেন Single লাইন ব্রেক যোগ করতে গিয়ে Double লাইন ব্রেক (Line Break) যোগ করা না হয়। সেক্ষেত্রে একটি প্যারা থেকে আরেকটি প্যারা এর দূরত্ব অনেক বেশি হয়ে যাবে। যা টেকটিউনস স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন অনুযায়ী নয়।

উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।

খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউনে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস কন্টেন্ট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।

প্রিয় ট্রাসটেড টিউনার,

আপনার টিউনটি ‘টেকটিউনস ক্যাশ’ এর জন্য প্রসেস হতে পারছে না।

কারণ:

টিউনে এক্সট্রা লাইন ব্রেক ব্যবহার করা হয়েছে।

টিউনে “সার্চ করতে হবে Apps backup লিখে।” এরপর

এক্সট্রা লাইন ব্রেক ব্যবহার করা হয়েছে।

টেকটিউনস স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন অনুযায়ী টিউনে এক্সট্রা লাইন ব্রেক ব্যবহার করা যায় না।

করণীয়:

টেকটিউনস স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন অনুযায়ী টিউনে সকল এক্সট্রা লাইন ব্রেক রিমুভ করুন।

উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।

খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউনে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস কন্টেন্ট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।