বর্তমানে অনেক মানুষই লেখার সময় বাংলিশ লিখে থাকে। যার ফলে অনেকের বাংলা লিখতে অনেক সমস্যা হয়। এখন মনে করেন আপনার জরুরি ভাবে বাংলা লিখতে হবে কিন্তু আপনি বাংলা লিখতে পারেন না, তখন কি হবে? বা আপনি কম্পিউটারে বাংলা লিখবেন কিন্তু আপনি ইংরেজি ছাড়া বাংলা লিখতে পারেন না, তখন কি হবে? অথবা ধরেন আপনি বাংলা লিখতে পারেন কিন্তু নতুন উইন্ডোস দিয়েছেন বা আপনার কম্পিউটারে বাংলা লিখার মতো কোনো সফটওয়্যার নাই, কিন্তু আপনার বাংলা লিখতেই হবে তখন কি করবেন? এই প্রশ্নের উত্তর হয়তো আপনার জানা নাই। যাদের জানা নাই তাদের জন্যই আজকের এই টিউনটি। আশা করি শেষ পর্যন্ত দেখবেন।
আজকে আমি আপনাদের এমন একটি সাইটএর সাথে পরিচয় করিয়ে দিবো যার মাদ্ধমে আপনি বাংলিশ লিখলে সহজেই বাংলা হয়ে যাবে। এই সাইটএ আপনি বাংলিশ লিখার পর স্পেস দিলেই তা বাংলায় রূপান্তর হবে। সাইটটিতে ভিসিট করার জন্য এখানে ক্লিক করুন. ভিসিট করার পর নিচের মতো একটি পেজ দেখতে পাবেন।
এখন জানা যাক কিভাবে এটি ব্যবহার করবেন। ব্যবহার করা অনেক সহজ। আপনি সেখানে লেখার জন্য সেখানে থাকা বক্সটিতে লিখবেন। বক্সটিতে একটি শব্দ লিখার পরে স্পেস দিবেন তাহলেই এটি বাংলা হয়ে যাবে। কখনো যদি আপনি বাংলিশ লিখার পর সঠিক ভাবে বাংলা না আসে তাহলে শব্দটাকে একটু এদিক সেদিক করে লিখবেন তাহলে দেখবেন সঠিকভাবে লেখাটি আসবে। শব্দটি এদিক সেদিক করে লেখার পরেও যদি সঠিক বাংলা না আসে তাহলে বাংলিশ লেখাটি লেখার পর স্পেস দেওয়ার পরে আবার দুইবার ব্যাকস্পেস দিন তাহলে দেখবেন সেই লেখা অনুযায়ী আরো কয়েকটা শব্দ চলে আসে সেখান থেকে সঠিকতা সিলেক্ট করে দিন। এখন ধরেন আপনি চাচ্ছেন যে ইংরেজিটা লিখেছেন সেটি ইংরেজি আকারে রাখতে চাচ্ছেন। অর্থাৎ বাংলা করতে চাচ্ছেন না কিন্তু লেখার পরে স্পেস দিলেতো টা বাংলায় হয়ে যাবে, এখন কি করবেন? তার জন্য আবার লেখার পরে স্পেস দিয়ে দুইবার ব্যাকস্পেস দিন তাহলে দেখবেন সবার নিচে আপনার লেখা ইংরেজিতেই রয়েছে সেটি সিলেক্ট করে দিন তাহলেই হয়ে যাবে।
এবার এই সাইটের কয়েকটা অপসন সম্পর্কে জানা যাক।
উপরের ছবিটি লক্ষ্য করুন নিচে কয়েকটা অপসন রয়েছে। প্রথমটা হচ্ছে Total Words : এর এই অংশে আপনি কতটি শব্দ লিখেছেন টা দেখাবে। Total Characters : এখানে আপনার লেখায় কত গুলো অক্ষর রয়েছে টা স্পেস সহকারে দেখাবে। Characters (EX. Space): এখানে স্পেস ছাড়া সবগুলো অক্ষরের সংখ্যা দেখাবে। Open in Editor এটি একটি বাটন যেখানে ক্লিক করার পর আপনার সকল লেখা একটি এডিটরে ওপেন হয়ে যাবে। যেমন আপনি যদি উইন্ডোস ব্যবহার করে থাকেন তাহলে লেখা গুলো notepad সফটওয়্যারটিতে ওপেন হয়ে যাবে। Save Text to File এখানে ক্লিক করলে আপনার লেখা সবগুলো একটি টেক্সট ফাইলএ সেভ হয়ে যাবে। save as doc file এই বাটনে ক্লিক করার পর আপনার লেখা গুলো একটি ডকুমেন্ট ফাইলএ সেভ হয়ে যাবে। Copy বাটনে ক্লিক করলে সব গুলো লেখা একসাথে কপি হয়ে যাবে। Print বাটনে ক্লিক করলে এখানে সরাসরি লেখা গুলো প্রিন্ট করার অপসন আসবে এবং প্রিন্ট করতে পারবেন। Reset বাটনে ক্লিক করলে সব গুলো লেখা হারিয়ে যাবে।
এই সাইটের একটা দিক আমার কাছে সব চাইতে বেশি ভালো লেগেছে। মনে করেন আপনি লেখার সময় বলে কোনো কারণে ব্রাউজারে ওপেন থাকা সাইটটির ট্যাবটা কেটে গেছে তখন স্বাভাবিক ভাবেই লেখা গুলো হারিয়ে যাওয়ার কথা কিন্তু এই সাইটটি কেটে যাওয়ার পরেও লেখা গুলো হারাবে না। আপনি পুনরায় সাইটটিতে আসলে লেখা গুলো আবার দেখতে পাবেন।
আপনাদের জন্য একটি বোনাস পার্ট এটি। আপনি চাইলে এই সাইটের মাদ্ধমে ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট করতে পারবেন। তার জন্য এখন ক্লিক করুন বা উপরে থাকা Translate English To Bengali বাটনে ক্লিক করুন।
এখানে থাকা উপরের বক্সে ইংরেজিটা লিখুন তাপর বক্সের নিচে থাকা Translate In Bengali বাটনে ক্লিক করুন। তাহলে দেখবেন নিচের বক্সে তার বাংলা দেখাবে। এই পেজের নিচে কয়েকটি অপসন দেখতে পাবেন সেই অপসন গুলো আগের অপশনের মতো একই।
আশা করি টিউনটি আপনাদের ভালো লেগেছে। আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ।
আমি রাশেদুল ইসলাম। টিউনার, সেনবাগ রেসিডেন্সিয়াল দাখিল মাদ্রাসা, নোয়াখালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 62 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 16 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় ট্রাসটেড টিউনার,
আপনার টিউনটি ‘টেকটিউনস ক্যাশ’ এর জন্য প্রসেস হতে পারছে না।
কারণ:
টিউনে এক্সট্রা লাইন ব্রেক ব্যবহার করা হয়েছে।
টেকটিউনস স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন অনুযায়ী টিউনে এক্সট্রা লাইন ব্রেক ব্যবহার করা যায় না।
করণীয়:
টেকটিউনস স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন অনুযায়ী টিউনে সকল এক্সট্রা লাইন ব্রেক রিমুভ করুন।
উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।
খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউনে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস কন্টেন্ট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।