বিসমিল্লাহির রহমানির রাহীম, বন্ধুরা সবাই কেমন আছেন? আশাকরি মহান প্রতিপালকের দয়ায় ও মায়ায় সবাই নিজ নিজ স্থানে ভালো ও সুস্থ আছেন। আর সবাইকে আরও একটু হাসিখুশি রাখতে, নতুন আরেকটি মজার টপিক নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। বন্ধুরা আমাদের মাঝে প্রায় সবাই কমবেশি Facebook, Whatsapp ব্যবহার করি। এখন আপনাদের মজার আরেকটি কথা বলি। আপনি ঘুমিয়ে পড়লেও আপনার মোবাইল অটো সবার সাথে কথা বলবে। এখন আপনাদের মোবাইলে কেউ যদি Hi মেসেজ করে তাহলে সেটি আমরা দেখব তারপরে রিপ্লাই করব।
কিন্তু আপনি Whatsapp এ এমন সিস্টেম করতে পারেন যদি আপনাকে কেউ Hi মেসেজ করে তাহলে সাথে সাথে তার মোবাইলে অটো Hello চলে যাবে। Good Night মেসেজ করলে Good night চলে যাবে। Good Morning মেসেজ করলে Good Morning চলে যাবে। তা বন্ধুরা এই সেটিংস কিভাবে করবেন তা দেখাব আজকের এই টিউনে। তাহলে আর দেরি না করে চলুন মূল টপিকে চলে যাই।
বন্ধুরা আপনার মোবাইলে অটো রিপ্লাই সেটিংস করার জন্য আপনাকে যা যা করতে হবে।
১. আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের গুগল প্লে-স্টোরে।
২. প্লে-স্টোরে গিয়ে আপনাকে সার্চ করতে হবে AutoResponder লিখে।
৩. এই সফটওয়্যারটি ইন্সটল করে, ওপেন করে নিবেন।
৪. ওপেন হয়ে গেলে Get Started এ ক্লিক করুন।
৫. তারপরে Permission চাইবে, এখানে ক্লিক করে অন করে দিন। তারপরে বেক হয়ে আসবেন।
৬. আপনার সামনে এরকম একটি ইন্টারফ্রেশ ওপেন হবে। এখানে প্লাস বার্টনে ক্লিক করুন।
৭. তারপরে এই All এ ক্লিক করে দিবেন।
৮. এখন আপনি একটু নিছে আসার পর Reply message পাবেন। এখানে Hi লিখে দিবেন।
৯. তারপরে আরো একটু নিছে আসার পরে। এখানে আপনি রিপ্লাই কি দিতে চাচ্ছেন তা লিখে রাইট বার্টনে ক্লিক করে দিবেন।
১০. তারপরে আপনার সামনে একটি পেজ ওপেন হবে। এই পেজের নিচে প্লাস বার্টনে ক্লিক করবেন।
১১. আবারও All এ ক্লিক করবেন।
১২. তারপরে আবারও Reply message এ Hi লিখে দিয়ে রাইট বার্টনে ক্লিক করে দিবেন।
বন্ধুরা এখন আপনার কাজ শেষ। আর যদি Good morning, Good night সেট করতে চান তাহলে আগের নিয়ম অনুযায়ী সেট করে নিবেন। বন্ধুরা এই ছিলো আজকের টপিক। আশাকরি সবার কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোন এক বিষয় নিয়ে। সবাই ভালো ও সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
আমি মাহবুব আলম তারেক। Sonic টিউনার, টেকটিউনস, সিলেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 95 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
I am a Graphics Designer, and have worked on a few other Web Sites.
প্রিয় ট্রাসটেড টিউনার,
আপনার টিউনটি ‘টেকটিউনস ক্যাশ’ এর জন্য প্রসেস হতে পারছে না।
কারণ:
টিউনে Crop হয়ে যাওয়া টিউন থাম্বনেইল যোগ করা হয়েছে।
করনীয়:
টিউনের টিউন থাম্বনেইলের ব্যপারে খুবই যত্নবান হতে হয়। Crop হয়ে যাওয়া ইমেইজ, লো-রেজুলেশন হওয়া ইমেইজ, Squeeze হয়ে যাওয়া ইমেইজ, এ ধরনের কোন ইমেইজ টিউন থাম্বনেইল হিসেবে যোগ করা যায় না। টিউন থাম্বনেইল হতে হয় স্পষ্ট, সুন্দর ও প্রাসঙ্গিক।
সেই সাথে একই থাম্বনেইল সব টিউনে বা একই থাম্বনেইল কিছু টিউনে ব্যবহার করা না। প্রতিটি টিউনে ভিন্ন ভিন্ন থাম্বনেইল ব্যবহার করতে হয়। ভিন্ন ভিন্ন থাম্বনেইলে যদি একই লগো থাকে বা একই কোম্পানির লগো ব্যবহার করতে হয় তবে তা কিছুটা পরিবর্তন করে ভিন্ন ভিন্ন ভাবে থাম্বনেইল গুলো দিতে হয়।
টিউনের টিউন থাম্বনেইলটি অবশ্যই আকর্ষণীয় হতে হয়।
এই স্ক্রিনসটের থাম্বনেইল এর মত কেটে যাওয়া বা Crop হয়ে যাওয়া কোন থাম্বনেইল টিউনে যোগ করা যায় না।
টিউনের টিউন থাম্বনেইলটি অবশ্যই 16:9 Aspect Ratio এর একটি দারুন ও সুন্দর থাম্বনেইল হতে হয়।
টেকটিউনসে কি ধরনের ইমেইজ, কেমন রেজুলেশনের ইমেইজ ও কি Aspect Ratio এর ইমেইজ যোগ করতে হয় তা জানতে এই টিউনটি দেখুন।
টেকটিউনসে টিউন থাম্বনেইল 16:9 আসপেক্ট রেসিওতে (Aspect Ratio) দিতে হয়। টেকটিউনসে টিউন থাম্বনেইল 16:9 আসপেক্ট রেসিওতে (Aspect Ratio) সর্বনিন্ম 640px X 360px ডাইমেনশন এ হতে হয়। তবে টেকটিউনসে টিউন থাম্বনেইল সাইজ 16:9 আসপেক্ট রেসিওতে (Aspect Ratio) 1280px X 720px আপলোড করলে সবচেয়ে ভালো।
টিউনের ভিতরের ইমেইজ 640px X 360px এর উপরে যে কোন ডাউমেনশনের ইমেইজ যোগ করা যায়।
টিউনের থাম্বনেইল হিসেবে কপিরাইট মুক্ত, টিউনের সাথে মিল রেখে প্রাসঙ্গিক থাম্বনেইল যোগ করুন।
উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।