আশাকরি মহান প্রতিপালকের দয়ায় ও মায়ায় সবাই নিজ নিজ স্থানে ভালো ও সুস্থ আছেন। আজ আমরা কথা বলব মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে। বন্ধুরা আপনারা হয়ত জানেন মাইক্রোসফট ওয়ার্ড একটি জনপ্রিয় অ্যাপ্লিকেশন। আমাদের মাঝে অনেকের কম্পিউটার বা ল্যাপটপ নেই। কিন্তু আমরা যারা কম্পিউটার শিখতে চাই তারা মাইক্রোসফটে কাজ করতে চাই। এখন আমাদের কম্পিউটার বা ল্যাপটপ নেই বলে কি আমরা কাজ করতে পারব না, অবশ্যই পারব। বন্ধুরা আপনাদের মাঝে প্রায় বেশিরভাগ মানুষেরই জানা আছে যে বর্তমানে মোবাইলেও এই কাজগুলো করা সম্ভব।
আপনারা অনেকেই জানেন যে মাইক্রোসফটে কিছু অ্যাপ্লিকেশন আছে যেমন- মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেল। আর এই সমস্ত অ্যাপ্লিকেশন এর মাঝে সবচেয়ে জনপ্রিয় অ্যাপ্লিকেশন হলো- মাইক্রোসফট ওয়ার্ড। এই ওয়ার্ডের মাধ্যমে আমরা চিঠি লিখতে পারি, বই সহ আরও অনেক কিছু লেখা হয়ে থাকে।
তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাই।
১. আপনার প্রথম কাজ হলো আপনার ফোনের গুগল প্লে-স্টোরে চলে যাবেন।
২. আপনাকে সার্চ করতে হবে Microsoft word। এই অ্যাপ্লিকেশন যদি না ইন্সটল করা থাকে তাহলে ইন্সটল করে নিবেন।
৩. অ্যাপ্লিকেশনটি ইন্সটল হয়ে গেলে ওপেন করবেন।
৪. ওপেন করার পর আপনার ফোন নাম্বার দিয়ে Sign in করে নিবেন।
৫. Sign in করার পর আপনি যে নাম্বার দিয়ে Sign in করেছিলেন সেই নাম্বারে একটি কোড নাম্বার যাবে এস এম এস এর মাধ্যমে।
৬. আপনার ফোনে যাওয়া কোড নাম্বার এখানে দিয়ে Sign in এ ক্লিক করে দিবেন।
৭. তারপরে এখানে একটি পাসওয়ার্ড দিয়ে Next এ ক্লিক করবেন।
৮. Next এ ক্লিক করার পর সাথে সাথে Maybe latter একটি অপশন আসবে এখানে ক্লিক করে দিবেন।
৯. তারপরে Next এ ক্লিক করবেন।
১০. Next ক্লিক করার পর এই Accept এ ক্লিক করবেন।
১১. তারপরে Close বার্টনে ক্লিক করবেন।
১২. Close বার্টনে ক্লিক করার পর আপনার সামনে একটা পেজ ওপেন হবে। এই পেজের উপরে এই প্লাস বার্টনে ক্লিক করবেন।
১৩. প্লাস বার্টনে ক্লিক করার পর এখান থেকে Blank পেজ নিবেন।
১৪. এখানে আপনার সামনে লেখালেখি করার জন্য একটি সাদা পেজ ওপেন হবে। যেখানে আপনি লেখালেখি করতে পারবেন।
১৫. এখন আপনাকে নিচের ৩ ডট আইকনে ক্লিক করতে হবে।
১৬. তারপরে Home এ ক্লিক করবেন।
১৭. Home এ ক্লিক করার পর আপনার সামনে এই রকম ভাবে উপরে থাকা সব অপশন চলে আসবে।
বন্ধুরা এই ছিলো আজকের মতো, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ।
আমি মাহবুব আলম তারেক। Sonic টিউনার, টেকটিউনস, সিলেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 95 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
I am a Graphics Designer, and have worked on a few other Web Sites.
প্রিয় ট্রাসটেড টিউনার,
আপনার টিউনটি ‘টেকটিউনস ক্যাশ’ এর জন্য প্রসেস হতে পারছে না।
কারণ:
‘টেকটিউনস ট্রাসটেড টিউনার গাইডলাইন’ অনুযায়ী টিউন শেয়ার করে সাবমিট করা হয়নি।
ট্রাসটেড টিউনার হিসেবে টিউন প্রকাশের পর, প্রকাশিত টিউনের লিংক ‘ট্রাসটেড টিউন শেয়ার ও সাবমিট গাইডলাইন’ অনুযায়ী শেয়ার ও সাবমিট করতে হয়। ট্রাসটেড টিউনার হিসেবে টিউন প্রকাশের পর, প্রকাশিত টিউনের লিংক ‘ট্রাসটেড টিউন শেয়ার ও সাবমিট গাইডলাইন’ অনুযায়ী সঠিক ভাবে শেয়ার ও সাবমিট না হওয়া পর্যন্ত সে ট্রাসটেড টিউনের জন্য ‘টেকটিউনস ক্যাশ’ প্রসেস হয় না।
করনীয়:
‘টেকটিউনস ট্রাসটেড টিউনার গাইডলাইন’ অনুযায়ী টিউন শেয়ার করে সাবমিট করুন।
উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।