বন্ধুরা সবাই কেমন আছে? আশাকরি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আপনার বর্তমানে যারা এই টিউনটি দেখছেন তারা হয়তোবা কোনো ইউটিউবার অথবা ব্লগার। আপনারা চাচ্ছেন যে, ইউটিউব এবং অন্যান্য ওয়েবসাইট থেকে কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড করতে। তাই আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ইউটিউব এবং অন্যান্য ওয়েবসাইট থেকে কপিরাইট ফ্রী ভিডিও এবং ইমেজ ডাউনলোড করবেন।
ইউটিউবে ভিডিও কনটেন্ট তৈরি করতে গেলে সবার প্রথমে যে বিষয়টি মাথায় রাখা দরকার সেটি হল কপিরাইট মুক্ত কনটেন্ট তৈরি করা। ইউটিউবের নিয়ম অনুযায়ী যদি একটি চ্যানেলে তিনটি কপিরাইট স্ট্রাইক চলে আসে তবে সে চ্যানেলটি ইউটিউব থেকে বন্ধ করে দেওয়া হয়। যার কারণেই ইউটিউবে নিজস্ব কনটেন্ট আপলোড করা জরুরী হয়ে পড়ে। ইউটিউবে চ্যানেল টিকে রাখতে হলে তো সেটি করতেই হবে।
তবে যারা একটু অন্যরকম ধরনের ভিডিও তৈরী করে তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভিডিও সংগ্রহ করার প্রয়োজন পড়ে। তাই আজকের টিউন এর বিষয় আপনারা কিভাবে ইউটিউব থেকে এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড করবেন। এ পদ্ধতিতে আপনি যদি ভিডিও ডাউনলোড করেন তবে আপনার চ্যানেলে কোন কপিরাইট স্ট্রাইক আসবে না। তবে চলুন দেখে নেয়া যাক সেটি কিভাবে?
১. ইউটিউব থেকে কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড করার জন্য আপনাকে ইউটিউব অ্যাপ অথবা ডেস্কটপ থেকে ইউটিউবের ওয়েবসাইটে চলে যেতে হবে। আমি এজন্য ইউটিউব অ্যাপে চলে যাবো।
২. এবার আমি এখানে সার্চ করব nature লিখে। এইবার আমার সামনে কিছু ভিডিও চলে আসলো। এসব ভিডিও কিন্তু আমি এখান থেকে সরাসরি ডাউনলোড করে আমার চ্যানেলে আপলোড করতে পারবোনা। এছাড়া কোনো ভিডিও ডাউনলোড করে কেটে তারপরও আপলোড করতে পারবো না। কেননা এসব ভিডিও এর মধ্যে অধিকাংশই কপিরাইট এর আওতাধীন।
৩. এবার আপনাকে কপিরাইট ফ্রি ভিডিও গুলো এখান থেকে বাছাই করার জন্য উপরের filter আইকনে ক্লিক করতে হবে। তারপর আপনি এখানে নিচে দেখতে পাবেন, 'Creative Commons'। আপনি এটি সিলেক্ট করে নিচের Apply এ ক্লিক করুন।
৪. এবার আপনার সামনে যে সমস্ত ভিডিও গুলো চলে আসবে সেগুলো সমস্তই কপিরাইট ফ্রি ভিডিও। আপনি এখন চাইলে এগুলো ডাউনলোড করে আপনার চ্যানেলে আপলোড করতে পারেন। এক্ষেত্রে আপনার চ্যানেলে কোন কপিরাইট স্টাইক আসবেনা। তবে আপনাকে এক্ষেত্রে আরও একটি কাজ করতে হবে। সেটি হল আপনাকে নিশ্চিত হতে হবে এই ভিডিওটি কপিরাইট ফ্রী এর আওতাধীন কিনা।
৫. আপনার পছন্দের ভিডিওটি আসলেই কপিরাইট ফ্রি কিনা এটি দেখার জন্য আপনি সেই ভিডিওটি প্লে করুন। এবার সেই ভিডিও এর ডেস্ক্রিপশন চেক করুন। ভিডিও ডেসক্রিপশন এ এসে আপনি যদি এখানে licence এর জায়গায় দেখতে পান creative Commons attribution licence (reuse allowed) লেখা রয়েছে তবে আপনি সেই ভিডিওটি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। এজন্য আপনি আপনার পছন্দের প্রতিটি ভিডিও এর ভিডিও ডেসক্রিপশন চেক করে দেখবেন।
১. এজন্য আপনাকে চলে যেতে হবে যেকোনো একটি ব্রাউজারে। আমি প্রথমে দেখাচ্ছি কিভাবে ফ্রী ইমেজ ডাউনলোড করবেন। ফ্রী ইমেজ খোঁজার জন্য আপনাকে সার্চ বারে সার্চ করতে হবে free image লিখে। এবার আপনার সামনের কিছু ফ্রী ইমেজ ডাউনলোড করার ওয়েবসাইট চলে আসবে। তার মধ্যে রয়েছে unsplash, pexels, pixabay, freeimages উল্লেখযোগ্য। আপনি যদি এর মধ্যে যেকোনো একটি ওয়েবসাইট পছন্দ করে নিতে পারেন।
২. আমি এসব ওয়েবসাইটের মধ্যে একটি ওয়েবসাইটে প্রবেশ করলাম। এবার আপনি যেসব ওয়েবসাইটে আপনার প্রয়োজনীয় বিষয়টি লিখে সার্চ করবেন। যেরকম আমি এখানে nature লিখে সার্চ করলাম। এবার সে কিওয়ার্ডের সঙ্গে মিল রেখে কিছু ছবি চলে আসবে।
৩. এবার আপনার যে ছবিটি পছন্দ সেটিতে ক্লিক করুন। এবার আপনার সামনে ফ্রী ডাউনলোড করার একটি বাটন চলে আসবে। Free Download এখানে ক্লিক করলে ওরজিনাল সাইজের ছবি ডাউনলোড হবে।
আর আপনি যদি কাস্টম সাইজ এখান থেকে ডাউনলোড করতে চান, তবে এখানে ফ্রী ডাউনলোডের ডানপাশের এখানে ক্লিক করে costume size সিলেক্ট করুন। তারপর এখানে ইমেজের সাইজ লিখে দিন। আপনি যদি ইউটিউব থাম্বনেল এর জন্য ছবি ডাউনলোড করতে চান তবে এখানে 1920×1080 সাইজ দিয়ে নিচের 'Free Download' এখানে ক্লিক করুন। তবে এই আপনার পিকচারটি কাস্টম সাইজে ডাউনলোড হবে।
১. একইভাবে আপনি এসব ওয়েবসাইট থেকে কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড করতে পারেন। কপিরাইট ফ্রি ভিডিও ওয়েবসাইট থেকে সহজভাবে খুঁজে পাওয়ার জন্য আপনি গুগল সার্চ বারে free' video' লিখে সার্চ করুন। তাহলে আপনার সামনে অনেক ওয়েবসাইট চলে আসবে যেগুলো থেকে কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড করা যায়।
২. আমি একটি ওয়েবসাইটে এসে 'war' লিখে সার্চ করলাম। এবার আমার সামনে অনেক ভিডিও চলে আসলো যেগুলো কপিরাইট ফ্রি ভিডিও। এসব ভিডিও চাইলেই আমি ডাউনলোড করে যে কোন মাধ্যমে আপলোড করতে পারি। আপনি এখানে প্রত্যেকটি ভিডিও বাছাই করে ডাউনলোড করতে পারেন। ভিডিও ডাউনলোড করার জন্য সেটির উপর ক্লিক করে, তারপর ফ্রী ডাউনলোড এ ক্লিক করলেই সেই ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে।
বন্ধুরা এভাবে আপনারা ইউটিউব এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে কপিরাইট ফ্রি ভিডিও এবং ইমেজ ডাউনলোড করতে পারেন। এসব ভিডিও এবং ইমেজ আপনারা আপনাদের ব্লগ সাইট অথবা ইউটিউব সাইটে নির্দ্বিধায় আপলোড করতে পারেন। কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড করার জন্য সবচাইতে জনপ্রিয় দুইটি ওয়েবসাইট হলো pexels এবং pixabay। আপনি চাইলে এ দুুুুুইটি ওয়েবসাইট থেকে যেকোন ভিডিও এবং ইমেজ ডাউনলোড করে আপনার ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারেন। এতে করে আপনার চ্যানেলে কোন প্রকার কপিরাইট স্ট্রাইক আসবে না।
এছাড়া আপনি যদি উপরের দেখানো পদ্ধতিতে ইউটিউব থেকে কোন ভিডিও ডাউনলোড করে আপনার চ্যানেলে আপলোড করেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলে কোন প্রকার কপিরাইট স্টাইক আসবেনা।
তো বন্ধুরা এই ছিল কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড করা সম্পর্কে আজকের টিউন। আশা করছি টিউনটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী টিউনে আরো নতুন কিছু নিয়ে ইনশাআল্লাহ। সম্পূর্ণ টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।
আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)