প্রথমে একটু বলে নেই এই টিউনটার নাম শুনেই হয় তো আপনারা বলতে পারেন এটা আগে কেউ একজন করেছে... হ্যাঁ করেছিল তবে সেটা অন্য জিনিস।আর
আমি আপনাদের কে আজ বলবো এমন একটি সফটওয়্যার এর কথা।।যেটা দিয়ে আপনি আপনার কম্পিউটার এ ডেক্সটপ এর টাস্কবার এর সিস্টেম ট্রে তে দেখতে পাবেন আপনার এ্যাড্সেন্স্ একাউন্ট এর রেজাল্ট। ইত মধ্যে আপনারা হয়তো ফায়ার ফক্স এর এ্যড অন এর মাধ্যমে এই ধরনের সুবিধা ভোগ করে থাকতে পারেন। তবে ফায়ার ফক্স এর এড অন অনেকের ক্ষেত্রেই ভালো কাজ করেনি। তবে এই সফটওয়্যার এর অবশ্য ফায়ার ফক্স এর এড অন এর মত কোন সমস্যা নেই, শুধু তাই নয় এটা প্রতি মিনিটে মিনিটে আপনার ফলাফল আপডেট করে তা পপ আপ টুল টিপ (এক ধরনের ইনফরমেশন উইন্ডো) এর মাধ্যমে দেখাবে।কতটাকা ইনকাম হল তা ছাড়াও আপনার এ্যাড্সেন্স্ একাউন্ট এ যদি কোন পেইজ ইম্রেশন বা কোন এ্যাড্ এ ক্লিক করে তা সরাসরি দেখাবে।তাছাড়াও আপনার এ্যাড্সেন্স্ একাউন্ট এর পেজ ইম্প্রেশন বা ক্লিক এর সংখ্যা পরিবর্তিত হলে এটা শব্দের মাধ্যমে (যদি আপনি চান) বা টুল টিপ মেসেজের মাধ্যমে আপনাকে জানাতে পারে ... কি দারুন না??? আসুন প্রথমেই সফটওয়্যার টা ডাউনলোড করে ফেলি এখান থেকে
এবার আসা যাক এটা কি ভাবে কাজ করবে... প্রথমেই সফটওয়্যার টা সেট-আপ দিয়ে আপনার টাস্কবারের সিস্টেম ট্রে তে দেখবেন নতুন একটা আইকন দেখা যাচ্ছে।ওখানে রাইট্ ক্লিক করে Options থেকে Adsense ট্যাব থেকে Add এ ক্লিক করে আপনার এ্যাড্সেন্স্ একাউন্ট এর নাম(নাম যে কোন একটা দিলেই হবে), আই ডি আর পাস্ওয়ার্ড টাইপ করুন।তারপর Ok করে Apply এ ক্লিক করুন। হ্যাঁ এবার কাজ শেষ এখন শুধু মাউস পয়েন্টের টাস্কবারের ঐ আইকন এর উপরে নিয়ে গেলেই একাউন্ট এর বিস্তারিত দেখাবে (অনেকটা নীচের চিত্রের মত)।আপনাকে আর কষ্ট করে বার বার একাউন্ট চেক করা লাগলো না।
এবার আপনি ইচ্ছা করলেই এলার্ট দিয়ে রাখতে পারেন যাতে কোন পেইজ ইম্রেশন আসলেই আপনি কোন সংকেত শুনতে পান। এটা করার জন্য আবারও ঐ টাস্কবার এর ঐ আইকন এর উপর রাইট্ ক্লিক করে Options এ ক্লিক করুন।তারপর সাউন্ড্ ট্যাব এ ক্লিক করে ওখান থেকে ব্রাউজ করে যে কোন একটা অডিও ফাইল দিয়ে দিলেই হবে।(তবে অডিও ফাইল টি অবশ্যই wav ফরম্যাট্ এর হতে হবে তা না হলে সাপোর্ট করবে না)এবার আপনি যদি আরও বিস্তারিত দেখতে চান তাও এখান থেকে পারবেন যেমন প্রতি সপ্তাহে টোটাল্ পেইজ ইম্রেশন বা ক্লিক। এটা করার জন্য টাস্কবারে ঐ আইকন এর উপর রাইট্ ক্লিক করে Reports এ ক্লিক করেলেই হবে।সময়ের কারনে বেশি বেশি স্ক্রীন শট্ দিতে পারিনি... তবে আশা করি আমার এই বিশদ বর্ননা তে বুঝতে কোন সমস্যা হবে না।তার পরো কোন সমস্যা হলে আমাকে জানাবেন।
আমি এই টেকটিউন্স এ নতুন।অর্থাৎ আজকে এটা আমার প্রথম টিউন... যদি এই টিউন আগে কখনো কেউ করে থাকে তা হলে আমার করার কিছু নেই... কারন এখনও আমি এই সাইট এর সব টিউন দেখে পারিনি।। যদি ভালো লাগে তা হলে কমেন্ট করতে ভুলবেন না 😉 । আর যেহেতু আমি আজ প্রথম তাই কোন ভুল হলে ক্ষমার দৃষ্টি তে দেখবেন।
(বিঃদ্রঃ- এই একই পোস্ট আমি আজকে http://www.Tech.Linkinworld.com এই ব্লগে করেছি...এবং টেকটিউন্সের সকল টিউনার কে Tech.Linkinworld ব্লগে তথ্য প্রযুক্তি বিষয়ক ভালো কিছু পোস্ট করার জন্য আমন্ত্রন জানাচ্ছি আশা করি আমার আমন্ত্রনে আপনারা সাড়া দিবেন)
আমি www.Linkinworld.com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভিজিট করুন লিংকইনওয়ার্ল্ড এর জগতে... www.Linkinworld.com অথবা www.Tech.Linkinworld.com www.Prithbi.net www.Supersonichost.us
ধন্যবাদ আপনার টিউনের জন্য, আমি ইন্সটল করেছি, ফায়ার ফক্সের ঐ ঘোড়ার ডিম এর থেকে সিস-সেন্স অনেক ভালো। সবচেয়ে যেটা ভালো লেগেছে, সেটা হচ্ছে, কোন কিছুর পরিবর্তন হলে অটো নোটিফিকেশন এর মাধ্যমে জানানো।
It is nice to use. Thanks you for giving such beautiful information .