কিভাবে আপনি আপনার ফোনের ব্যাটারির যত্ন নিবেন? এবং কিভাবে ব্যাটারি দীর্ঘস্থায়ী করবেন?

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন

আসসালামুয়ালাইকুম আমি শরিফুল ইসলাম জিবন আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার ফোনের ব্যাটারির যত্ন নিবেন এবং কিভাবে ফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী করবেন?

আমাদের ফোনের ব্যাটারি সাধারণত দুই ধরনের হয় (১) Li-On(লিথিয়াম আয়ন) এবং (২) Li-Po (লিথিয়াম পলিমার) বর্তমানের ফোনগুলো এমনিতেই Slim Design এর হয়ে থাকে যার ফলে এমনিতেই ব্যাটারিগুলো অনেক দুর্বল হয়ে পড়ে। এসব ব্যাটারিগুলো একটু অযত্নের ফলেই Damage হয়ে যেতে পারে। তাই ব্যাটারি দীর্ঘস্থায়ী করতে নিম্নোক্ত বিষয়গুলো জরূরি:

১. চার্জার

সবসময় আপনার ফোনের জন্য দেওয়া চার্জারটি ব্যবহার করুন। অনেকেই মনে করেন কোম্পানির ব্যাবসা বাড়ানোর জন্যই ফোনের সাথে দেওয়া চার্জারটি ব্যবহার করতে বলা হয়। প্রকৃতপক্ষে তার জন্য নয়, ভিন্ন ভিন্ন ফোনের জন্য ভিন্ন ভিন্ন ওয়াটের চার্জার দেওয়া হয়। তাই এক ফোনের চার্জার দিয়ে অন্য ফোন চার্জ দেওয়া উচিৎ নয়, এতে আপনার ফোনের ব্যাটারি দ্রুত Damage হয়ে যেতে পারে। আবার অনেকেই আছেন যারা সস্তা চীনা চার্জার ব্যবহার করে থাকেন যার ফলেও আপনার ব্যাটারি দ্রুত Damage হয়ে যেতে পারে। এবং এসব চার্জার দিয়ে ব্যাটারি চার্জ করলে এমনিতেই চার্জ কম সময় টিকে থাকবে।

২. ব্যাটারি

আমাদের ফোনের ব্যাটারিগুলো সাধারণত 4-6 Recycle এর মধ্যে হয়ে থাকে তা বছরে ধরলে প্রায় 2-2.5 বছর। মানে  নিয়মমাফিক Battery চার্জ দিলে 2-2.5 বছর আপনার ব্যাটারি ভালো ভাবেই Perform করবে। পরে যত নিয়মই মানুন না কেন আপনার ফোনের ব্যাটারির Performance খারাপ হবে এটাই স্বাভাবিক।

৩. চার্জ

আমরা সাধারণত দিনের বেশিরভাগ সময় একটানা বাইরে থাকি এবং একটানা ফোন Use করি। এক্ষেত্রে প্রায়ই আমাদের ফোনের ব্যাটারি 0 তে নেমে আসে। এবং রাতে সারারাত একটানা ফোন চার্জ দিই, এটা ঠিক নয়। আবার অনেকেই আছেন যারা ব্যাটারিতে 60-95% থাকা স্বত্বেও খাওয়া, গোসল কিংবা অন্যান্য কাজের সময় ফোনের Battery অল্প সময়ের জন্য চার্জ দিই। ব্যাটারি 60-95% থাকাকালীন কখনোই ব্যাটারি চার্জ দেওয়া উচিৎ নয়। 60% এর নিচে নেমে আসলে 30-60 মিনিট চার্জ করে নিতে পারেন। অনেকেই ব্যাটারি 25 এ চলে আসলেও Battery চার্জ না দিয়েই ফোন Use করেন। আসলে Li-On কিংবা Li-Po এই টাইপের ব্যাটারিগুলো এসব একদম সহ্য করতে পারে না। আপনার ব্যাটারি 25% এ নেমে আসলে একটানা 95% পর্যন্ত ফোনের ব্যাটারি চার্জ দিন। ফোন কখনোই 100% করা উচিৎ নয়।

৪. অ্যাপস

অনেকেই মনে করেন আমার কাছে যদি Google Play Store এর সমস্ত অ্যাপ থাকতো?তবে.! তবে কি হতো?আজকাল Google Play Store এর অধিকাংশ অ্যাপস গুলোই Fack এসব শুধুমাত্র লোক ঠকানোর জন্যই তৈরি। আর যেগুলো Original তার রয়েছে হাজারটা Clone.আর জেনে অবাক হবেন যে প্রত্যেকটি Apps ই আপনার Battery এর উপর ভাগ বসায়। ফলে ব্যাটারি ভালো ভাবে Perform করতে পারে না। এজন্য অপ্রয়োজনীয় অ্যাপ ইন্সটল করা থেকে বিরত থাকুন। অনেকেই Battery Saver ব্যবহার করেন, এখনকার সব ফোনেই Battery Saver দেওয়া থাকে তাহলে এসবের কি প্রয়োজন? এবং অনেকেই আছেন যারা Frist Charging, Ram Booster, Phone Cleaner, Antivirus Application, CPU Cooler এবং বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করে থাকেন। এসব আপনার উপকারের বদলে ক্ষতিই বেশি করে। তাই অপ্রয়োজনীয় অ্যাপ ইন্সটল থেকে বিরত থাকুন।

৫. অন্যান্য

ফোনের ব্যাটারি ভালো রাখতে ফোনের Location বন্ধ রাখুন, Brightness 10-75% এর মধ্যে রাখুন। কখনোই Brightness Level 100% করা যাবে না। WiFi, Bluetooth, NFC, Mobile Data, Auto Rotation এবং Gesture এর মতো ফিচারগু প্রয়োজন ছাড়া চালু রাখবেন না। Frist Charger ব্যবহার থেকে বিরত থাকুন। যদি আপনার ফোন Frist Charger সাপোর্টৈট  হয় তবে ব্যবহার করতে পারেন। প্রতি 4 মাস অন্তর ফোনের চার্জ 0 করে(একেবারে বন্ধ) 100% করে নিন(এটা শুধু 4 মাসে একবার করতে পারেন, এতে ব্যাটারি Recycle করতে সহায়তা পাবে)। পারলে ফোন বন্ধ করে চার্জ দিন। চার্জ দেওয়ার সময় ফোন ব্যবহার থেকে বিরত থাকুন। এটাই ব্যাটারি ভালো রাখার জন্য কার্যকরি।

Level 1

আমি জীবন মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্লগ গুলো ডেভেলপার সাজেশন থেকে কপি করে আংশিক পরিবর্তন করে প্রকাশিত ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস