কিভাবে আপনি আপনার ফোনের হার্ডওয়্যার ভালো রাখবেন? কিভাবে আপনার ফোনটিকে দ্রুত গতির করবেন?

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন

আসসালামুয়ালাইকুম আমি শরিফুল ইসলাম জিবন আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার সাধের ফোনটির হার্ডওয়্যার ভালো রাখবেন এবং আপনার ফোনটি দ্রুতগতির করবেন।

এন্ড্রয়েড এর আধিক্যতা বেড়েছে চীনাদের স্বল্প খরচে ফোন উৎপাদন এবং উন্নয়নের জন্য। বর্তমানে প্রায় সবাই এখন এন্ড্রয়েড ব্যবহার করছে।

অনেকেই আছেন যারা নতুন ফোন কিনে যেই সফটওয়্যার সামনে পান‌ সেটাই ডাউনলোড করেন। আবার কেউ Ram Booster, Phone Cleaner, Launcher, Keyboard, Antivirus Application, Computer Launcher & Theme একাধিক Camera, Video Editor, Photo Editor কিংবা বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করে থাকেন। আসলে একবার ভেবে দেখুন যে কাজটি আপনি একটি অ্যাপ ব্যবহার করতে পারছেন তার জন্য এতো অ্যাপ ইন্সটল করার কোনো প্রয়োজন আছে?

DIED ANDROID

আবার অনেকেই আশ্চর্য কিছু ফিচার উপভোগ করার জন্য সাধের ফোনটি Root করার সিদ্ধান্ত নেয়। প্রকৃতপক্ষে ফোন Root করার কোনো মানে নেই। ফোন Root করলে আপনার ফোনটি কোম্পানির ওয়ারেন্টি হারায়। তাছাড়া ফোন Root অনেক ঝূঁকিপূর্ণ এর ফলে আপনার ফোনটি Died করতে পারে(চিরদিনের জন্য বন্ধ)। ফোন Root করলে আপনার ফোনের কোন Security থাকবে না এবং ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাবে এবং ঠিকভাবে কাজ নাও করতে পারে। তবুও যদি এসব আশ্চর্য ফিচার উপভোগ করতে চান তবে আপনার VMOS ইন্সটল করে নিতে পারেন। VMOS একটি Rooted Support Package Installer.এই অ্যাপটি ব্যবহার করলে আপনি এমনিতেই Rooted Support Apps ব্যবহার করতে পারবেন। তাহলে কেন আপনার ফোন Root করতে যাবেন?

কম্পিউটার এর দুটি অংশ (১) হার্ডওয়্যার: Processor (CPU), Register Memory, Cache Memory, Ram, Virtual Memory (FDD, HDD, SSD, ROM, CD, DVD, Pen Drive, Flash Drive ইত্যাদি), Battery Unit, Network Unit, Power Supply Unit ইত্যাদির সমন্বয়ে হার্ডওয়্যার গঠিত।

(২) সফটওয়্যার: হার্ডওয়্যার কে পরিচালনার জন্য প্রয়োজন সফটওয়্যার। ফলে সফটওয়্যার সরাসরি আপনার ফোনের হার্ডওয়্যার (যন্ত্রাংশ) এর উপর এক্সেস নেয়। তাই ভুল কোন Application ব্যবহারের ফলে আপনার ফোনটি ঝূঁকির সম্মুখীনে পরে। তাছাড়া প্রতিটি Apps আপনার ফোনের Memory এর একটা অংশ দখল করবে। এমনিতেই আজকালকার Apps সামলানোর জন্য বড় ধরনের Virtual Memory(ফোনের ক্ষেত্রে ROM) এর প্রয়োজন। যেমন 64 GB কিংবা তার চেয়েও বেশি। তাহলে ঐ অ্যাপস গুলো আপনার উপকারের বদলে আপনার ক্ষতিই বেশি করছে। এবং ঐ অ্যাপস গুলো আপনার ব্যাটারির দখলও কিন্তু নিচ্ছে। তাছাড়া উক্ত Apps গুলো আপনার Processor (ফোনের প্রাণ) দ্রুত Damage করে দিতে পারে। যার ফলে আপনার ফোনটি Died করতে পারে। এবং এসব অ্যাপ ব্যবহারের ফলে আপনার ফোন মাঝে মাঝে Hang করতে পারে। তাই অপ্রয়োজনীয় অ্যাপ ইন্সটল থেকে বিরত থাকুন।

Note:ফোনের Space যতটুকু Possible ফাঁকা রাখুন (4-6GB ROM). কারণ আমাদের ফোনের Ram গুলো আকারে ছোট হয়। এই Ram যখন পরিপূর্ণ হয়ে যায় তখন ROM এর একটা অংশ Ram হিসেবে ব্যবহৃত হয়। আর তখনই ফোন অনেক Slowly কাজ করে। কারণ Virtual Memory(ROM) Ram এর তুলনায় অনেক ধীরগতির। এজন্যই মূলত একটানা দীর্ঘসময় ফোন Use করলে নতুন ফোন গুলোও ধীরগতিতে কাজ করে, হোক তা Apple এর আইফোন। আর পারলে প্রতিমাসে একবার আপনার ফোনটি Reset করুন। তবেই আপনি দীর্ঘদিন আপনার ফোনটি ভালো ভাবে ব্যবহার করতে পারবেন।

Level 1

আমি জীবন মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্লগ গুলো ডেভেলপার সাজেশন থেকে কপি করে আংশিক পরিবর্তন করে প্রকাশিত ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস