আশাকরি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজও নিয়ে এসেছি সুন্দর একটা টিউন। চলুন শুরু করা যাক। টাইটেল এবং থাম্বনেইল দেখে নিশ্চয় বুঝতে পারছেন আজকের টিউন কি সম্পর্কে হতে চলেছে।
আমরা অনেকেই অনেক সাইটে ফটো, ভিডিও আপলোড করি। এসব ছবির কিছু আমরা নিজেরা তৈরি করি, কিন্তু বেশির ভাগ লোকই Google থেকে ডাউনলোড করে টিউন করি। কিন্তু এসব ছবির কপিরাইট ইস্যুর কারণে অনেক সময় আমাদের কপিরাইট স্ট্রাইক খেতে হয়। ফলে অনেকেরি বিশেষ কিছু সাইট বন্ধ হয়ে যায়।
Google এর ছবির সাধারণত ৫০% কপিরাইট ফটো থাকে। যে ব্যক্তি ফটোটা আপলোড করেছে তার হাতেই কপিরাইট এর ক্ষমতাটা থাকে।
কপিরাইট মুক্ত ফটো ডাউনলোডের জন্য বেশ কিছু সুন্দর ওয়েব সাইট আছে। সেসব নিয়ে আজ আলোচনা করছি না। আজ আপনাদের সাথে একটি টিপস শেয়ার করব।
১.প্রথমে আমাদেরকে আমাদের প্রিয় ব্রাউজার Crome ওপেন করতে হবে।
২.তারপর আমাদেরকে ব্রাউজারের থ্রি ডট এ ক্লিক করতে হবে।
৩.তারপর আমাদেরকে নিচের চিত্রের মতো টেবিল মেনু মিলবে।
এখানে Dekstop site এ টিক চিহ্ন দিতে হবে।
৪.এর পর ব্রাউজার এর সার্চ বারে এসে কি ধরনের ফটো ডাউনলোড করতে হবে তা সার্চ করবেন।
৫.এখন আপনার ফোনের ডানে উপরের দিকে Settings এ ক্লিক করবেন। ফলে একটা টেবিল আসবে।
৬.টেবিলটিতে Advanced Search এ ক্লিক করবেন। এটা তৃতীয় সারিতে থাকে।
৭.এখন আপনারা সম্পুর্ন নতুন একটা পেইজ দেখতে পাবেন। এটার নিচে Usage rights এ ক্লিক করবেন।
৮.এখানে আপনাকে কয়েকটি অপশন দিবে। আপনি free to use, share and modify, even commercially এই অপশনটি নিশ্চিত করুন। সাধারণত সর্বনিচে এটি থাকে। কখনো কখনো এখানে মাত্র দুটি অপশন দেয় তখন creative and common licence এটি নিশ্চিত করুন।
৯.এরপর আপনি Advanced Search এ ক্লিক করবেন।
এখন পেইজ লোডিং এর পর আপনি লিংকে যে ফটো পাবেন তাতে কপিরাইট স্ট্রাইকের কোন ভয় নেই। আপনি এখান থেকে image এ গিয়েও কপিরাইট মুক্ত ছবি ডাউনলোড করতে পারবেন।
এই ছবি গুলো Royalty free বা কপিরাইট মুক্ত।
https://unsplash.com/images/stock/royalty-free
উপরিউক্ত লিংকগুলোতে কপিরাইট মুক্ত ফটো পাওয়া যায়।
তো বন্ধুরা এই ছিলো আজকের টিউন। ভালো লাগালে জোসস দিতে ভুলবেন না। মন্তব্য থাকলে টিউমেন্ট করতে ভুলবেন না। এ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।
আমি মো তানজিন প্রধান। ২য় বর্ষ, বগুড়া আজিজুল হক কলেজ, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 91 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।
কখনো কখনো হারিয়ে যাই চিন্তার আসরে, কখনোবা ভালোবাসি শিখতে, কখনোবা ভালোবাসি শিখাতে, হয়তো চিন্তাগুলো একদিন হারিয়ে যাবে ব্যাস্ততার ভীরে। তারপর ব্যাস্ততার ঘোর নিয়েই একদিন চলে যাব কবরে।