আপনি কি আপনার ফোনের ইন্সটল করা অ্যাপস গুলো মেমোরিতে ব্যাকআপ নিতে চান? তাহলে এই টিউনটি আপনার জন্য। এই টিউনে দেখানো হয়েছে কিভাবে ফোনে ইন্সটল করা অ্যাপস গুলো মেমোরিতে ব্যাকআপ রাখা যায়
বিভিন্ন সময়ে আমরা আমাদের ফোনে অনেক ধরনের অ্যাপ্স ব্যবহার করে থাকি। আবার অনেক সময় দেখা যায় কিছু অ্যাপস আমাদের প্রয়োজন শেষ হলে আমরা ডিলিট করে দিই। আবার অনেক সময় যদি আমাদের ফোনের সমস্যা হয় বা ফোনের স্টোরেজ কমে যায় তখন আমরা অনেকে অ্যাপস আনইন্সটল করে ফেলি। পরে দেখা যায় হয়তো অনেক সময় আমরা এই অ্যাপস গুলো খুঁজে পাইনা। আবার অনেক সময় খুঁজে পেলেও এগুলো আবার নতুন করে ডাউনলোড করতে হয়। কিন্তু এখন থেকে আপনি চাইলে খুব সহজে এগুলো আপনার মেমোরিতে ব্যাকআপ রাখতে পারবেন। যার ফলে আপনাকে আর পরবর্তীতে এটি খুঁজতে হবে না বা অন্য কোথাও থেকে নতুন করে ডাউনলোড করতে হবে না।
চলুন তাহলে শুরু করি। আমার দেখানো সিন গুলো ভালো ভাবে অনুসরণ করুন। তাহলে আপনিও পারবেন কিভাবে আপনার ইনস্টল করা অ্যাপস গুলো মেমোরিতে ব্যাকআপ রাখবেন। এজন্য প্রথমে আপনাকে ছোট্ট একটি অ্যাপস ব্যবহার করতে হবে। অ্যাপস টির নাম হল Android Assistant। আপনি প্লে স্টোরে গিয়ে এই লেখাটা লিখে সার্চ করলে পেয়ে যাবেন।
এরপর অ্যাপস টি ওপেন করুন। এখন আপনাকে এই অ্যাপসের টুলস অপশনে যেতে হবে। এখান থেকে আপনাকে যেতে হবে Rrstore & Backup অপশনে। এই অপশনে আসলে আপনার ফোনে ইন্সটল করা সবগুলো অ্যাপস আপনি দেখতে পাবেন। এরপর এখান থেকে আপনি যে অ্যাপসটি ব্যাকআপ রাখতে চান ঐ অ্যাপসে পাশের টিক মার্ক দিন। তারপর নিচের Back up বাটনে ক্লিক করুন। তাহলে আপনার অ্যাপসগুলো ব্যাকআপ হয়ে মেমোরিতে সেভ হয়ে যাবে। এবার আপনি আপনার মেমোরিতে গেলে Android Assistant নামে একটি ফোল্ডার পাবেন। ঐ ফোল্ডারে গেলে আপনার ব্যাকআপ করা অ্যাপস গুলো দেখতে পাবেন।
এখন থেকে আপনি যদি আপনার ইনস্টল করা অ্যাপস টি আনইন্সটল করে ফেলেন এরপর আপনি মেমোরি কার্ড থেকে পরবর্তীতে তা ইন্সটল করে নিতে পারবেন। এভাবে আপনি খুব সহজে আপনার অ্যাপসগুলো ব্যাকআপ করে পরবর্তীতে ব্যবহার করতে পারবেন।
আপনার যদি নিয়মিত এমন আরও টিপস পেতে চান তাহলে আমার ব্লগ সাইট থেকে ঘুরে আসতে পারেন।
আমি রুদ্র অনিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
MiXploer দিয়ে এপিকে সহজেই ব্যাকাপ নেওয়া যায়।