ইউটিউব, ফেসবুক থেকে সহজে ভিডিও ডাউনলোড করুন

ইউটিউব, ফেসবুক, মাইস্পেস বা এইধরণের ভিডিও স্ট্রিমিং সাইটগুলোতে অনলাইনে ভিডিও দেখা গেলেও সাধারণ ভিডিও ডাউনলোডার দিয়ে ভিডিও ডাউনলোড করা যায় না। আমি আগে আইডিএম (ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার) দিয়ে ভিডিও স্ট্রিমিং সাইট থেকে ভিডিও ডাউনলোড করতাম। কিন্তু আইডিএম-এর সমস্যা এটি মাত্র একমাসের ট্রায়াল ভার্সন পাওয়া যায়। একমাস পর রেজিস্ট্রার করতে আপনাকে দিতে হবে $২৯.৯৫ অথবা ক্রাক খুঁজতে হবে। এত ঝুট ঝামেলায় না যেয়ে সহজে ভিডিও ডাউনলোডের উপায় খুঁজছিলাম।

অনলাইনে ইউটিউব, ফেসবুক, মাইস্পেস সাইট থেকে ভিডিও ডাউনলোডের জন্য KeepVid সাইটটি বেশ ভালো। শুধু আপনার ডাউনলোড পেজের লিংকটি কপি করে KeepVid সাইটে নীল রঙের URL box -এ আপনার কপিকৃত লিংকটি পেস্ট করে Download বাটনে ক্লিক করুন। ব্যস কাজ শেষ। আপনি এখন আপনার কাংখিত ভিডিও FLV or MP4 ফরমেট-এ সেভ করতে পারবেন।

DownloadHelper নামের Firefox Add-ons দিয়ে ভিডিও ডাউনলোডের কাজটা বেশ সহজ করে দিয়েছে। এই Add-ons দিয়ে সহজেই ইউটিউব, ফেসবুক, মাইস্পেস সাইট থেকে ভিডিও ডাউনলোড করা যায়। DownloadHelper Firefox Add-ons ইন্সটলের পর আপনি যখন কোন ভিডিও সাইটে যাবেন তখন আপনার ব্রাউজের টুলবারে DownloadHelper এর আইকনটি এনিমেটেড হবে।

এই এনিমেটেড আইকনে মাউসের ডান বাটন ক্লিক করলে ভিডিও download menu ওপেন হবে। এখান থেকে আপনি আপনার পছন্দের ফরমেটে কোন ঝামেলা ছাড়াই ভিডিও ডাউনলোড করতে পারবেন।

ভিডিও ডাউনলোডের এমন অনেক হাজারো উপায় আছে। অনেক ট্রিকস এই ব্লগে আগেও প্রকাশিত হয়েছে। সবগুলোর ভিতর DownloadHelper টায় আমার কাছে ভিডিও ডাউনলোডের সবচেয়ে সহায়ক মনে হয়েছে। তাই Add-onsটি ব্লগারদের সাথে শেয়ার করলাম। আমার আগে আগে অন্য কেউ শেয়ার করলে তাকে আগে থেকেই ধণ্যবাদ জানাই।

Level 2

আমি noor2729। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

হাহাহা……।।ভাই …এটা নিয়ে আমি আগেই টিউন করে ফেলেছি……।
কস্ট করার জন্ন্য ধন্যবাদ

    Level 0

    IDM ব্যবহার করলে আর এটার দরকার নাই।আগে আমি এটা ব্যবহার করতাম।এখন IDM ব্যবহার করি।তাইDownload Helper কাজে লাগেনা

Level 0

https://www.techtunes.io/tutorial/tune-id/64077/

এই লেখটা দেখলেই বুঝবেন।

@Mukut, লিনাক্স ব্যবহারকারীদের জন্য টিউনটি কাজে লাগবে। চুরি করে ব্যবহারে কোন ক্রেডিট নেই।

    Level 0

    আমি আবার চুরি করলাম কখন? আজব?

    যদি জানালা, আইডিএম এর জেনুইন ভার্সন ব্যবহার করেন তাহলে কথা ফিরিয়ে নেব।

    Level 0

    মুকুট ভাই এর টিউন টা কাজের । আমিও লিনাক্স ইউজ করি। ডাউনলোডার হিসেবে Jdownloader ও Download helper ব্যাবহার করি। দুটোই ফ্রী।

Level 0

@ যে কোন কেউ FLV ভিডিও ফরমেট থেকে MP4 ফরমেট করার মত কোন কনভাটার থাকলে লিং দিবে । আর FLV ফরমেটর ভিডিও দেখার মত কোন প্লেয়ার থাকলে দিবে।

FLV ভিডিও ফরমেট থেকে MP4 ফরমেট করার মত কোন কনভাটার থাকলে লিং দিবেন । আর FLV ফরমেটর ভিডিও দেখার মত কোন প্লেয়ার থাকলে তাও দিলে উপকৃত হব। [email protected]

ভাই এই লিংক্টা অনেক ভাল।। শুধু লিংকটাতে গিয়ে youtube এর লিংক টা কপি করলেই হবে তাও আবার ৬টা ফরম্যাটে।।